Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Power Supply & UPS

Description

Power Supply & UPS


কম্পিউটারের মাদারবোর্ড, হার্ডডিস্ক, সিডিরম সহ অন্যান্য যন্ত্রাংশ কার্যক্ষম করার জন্য যে যন্ত্রাংশ থেকে বিভিন্ন মাত্রার বিদ্যুৎ শক্তির যোগান পাওয়া যায়, তাকে পাওয়ার সাপ্লাই ইউনিট (Power Supply Unit) বলে। একে সংক্ষেপে পিএসইউ (PSU) বলে।

পাওয়ার সাপ্লাই ইউনিট জেনারেল পারপাস অল্টারনেটিং কারেন্ট (AC) কে ব্যবহারযোগ্য লাে-ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট বা ভিসি (DC) পাওয়ারে রুপান্তর করে থাকে।

যেকোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস চলার জন্য সেখানে পাওয়ারের প্রয়োজন হয়। সেই পাওয়ারটা হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। ঠিক তেমনই কম্পিউটার সচল রাখতে ও পাওয়ার প্রয়োজন হয়। আর সেই বিভিন্ন মাত্রার বিদ্যুৎ শক্তির যোগান পাওয়া যায় পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে। পাওয়ার সাপ্লাই কম্পিউটারের প্রতিটা যন্ত্রাংশে সঠিক ভাবে পাওয়ার সাপ্লাই করে যায়। এটা যদি সঠিক ভাবে পাওয়ার সাপ্লাই না করতে পারে, তাহলে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমনঃ অটো রিস্টার্ট হওয়া, হ্যাং করা, স্লো হয়ে যাওয়া সহ আর নানাবিধ।

কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ যেমন মাদারবোর্ড, হার্ডডিস্ক, সিডিরমসহ অন্যান্য যন্ত্রাংশ কার্যক্ষম করার জন্য বিভিন্ন মাত্রার বিদ্যুৎশক্তির যোগান যে যন্ত্রাংশ হতে পাওয়া যায় তাকে পাওয়ার সাপ্লাই বলে। এটি বিদুৎ লাইনের AC বিদ্যুৎকে DC বিদ্যুতে রূপান্তরিত করে। কম্পিউটারের জন্য ৫-১৫ ভোল্ট পর্যন্ত DC বিদ্যুতের প্রয়োজন হয়। এজন্য পাওয়ার সাপ্লাই ইউনিটে বিভিন্ন মাত্রার বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য বিভিন্ন ধরনের কানেক্টর থাকে। ডেস্কটপের জন্য বাজারে ২০০-৪৫০ ওয়াট পর্যন্ত পাওয়ার সাপ্লাই ইউনিট পাওয়া যায়।


কম্পিউটার পাওয়ার সাপ্লাই এর ধরন

৩ ধরনের পাওয়ার সাপ্লাই সাধারণত বেশি ব্যবহৃত হয়ে থাকে। এগুলাে হলােঃ

. এটি পাওয়ার সাপ্লাই (AT Power Supply)

. এটিএক্স পাওয়ার সাপ্লাই (ATX Power Supply)

. এটিএক্স- পাওয়ার সাপ্লাই (A TX-2 Power Supply) 
 


UPS - Uninterruptible Power Supply - আনইন্টার্র্যাপ্টিবাল পাওয়ার সাপ্লাই

UPS এর পূর্ণরূপ হলো Uninterruptible Power Supply - আনইন্টার্র্যাপ্টিবাল পাওয়ার সাপ্লাই । UPS হলো এমন একটি ইলেক্ট্রনিক ডিভাইস যা ইলেকট্রিসিটি অফ হওয়ার পরেও কম্পিউটারকে ২০ থেকে ৪০ মিনিটের মতো পাওয়ার ব্যাকআপ দেয়। যার ফলে ইউসার তার গুরুত্বপূর্ণ কাজ গুলোকে কম্পিউটারে সেভ করে কম্পিউটারটিকে সঠিক ভাবে বন্ধ করার কিছু সময় পায়।


ইউপিএস কত প্রকার

ইউপিএস (ups) প্রধানত তিন প্রকারের হয়। 

1. Standby UPS

2. Line Interactive UPS

3. Standby Online Hybrid UPS

1. Standby UPS:- Standby UPS হলো নরমাল ইউপিএস। এই ধরনের ইউপিএস সাধারণত পার্সোনাল কম্পিউটারে ব্যবহার করা হয়। Standby UPS কি অফলাইন ইউপিএস বলা হয়। এই ups ব্যাটারি ব্যাকআপের মাধ্যমে কম্পিউটার সিস্টেমকে চালু রাখতে সাহায্য করে।

2. Line Interactive UPS:-  বিদ্যুৎ বিভ্রান্তি ঘটলে বা লো ভোল্টেজ হলে সাধারণত এই ধরনের ইউপিএস ব্যবহার করা হয়। এর ডিজাইন অনুযায়ী battery to AC power converter সব সময় ইউপিএস এর আউটপুটের সঙ্গে যুক্ত থাকে। 

3. Standby Online Hybrid UPS:- Standby Online Hybrid UPS কে অনলাইন ইউপিএসও বলা হয় এটি টোপোলজি দেখে 10kVA এর নিচে অনেক UPS-এর জন্য ব্যবহার করা হয়েছে । AC power ব্যর্থতার সময় ব্যাটারি থেকে স্ট্যান্ডবাই কনভার্টার চালু করা হয়।