Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Graphic Card

Description

Graphics Card 


গ্রাফিক্স কার্ড হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ডিভাইস । যার মাধ্যমে কম্পিউটার স্কিনে হাই রেজুলেশন এর আউটপুট দেখা যায় । গ্রাফিক্স কার্ড কে সংক্ষেপে বলা হয় GPU (Graphics Processing Unit), Video Card, Display Card, Display Adapter ইত্যাদি ।

Graphics Card হল কম্পিউটার এর একটি এক্সটার্নাল হার্ডওয়্যার এবং যেটি Motherboard এর সাথে যুক্ত করা হয়। একে অনেকে GPU (Graphics Processing Unit), Video Card, Display Card, Display Adapter ইত্যাদিও বলে থাকে। আসলে এটি একটি ভিডিও মেমোরি যা ডিসপ্লে এর মধ্যে হাই কোয়ালিটি ইমেজ বা ভিজ্যুয়াল দেখতে সাহায্য করে।

অর্থাৎ গ্রাফিক্স কার্ড ব্যবহার এর ফলে কম্পিউটার আরো পাওয়ারফুল হয়ে যায় গ্রাফিক্স প্রদর্শনের ক্ষেত্রে। হাই গ্রাফিক্স কোয়ালিটি গেম খেলতে এবং ভিডিও এডিটিং এর জন্য অবশ্যই একটি ভালো গ্রাফিক্স কার্ড প্রয়োজন পরে।


গ্রাফিক্স কার্ড এর প্রকার (Types of Graphics card)

Graphics card দুই প্রকার হয়ে থাকে। একটি হল Integrated এবং অপরটি হল Dedicated গ্রাফিক্স কার্ড।

1. Integrated:- এই ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড হল যা CPU এর মধ্যেই built-in হয়ে মাদারবোর্ড এর সাথে সংযুক্ত থাকে। এটি আলাদা করতে, আপগ্রেড অথবা পরিবর্তন করতে পারবেন না।

2. Dedicated:- এটি হল একটি এক্সটার্নাল হার্ডওয়্যার যা আপনি মাদারবোর্ড এর সাথে পরে যুক্ত করতে পারবেন, আপগ্রেড চাইলে পরে পরিবর্তনও করতে পারবেন।