Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Mouse

Description

Mouse


মাউস হল একটি ইনপুট ডিভাইস। একে পয়েন্টিং ডিভাইসও বলা হয়। এটি নাড়াচাড়া করলে মনিটরের পর্দায় একটি তীর বা অন্য কোন চিহ্ন নড়াচড়া করে। একে মাউস পয়েন্টার বলে। আর মাউস হতে নির্দেশ কম্পিউটারে পাঠানোর জন্য বোতাম বা বাটন থাকে। এ বোতাম চাপলে মাউস পয়েন্টারের অবস্থান অনুযায়ী প্রোগ্রাম কাজ করে

মাউস কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস, কারণ মাউস দ্বারা কম্পিউটার-কে কোনো নির্দেশ প্রদান করা হয়। এই ডিভাইসটি দেখতে ডিম্বাকার অনেকটা ইঁদুরের মতো, তাই ইহার নাম হয়েছে মাউস (MOUSE) MOUSE কথাটির একটি পূর্ণরূপ রয়েছে, সেটি হল – Mechanically Operated User Serial Engine. সাধারনত একটি মাউসে বামদিকে একটি বাটন, ডানদিকে একটি বাটন এবং মাঝে একটি চাকার মতো অংশ থাকে যেটি ঘোরালে ঘোরে, সেটিকে বলা হয় হুইল (Wheel) বা স্ক্রল (Scroll) বাটন। মাউস নাড়াচাড়া করে কম্পিউটার-কে নির্দেশ দেওয়া হয়


মাউসের বিভিন্ন বাটন

লেফট বাটন (Left Button):- মাউসের বামদিকে যে বাটনটি থাকে সেটিকে লেফট্ বাটন বলে, যার সাহায্যে লেফট্ ক্লিক (Left Click) বা নরমাল (Normal Click) করা হয়। এই লেফট্ ক্লিকের সাহায্যে মাউস পয়েন্টার দ্বারা কোনো প্রোগ্রাম বা কম্পিউটারে নির্দেশ দেওয়া হয়

রাইট বাটন (Right Button):- ডানদিকে যে বাটনটি থাকে সেটিকে রাইট বাটন (Right Button) বলে, যার সাহায্যে রাইট ক্লিক (Right Click ) করা হয়। রাইট ক্লিক করার মাধ্যমে বিশেষ বিশেষ কিছু কাজ সম্পন্ন করা যায়

হুইল বা স্ক্রলিং বাটন (Wheel or Scrolling Button):- লেফট্ বাটন এবং রাইট বাটনের মাঝে চাকার মতো বাটনটির নাম হুইল বা স্ক্রলিং বাটন। অনেকগুলি পাতা (Page) বিশিষ্ট কোনো ডকুমেন্টকে ওপরের দিকে নিয়ে যেতে বা নিচের দিকে নামাতে, জুম ইন ও জুম আউট (Zoom In, Zoom Out) করতে বা আরও অন্য কাজে চাকার মতো এই বাটনটি ব্যবহার করা হয়। চাকার মতো এই বাটনটি মাউস-এর  তৃতীয় বাটন হিসাবেও কাজ করে।


কম্পিউটার মাউস কত প্রকার ও কি কি ?

একটি মাউস অনেক আলাদা আলাদা রকমের হতে পারে। তবে, মূলত টি আলাদা আলাদা প্রকারভেদ হিসেবে মাউসের প্রকার গুলোকে তুলে ধরা যেতে পারে

. মেকানিক্যাল মাউস (Mechanical Mouse)

. অপটিক্যাল মাউস (Optical Mouse)

. কর্ডলেস বা ওয়্যারলেস মাউস (Cordless or Wireless Mouse)

. ট্র্যাকবল মাউস (Trackball Mouse)

. স্টাইলস মাউস ( Stylus Mouse)


১. মেকানিক্যাল মাউস (Mechanical Mouse):- এই ধরনের মাউসের নিচের দিকে একটি গর্ত থাকে, যেখানে একটি রাবারের তৈরি বল থাকে। মাউসের মধ্যে একটি সেন্সর (Sensor) থাকে যেটি বলের নড়াচড়াকে লক্ষ্য করে কারসার (Cursor) বা মাউস পয়েন্টার (Mouse Pointer) স্ক্রীনের এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যায়। এই ধরণের মাউস গুলো আগেকার কম্পিউটার গুলোর সাথে অধিক ব্যবহার করা হতো

২. অপটিক্যাল মাউস (Optical Mouse):- এই ধরনের মাউসে বলের পরিবর্তে একটি LED – Light Emitting Diode এবং DSP – Digital Signal Processing প্রযুক্তি থাকে, যেখান থেকে লাইট বা আলোক রশ্মি নির্গত হয়ে স্ক্রীনের কারসার বা মাউস পয়েন্টার নিয়ন্ত্রিত হয়। বর্তমানে ব্যবহৃত প্রায় সকল মাউস-ই অপটিক্যাল মাউস

৩. কর্ডলেস বা ওয়্যারলেস মাউস (Cordless or Wireless Mouse):- কর্ডলেস বা ওয়্যারলেস মাউস তার ছাড়া এক ধরনের মাউস আছে যাকে কর্ডলেস বা ওয়্যারলেস মাউস বলে। এটি অপটিক্যাল মাউসের মতোই কাজ করে, শুধুমাত্র পার্থক্য হল যে, অপটিক্যাল মাউসে কর্ড বা ওয়্যার (Cord or Wire) থাকে আর এই মাউসে থাকে না। কম্পিউটার এর সাথে কানেক্ট করার জন্য একটি ছোটো ডিভাইস (Receiver Device) ব্যবহার করা হয়, যেটি কম্পিউটার এর ইউ.এস.বি (USB ) পোর্টে লাগানো হয়ে থাকে। এই মাউস-এর আর এক নাম রিমোট মাউস (Remote Mouse)

৪. ট্র্যাকবল মাউস (Trackball Mouse):- এই ধরণের Mouse গুলোকেও দেখতে প্রায় Optical Mouse এর মতোই, তবে এই ধরনের মাউসে একটি বল থাকে, যেটিকে আঙুলের সাহায্যে ঘোরানোর মাধ্যমে কারসার বা মাউস পয়েন্টার নিয়ন্ত্রণ করা হয়

৫. স্টাইলস মাউস ( Stylus Mouse):- এই ধরণের মাউস দেখতে একটি কলমের মতো হয়ে থাকে যেখানে একটি চাকার মতো (wheel) অংশ রয়েছে। এই মাউস টিকে কলমের মতো ধরে চাকাটিকে ওপর নিচে করে কার্সর টি নিয়ন্ত্রণ করা হয়


মাউস এর কাজ কি কি ? (Function of mouse)

১. Cursor:- এটা হলো একটি Mouse এর Primary Function যেখানে Mouse Cursor টিকে স্ক্রিনে Move করা হয়

২. Open or execute a program:- Mouse এর ব্যবহার করে ইউসার যেকোনো icon, folder,বা যেকোনো অন্যান্য Program গুলোতে Click করে সেগুলোকে Open বা Execute করা হয়

৩. Select:- Mouse এর মাধ্যমে Text গুলোকে Select করার এবং সেগুলোকে Highlight করার জন্য করা

৪. Drag-and-drop:- Mouse এর মাধ্যমে Documents গুলোকে drag-and-drop করার জন্য

৫. Hover:- Mouse ব্যবহার করে যেকোনো Object এর ওপরে Hover করা যেতে পারে। Hover সেই প্রক্রিয়া বা সময়টিকে বলা হয় যখন আপনি মাউসের কার্সরটিকে যেকোনো Object এর ওপরে নিয়ে যাবেন এবং তার মাধ্যমে আপনাকে কিছু তথ্য প্রদান করা হয়

৬. Scroll:- Mouse এর মাধ্যমে আমরা স্ক্রিনের থেকে বড় বা লম্বা Documents বা page গুলোকে দেখার জন্য নিচে এবং ওপরে স্ক্রল (scroll) করার জন্য


কম্পিউটার মাউস এর জনক কে ছিলেন ?
উত্তর:-
 ডগলাস এঞ্জেলবার্ট (Douglas Engelbart) কম্পিউটার মাউস এর জনক, তিনি 1963 সালে মাউস আবিষ্কার করেন । তিনি ছিলেন একজন Electrical Engineer


মাউস এর ফুল ফর্ম (full form) কি ?

উত্তর:- Manually Operated User Selection Equipment


মাউস এর কাজ কি কি ?

উত্তর:- মাউস এর মাধ্যমে Cursor সরানো, Select, Click, Drag-and-drop এবং Scroll করা হয়।  এছাড়া, Text Selection, Copy, Paste ইত্যাদি বিভিন্ন Actions গুলোকে Mouse এর দ্বারা করা হয়