Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Excel Shortcut Comment

Description

Excel Keyboard Shortcut Command


মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি হিসাব-নিকাশের জন্য খুবই জনপ্রিয়। কাজের ক্ষেত্রে কাজের গতিকে তরান্বিত করার লক্ষ্যে কীবোর্ড সর্টকাট কমান্ড ব্যবহারের কোন বিকল্প নেই। এতে যেমন কাজ দ্রুত সম্পাদন এবং প্রোগ্রাম পরিচালনা সহজতর হয়

পরবর্তী ওয়ার্কশিট/পূর্বের ওয়ার্কশিট এ যাওয়া

কাজের সময় একই ওয়ার্কবুকের বিভিন্ন শিটে যাওয়ার প্রয়োজন হওয়াটাই স্বাভাবিক। এজন্য সহজেই দ্রুত কাজটি সম্পাদন করা যায় কীবোর্ড সর্টকাট কী দ্বারা। পরবর্তী ওয়ার্কশিটে যাওয়ার জন্য কীবোর্ডের Ctrl + PgDn চাপুন এবং পূর্বের ওয়ার্কশিটে যাওয়ার জন্য কীবোর্ডের Ctrl + PgUp চাপুন।

পরবর্তী ওয়ার্কবুক/পূর্বের ওয়ার্কবুক এ যাওয়া

কাজের সময় একাধিক ওপেন করা ওয়ার্কবুক থাকলে এক ওয়ার্কবুক হতে অন্য ওয়ার্কবুকে যাওয়ার প্রয়োজন হলে দ্রুত কাজটি সম্পাদন করার জন্য কীবোর্ডের Ctrl + Tab চাপুন; উল্টো দিকে ফেরার জন্য কীবোর্ডের  Ctrl + Shift + Tab চাপুন।

রিবন প্রসারিত বা সংকুচন করা

সংকুচনের জন্য কীবোর্ডের Ctrl + F1 চাপুন এবং প্রসারনের জন্য পুনরায় কীবোর্ডের Ctrl + F1 চাপুন।

একই সেলে নতুন লাইন শুরু বা তৈরি করা

সাধারণত এক্সেলে কোন লাইন লিখে এন্টার কী চাপলে কার্সর পরবর্তী রোতে অবস্থান করবে। কিন্তু একি সেলের ভেতর নতুন লাইন শুরু করতে প্রয়োজনীয় লাইন শেষ করে কীবোর্ডের Alt+Enter

ওয়ার্কশিটে বর্তমান সময় এবং তারিখ সংযোজন করা

যে সেলে বর্তমান সময় সংযোজন করতে চান সে সেলে কার্সর রেখে কীবোর্ডের Ctrl+; এবং তারিখ সংযোজন করতে চান সে সেলে কার্সর রেখে কীবোর্ডের Ctrl+Shift+: চাপুন।
আপনি যদি একই সাথে সময় ও তারিখ সংযোজন করতে চান তবে সময় সংযোজন করে একবার Spacebar চেপে তারিখ সংযোজন করুন।

ওয়ার্কশিটের নাম্বার বিভিন্ন ফরমেটে পরিবর্তন করা

প্রয়োজনীয় নম্বর বা নম্বরসমূহ নির্বাচন করুন। অতপর নিচে প্রদর্শিত প্রয়োজনীয় সর্টকাট দিয়ে নাম্বারের ফরমেট পরিবর্তন করুন

General ফরমেট করতে = Ctrl + Shift + ~

Currency ফরমেট করতে  = Ctrl + Shift + $

Percentage  ফরমেট করতে = Ctrl + Shift + %

Scientific  ফরমেট করতে = Ctrl + Shift + ^

Date ফরমেট করতে  = Ctrl + Shift + #

Time ফরমেট করতে  = Ctrl + Shift + @

Number ফরমেট করতে  = Ctrl + Shift +!


Ctrl + A - ওয়ার্কশিটের সকল সেলের সকল কনটেন্ট সিলেক্ট করা

Ctrl + B - সিলেক্টকৃত সেলসমূহের টেক্সট বোল্ড বা গাঢ় করা

Ctrl + C - সিলেক্টকৃত সেলসমূহের টেক্সট কপি বা নকল করা

Ctrl + F - ওয়ার্কশিটের কোন তথ্য খুঁজে বের করা

Ctrl + G - নির্দিষ্ট কোন রেফারেন্সে গমন করা

Ctrl + H - কোন শব্দকে অন্য শব্দ দ্বারা প্রতিস্থাপন করা

Ctrl + I - সিলেক্টকৃত সেলের কনটেন্ট ইটালিক বা কাত করা

Ctrl + K - সিলেক্টকৃত সেলের সাথে লিংক স্থাপন করা

Ctrl + L - সিলেক্টকৃত কনটেন্ট টেবিলে রূপান্তর করা

Ctrl + N - নতুন ওয়ার্কবুক তৈরি করা

Ctrl + O - সংরক্ষিত ফাইল ওপেন বা খোলা

Ctrl + P - প্রয়োজনীয় ডকুমেন্ট প্রিন্ট করা

Ctrl + Q - কুইক এনালাইসিস উইন্ডো ওপেন করা

Ctrl + S - নতুন ওয়ার্কবুক বা সংরক্ষিত ওয়ার্কবুকে নতুন তথ্য সংরক্ষণ করা

Ctrl + T - টেবিল তৈরি করা

Ctrl + U - সিলেক্টকৃত সেলের কনটেন্ট আন্ডারলাইন দেয়া

Ctrl + V - কপিকৃত কনটেন্ট অন্যত্র পেস্ট বা বসানো

Ctrl + W - ওপেনকৃত ওয়ার্কবুক বন্ধ করা

Ctrl + X - সিলেক্টকৃত সেলের কনটেন্ট কাট করা

Ctrl + Z - সর্বশেষ প্রয়োগকৃত কমাণ্ডের কার্যকারিতা বাতিল করা



Ctrl + 1 - সিলেক্টকৃত সেলের ফরমেট পরিবর্তন করা

Ctrl + 5 - সিলেক্টকৃত সেলের কনটেন্ট স্ট্রাইকথ্রো ফরমেট প্রয়োগ করা

Ctrl + F3 - এক্সেল এর Name Manager উইন্ডো ওপেন করা

Ctrl + F9 - বর্তমান উইন্ডো মিনিমাইজ করা

Ctrl + F10 - বর্তমান উইন্ডো ম্যাক্সিমাইজ করা

Ctrl + F6 - ওপেনকৃত ওয়ার্কবুক বা উইন্ডোর মধ্যে সুইচ করা

Ctrl + Page up - একই ওয়ার্কবুকের কারেন্ট ওয়ার্কশিট হতে পূর্ববর্তী ওয়ার্কশিটে যাওয়ার জন্য

Ctrl + Page down - একই ওয়ার্কবুকের কারেন্ট ওয়ার্কশিট হতে পরবর্তী ওয়ার্কশিটে যাওয়ার জন্য

Ctrl + Tab - একাধিক ওপেনকৃত এক্সেল ফাইলে গমন করা

Alt + = - সিলেক্টকৃত সেলে ওপরের সেলসমূহের যোগফল বের করা

Ctrl + ‘ - ওপরের সেলের ভেল্যু সংযুক্ত করা জন্য

Ctrl + Shift + ! - সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে কমা ফরমেট প্রয়োগ করা

Ctrl + Shift + $ - সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে কারেন্সি ফরমেট প্রয়োগ করা

Ctrl + Shift + # - সিলেক্টকৃত সেলের নাম্বারসমূ তারিখ ফরমেট প্রয়োগ করা

Ctrl + Shift + % - সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে শতকরা ফরমেট প্রয়োগ করা

Ctrl + Shift + ^ - সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে সাইন্টিফিক ফরমেট প্রয়োগ করা

Ctrl + Shift + @ - সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে সময়ের ফরমেট প্রয়োগ করা

Ctrl + Arrow key - একই ডেটাবেজের কনটেন্টসমূহ ডান/নিচ পর্যন্ত সিলেক্ট করা

Ctrl + Space - সম্পূর্ণ কলাম সিলেক্ট করা

Shift + Space - সম্পূর্ণ রো সিলেক্ট করা

Ctrl + – - সিলেক্টকৃত কলাম বা রো মুছার জন্য

Ctrl + Shift + = - নতুন রো বা কলাম সংযুক্ত করা

Ctrl + Home - সেলপয়েন্টার A1 সেলে নেয়া

Ctrl + ~ - ওয়ার্কশিটে প্রয়োগকৃত ফর্মূলাসমূহ প্রদর্শন করা। পূর্বের অবস্থায় ফেরার জন্য পুনরায় চাপুন

F2 - সিলেক্টেড সেল এডিট বা শুদ্ধ করা

F3 - ফর্মূলাতে তৈরিকৃত নেম প্রয়োগ করা

F4 - প্রয়োগকৃত সর্বশেষ ফরমেট পুনরায় ব্যবহার করা

F5 - সির্দিষ্ট কোন সেলে গমন করা

F7 - সিলেক্টকৃত টেক্সট কিংবা ডকুমেন্টের বানান শুদ্ধ করা

F11 - সিলেক্টকৃত ডেটাসমূহ দিয়ে চার্ট তৈরি করা

Ctrl + Shift + ; - কারেন্ট বা সিলেক্টকৃত সেলে বর্তমান সময় সংযুক্ত করা

Ctrl + ; - কারেন্ট বা সিলেক্টকৃত সেলে বর্তমান তারিখ সংযুক্ত করা

Alt + Shift + F1 - নতুন ওয়ার্কশিট সংযুক্ত করা

Alt + Enter - কোন সেলে একাধিক লাইন লেখার প্রয়োজনে ব্যবহৃত হয়

Shift + F3 - এক্সেল এর ফর্মূলা উইন্ডো প্রদর্শন করা

Shift + F5 - সার্চ বক্স প্রদর্শন করানো

একটি কলাম বা একটি রো এর শেষ প্রান্তে যাওয়ার জন্য Ctrl+Right Arrow Key / Ctrl+Down Arrow Key