Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Computer Anti Virus

Description

Computer Anti Virus


এন্টিভাইরাস (Antivirus) বলতে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম 

এটি একটি প্রোগ্রাম যা কম্পিউটার ভাইরাসকে চিহ্নিত করে, দূরীভূত করে এবং কম্পিউটার সিস্টেমকে ভাইরাস প্রতিরোধ করে

ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম, অ্যান্টিভাইরাস প্রোগ্রাম সফটওয়্যারকে প্রোটেকশন দেয়ার জন্য তৈরি করা হয় ।কোন কম্পিউটারে কোন প্রকার ভাইরাস প্রবেশ করলে অ্যান্টি-ভাইরাস প্রোগ্রাম চালিয়ে এটি দূর করতে হয়


এন্টিভাইরাস সফটওয়্যার এর নাম

সর্বাধিক জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যারের নাম

. নর্টন (Norton)

. বিটডিফেন্ডার (Bitdefender)

. এভাস্ট (Avast)

. ম্যাকাফি (McAfee)

. পান্ডা (Panda)

. ক্যাসপারস্কি (Kaspersky)

. ওয়েবরুট (Webroot)

. ম্যালওয়্যারবাইট (Malwarebytes)

. সিকিউর ম্যাক (SecureMac)

১০. এভিরা (Avira)

১১. এভিজি (AVG)

১২. কোবরা (Cobra)


এন্টিভাইরাস এর কাজ

১. এন্টিভাইরাস সফটওয়্যার মূলত একটি কম্পিউটার বা নেটওয়ার্কে ছড়িয়ে পড়া ক্ষতিকারক সফটওয়্যার সনাক্ত, ব্লক এবং অপসারণ করার জন্য ডিজাইন করা হয়েছে

২. কম্পিউটার বা নেটওয়ার্ককে সুরক্ষা প্রদান করে এবং ভাইরাস বা অন্যান্য ক্ষতিকর কোডকে অন্য ডিভাইসে ছড়িয়ে পড়া থেকে প্রতিরোধ করতে সহায়তা করে

৩. কম্পিউটার সিস্টেমকে বিভিন্ন ধরণের ম্যালওয়্যার থেকে রক্ষা করে

৪. সিস্টেমে ম্যালওয়ারের উপস্থিতি স্ক্যান এবং সনাক্ত করতে পারে এবং এটি অপসারণ করতে সহায়তা করে

৫. এন্টিভাইরাস সফটওয়্যার ভাইরাস আক্রমণের বিরুদ্ধে রিয়েল-টাইম সুরক্ষা প্রদান করে

৬. কাস্টমাইজযোগ্য ফায়ারওয়াল এবং ওয়েবসাইট ব্লক করার মতো অতিরিক্ত সুরক্ষাও দিতে পারে

৭. কম্পিউটার সিস্টেম থেকে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার স্ক্যান, সনাক্ত এবং অপসারণ করে

৮. কম্পিউটারের হার্ডডিস্কে রক্ষিত গুরুত্বপূর্ণ ফাইল (অডিও, ভিডিও, ছবি, তথ্য) ধ্বংস বা হ্যাক করা থেকে সুরক্ষা দেয়


এন্টিভাইরাস ব্যবহারের সুবিধা

১. কম্পিউটার হ্যাংক হবে না

২. নিরাপদ ভাবে অনলাইনের ট্রানজেকশন করা যাবে 

৩. ইন্টারনেট থেকে যেকোনো ধরনের সফটওয়্যার গুলো নিরাপদ ভাবে ডাউনলোড করা যাবে 

৪. ইন্টারনেট ব্যবহার করার সময় তথ্য চুরির ভয় থাকবে না

৫. নিদর্শনা অনুযায়ী কম্পিউটার কাজ করবে

৬. কম্পিউটারে ব্যবহার করা সফটওয়্যার গুলো সহজে রান (run) করবে

৭. কম্পিউটারে থাকা সকল ডাটা (data) গুলো নিরাপদ বা সুরক্ষিত থাকবে


এন্টিভাইরাস এর অসুবিধা

১. এন্টিভাইরাস ব্যবহারের ফলে কম্পিউটার এর গতি অনেকটাই ধীর হয়ে যায়

২. ফ্রি এন্টিভাইরাস ডাউনলোড এর সময় অনেক সাইটে এক্সেস দেয়া হয় যেসব সাইটে বিভিন্ন হ্যাকার টুল থাকে এমন সব ফ্রি এন্টিভাইরাস ডাউনলোড এর ফলে আপনার কম্পিউটার এ আপনার অজান্তেই হ্যাকাররা এক্সেস নিয়ে নিতে পারে, তাই পেইড এন্টিভাইরাস ব্যবহার করতে পারলে মোটামুটি সর্বোচ্চ সিকিউরিটির নিশ্চয়তা দেয়া যায়

৩. যে কোন নতুন ফাইল সংযোজন বা বাড়তি কোনো ডিভাইস ব্যবহার এর ক্ষেত্রে প্রতিবার তা স্ক্যান করে নিতে হয়। যা অনেকটাই সময়ব্যায়ী, যদিও এটা একটি প্রয়োজনীয় বিষয় কম্পিউটারের সুরক্ষার জন্য, কিন্তু অনেকের কাছে তা বিরক্তির কারণ, সেক্ষেত্রে কম্পিউটারে বিদ্যমান এন্টিভাইরাস দিয়েই কাজ চালিয়ে নেয়া যায় এতে সময় ও নষ্ট হয়না

৪. এন্টিভাইরাস সফটওয়্যার গুলো অনেক বড় মাপের হওয়ায় তা কম্পিউটারের অনেকটা জায়গা ব্যবহার করে থাকে, যা কম্পিউটার ধীরে কাজ করার অন্য একটি কারণ