Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Illustrator Introduction

Description

Illustrator Introduction


What is Illustrator - ইলাস্ট্রেটর কি

ইলাস্ট্রেটর একটি গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ প্রোগ্রাম। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। ইহা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডৌবি কপোরেশন কর্তৃক বাজারজাতকৃত। অ্যাডৌবি ইলাস্ট্রেটর গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ প্রোগ্রামটি সর্বপ্রম বাজারজাত হয় Apple Macintosh কম্পিউটারে ব্যবহারের উদ্দেশ্যে। কালক্রমে IBM বা IBM Compatible Computer এর মধ্যে Windows Supported Illustrator বাজারজাত হয়।

উৎপত্তির সময় থেকে এই গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামটি  যাবৎ অনেকগুলো Version (ভার্সনঅতিক্রম করেছে।


Adobe Illustrator এর ব্যবহার:-

(যে কোন কিছুর সুন্দর ডিজাইন উপস্থাপনায় Text বা লেখার কাজ করা যায়।
(পত্র পত্রিকা এবং যে কোন ধরনের বইয়ের প্রচ্ছদ (কভারপেইজ নিজের পছন্দমত তৈরি করা যায়
() Text (লেখাএবং Picture/ Graphics (ছবিকে একত্র করে নিজের মনের মত ডিজাইন করা যায়
(ব্যানারবিজ্ঞাপনপোষ্টারলিফলেট ইত্যাদি সুন্দর ডিজাইন করে বানানো যায়।
(ভিজিটিং কার্ডবিয়ের কার্ড, Student আইডি কার্ডইত্যাদি খুব সুন্দর করে মনের মত তৈরী করা যায়।


How to Illustrator is Used in The Work Place - কার্যক্ষেত্রে ইলাস্ট্রেটর এর ব্যবহার:-

ইলাস্ট্রেটর একটি গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ প্রোগ্রাম। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। ইহা Desktop Publishing (ডেস্কটপ পাবলিশিংগ্রুপের একটি অতি সহায়ক Package Program (প্যাকেজ প্রোগ্রাম) যে Package Program (প্যাকেজ প্রোগ্রামএর মধ্যে Text (লেখাএবং Picture/ Graphics (ছবিকে সম্নয় সাধন করা যায় তাকে Desktop Publishing (ডেস্কটপ পাবলিশিং) Package Program (প্যাকেজ প্রোগ্রামবলা হয়। সহজ করে বলা যায় DTP হলো Design for Text and Picture. এই প্রেক্ষিতে Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটরনিঃসন্দেহে একটি Desktop Publishing (ডেস্কটপ পাবলিশিং) Package Program (প্যাকেজ প্রোগ্রাম) Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটরএর সাহায্যে খুব সুন্দরভাবে মনের ইচ্ছেমত Text (লেখাএবং Picture / Graphics (ছবিকে সম্নয় সাধন করা যায়।


(). যে কোন ডিজাইন উপস্থাপনায় Text (লেখাএর কাজ করা যায়।
(). পত্র পত্রিকা এবং যে কোন ধরনের বইয়ের প্রচ্ছদ (কভারমনের ইচ্ছেমত বানানো যায়।
(). Text (লেখাএবং Picture / Graphics (ছবিকে সম্নয় সাধন করে মনের ইচ্ছেমত সাজানো যায়।
(). বিজ্ঞাপনপোষ্টারলিফলেট ইত্যাদি সুন্দর করে বানানো যায়।
(). ভিজিটিং কার্ডবিয়ের কার্ড ইত্যাদি খুব সুন্দর করে তৈরী করা যায়।
(). Multimedia (মাল্টিমিডিয়া), Webpage (ওয়েবপেজ), Online Graphics Design (অনলাইন গ্রাফিক্স ডিজাইনএর মধ্যে ইলাষ্ট্রেটর এর ব্যবহার অতি সুফলদায়ক।
(). সর্বোপরি প্রকাশনা শিল্পের সকল কাজ Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটরেখুব সহজে করা যায়।




এডোবি ইলাস্ট্রেটর কি

এডোবি ইলাস্ট্রেটর একটি গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ প্রোগ্রাম। এর মাধ্যমে বিভিন্ন ধরণের ডিজাইন করা যায়। মূলত ইলাষ্ট্রাটর হচ্ছে ভেক্টর ড্রয়িং প্রোগ্রাম বা জ্যামিতিক প্রিমিটিভ বা অবজেক্ট ওরিয়েন্টেড গ্রাফিক্স অর্থাৎ বিন্দুরেখাবক্ররেখাবহুভুজ ইত্যাদির গাণিতিক সমীকরণ ব্যবহার করে কম্পিউটার গ্রাফিক্স এর ছবি উপস্থাপনের পদ্ধতি। ইহা মার্কিন যুক্তরাষ্ট্রের এডোব কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম।



কার্যক্ষেত্রে এডোবি ইলাস্ট্রেটর এর ব্যবহার:-

এডোবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে বিভিন্ন ধরণের লোগোকার্ডবিজ্ঞাপণচিত্রকার্টুনতথ্যচিত্র ইত্যাদি ডিজাইন করা যায়। ইলাষ্ট্রাটরের মাধ্যমে ডেস্কটপ পাবলিশিং অর্থাৎ এর মধ্যে লেখা এবং ছবি কে সমন্বয় সাধন করে ডিজাইন করা হয়। সহজ করে বলা যায় ডিটিপি অর্থাৎ ডিজাইন ফর টেক্সট এন্ড পিকচার। যেমন:

1. পত্র পত্রিকা এবং যে কোন ধরণের বইয়ের প্রচ্ছদ (কভারমনের ইচ্ছেমত বানানো যায়।
2. বিজ্ঞাপণপোষ্টারলিফলেট ইত্যাদি সুন্দর করে বানানো যায়।
3. ভিজিটিং কার্ডবিয়ের কার্ড ইত্যাদি সুন্দর করে তৈরি করা যায়।
4. মাল্টিমিডিয়াওয়েবপেজঅনলাইন গ্রাফিক্স ডিজাইন এর কাজে ব্যবহার করা যায়।
5. সর্বোপরি গ্রাফিক্স ডিজাইনের কাজপ্রকাশনা শিল্পের বিভিন্ন কাজ এডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজে  আকর্ষনীয়ভাবে ডিজাইন করা যায়।


এডোবি ইলাস্ট্রেটর কী
Adobe System ১৯ মার্চ ১৯৮৭ খ্রিস্টাব্দে সর্বপ্রথম সংস্করণটি বাজারে অবমুক্ত করে। পরবর্তীতে এটি ক্রমান্বয়ে এডোবি সিস্টেমস কর্তৃক বাজারজাতকৃত সবচাইতে জনপ্রিয় সফটওয়্যার হিসেবে পরিগণিত হয়।
ম্যাক এবং উইন্ডোজ উভয় অপারেটিং সিস্টেমে এডোবি ইলাস্ট্রেটর সমর্থিত