Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Plotter

Description

প্লটার (Plotter)


প্রিন্টারের মতোই দেখতে প্লটার একটি আউটপুট ডিভাইস। ইহার সাহায্যে কাগজ বা অন্য কোনো জিনিসের ওপর প্রিন্ট করা হয়। ইহা আকারে অনেকটা বড় হয়। প্রিন্টারের মতো প্লটারেও কালি থাকে, যার সাহায্যে সাদা-কালো ও রঙিন উভয় প্রিন্ট করা সম্ভব। প্রিন্ট করার জন্য প্লটারের হেডে কালিপূর্ণ কলম থাকে, এই কালিপূর্ণ কলমের সাহায্যেই প্রিন্ট হয়। প্লটার বিভিন্ন ধরনের বড় বড় প্রিন্টআউট যেমন-ফ্লেক্স অর্থাৎ সাইন বোর্ড, বিজ্ঞাপনের পোস্টার, হোডিং বা যেকোনো বড় ধরনের প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়।


প্লটার (Plotter) কত প্রকার ও কি কি

1. Flatbed Plotter (ফ্ল্যাটবেট প্লটার)

2. Drum Plotter (ড্রাম প্লটার) 


1. Flatbed Plotter (ফ্ল্যাটবেট প্লটার):- ফ্ল্যাটবেট প্লটারের উপর অনুভূমিকভাবে কাগজ স্থির হয়ে থাকে । এটি বাহকের উপর বসানো পেন x y উভয় অক্ষ বরাবরই সরতে পারে । সফটওয়্যারের নির্দেশ মতো CPU পেন চলাচল নিয়ন্ত্রণ করে গ্রাফ বা ছবি আঁকে ।

2. Drum Plotter (ড্রাম প্লটার):- ড্রাম প্লটারে একটি ঘূর্ণমান অনুভূমিক ড্রামের উপর কাগজ জড়ানো থাকে । কাগজের উপর বসানো পেন কেবল অক্ষ বরাবর ডাইনে বা বামে সরতে পারে । ড্রামের ঘূর্ণনের ফলে কাগজ সামনে বা পেছনে সরে যেতে পারে । CPU সফটওয়্যারের নির্দেশ অনুযায়ী পেন ও ড্রাম উভয়ের গতি নিয়ন্ত্রণ করে ।


প্লটারের ব্যবহার

প্লটারের সাহায্যে বিভিন্ন প্রকারের আর্কিটেকচারাল প্রিন্ট, নকশা, এবং মানচিত্র অনেক বেশি চওড়া কাগজে প্রিন্ট করা যায় । এটি স্থাপত্য ও প্রকৌশল সংক্রান্ত কাজে কম্পিউটারে অঙ্কিত নকশা বা ড্রয়িংকে ইমেজ কলমের সাহায্যে নিখুঁতভাবে কাগজে বা ট্রেসিং এ ছাপাতে পারে । ছাপানোর পদ্ধতির ওপর ভিত্তি করে প্লটার কলম দিয়ে বা বিট ইমেজ তৈরি করে এক বা একাধিক রঙে ড্রয়িং বা নকশাকে কাগজে বা ফিল্মের ওপর স্থায়ীভাবে ছাপায় । সাধারণত খুব সুক্ষ্ণ রেখা বিশিষ্ট ড্রয়িং বা সূক্ষ্ণ যন্ত্রপাতি ও মানচিত্রের নকশা বা রেখাচিত্রের মুদ্রণ নেয়ার জন্য প্লটার ব্যবহৃত হয় ।