Use this text to share information about your brand with your customers. Describe a product, share announcements, or welcome customers to your store.
Description
ওয়ার্ড প্রসেসিং - Word Processing
বাংলা ওয়ার্ড প্রসেসিং - Bangla Word Processing
ওয়ার্ড প্রসেসিং কম্পিউটারের একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়াকরণ প্রক্রিয়া। এ পদ্ধতিতে শব্দ সংগঠিত করে ডকুমেন্ট তৈরি, ফাইল, অনুলিপিকরণ, ডকুমেন্টের তথ্য সংরক্ষণ ও পরিবেশন করা সম্ভব হয়ে থাকে। ওয়ার্ড প্রসেসিং এ ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দেশে বাংলা ওয়ার্ড প্রসেসিং এর কাজে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অবিস্মরণীয় অবদান রয়েছে। বাংলা ওয়ার্ড প্রসেসিং কম্পিউটারের সাহায্যে বাংলা ভাষায় লেখা লেখির কাজ করাই হচ্ছে বাংলা ওয়ার্ড প্রসেসিং। বাংলায় ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে বর্তমানে আমাদের অনেক সুবিস্তৃত। এ দেশের সকল অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান, দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত কম্পিউটারে বাংলা ওয়ার্ড প্রসেসিং এর বহুল ব্যবহার রয়েছে। বাংলায় ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সুদীর্ঘ পাঁচ বছর গবেষণা করে (১৯৮২-১৯৮৪) প্রথম ‘‘বিটস’’ পত্রিকায় ১ম এবং ২য় সংখ্যায় বাংলায় ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করেন। তারপর সাইফুদ্দোহা শহীদের তৈরি বাংলা সফ্টওয়্যার বাজারে আসে। এভাবেই পর্যায়ক্রমে আরো বহু লোক এবং কোম্পানীর প্রচেষ্টায় বাংলা ওয়ার্ড প্রসেসিং এর উন্নয়ন হয়।
ওয়ার্ড প্রসেসিং বলতে কী বুঝ?
কম্পিউটার ভিত্তিক একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়াকরণ পদ্ধতিই হলো ওয়ার্ড প্রসেসিং। এ পদ্ধতিতে শব্দ সংগঠিত করে ডকুমেন্ট তৈরি, ফাইল অনুলিপিকরণ, ডকুমেন্টের তথ্য সংরক্ষণ ও পরিবেশন করা হয়ে থাকে। মুলতঃ ডকুমেন্ট তৈরি এবং ওয়ার্ড প্রসেসিং এর নিমিত্তে ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটার ব্যবস্থাকেই ওয়ার্ড প্রসেসিং বলা হয়। তবে কোন সাধারণ কম্পিউটারও যখন ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম নির্বাহ করার মাধ্যমে ডকুমেন্টন প্রসেস করা হয় তখন ঐ সময়ের জন্য কম্পিউটারটি ওয়ার্ড প্রসেসরের রূপ নেয়। ওয়ার্ড প্রসেসিং এর জন্য বর্তমানে বিভিন্ন ধরনের প্যাকেজ প্রোগ্রাম বাজারে পাওয়া যায়। যেমন- MS ওয়ার্ড, ওয়ার্ড পারফেক্ট, ওয়ার্ড স্টার, ডিসপেরাইটার, ডক্সরাইটার Latex এবং ম্যাকরাইটি ইত্যাদি। বহুল প্রচলিত ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। ওয়ার্ড প্রসেসরের উপযোগিতাঃ ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে কম্পিউটারের বহুবিধ উপযোগিতা রয়েছে। এদের প্রভাবে কম্পিউটার ব্যবহারের বৈচিত্র্যময়তা এসেছে। বর্তমানে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফ্ট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত মাইক্রোসফ্ট ওয়ার্ড বা সংক্ষেপে MS ওয়ার্ড ওয়ার্ড প্রসেসিং এর বহুল ব্যবহৃত উন্নত ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। সারা বিশ্বের সর্বত্রই IBM এবং এ্যাপল উভয় কম্পিউটারেই এর প্রোগ্রামটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। মেনু এবং আইকন ভিত্তিক এ প্রোগ্রামটি সহজেই চালনা করে ওয়ার্ড প্রসেসিং এর যাবতীয় কাজ করা যায়। প্রথম প্রবর্তনের সময় হতে এখন পর্যন্ত MS ওয়ার্ডের অনেক উন্নততর সংস্করণ বা ভার্সন চালু হয়েছে। পরবর্তী ভার্সনে আগের ভার্সনের তুলনায় উন্নততর সুযোগ সুবিধা রয়েছে। কাজেই কম্পিউটারের ব্যাপক ভিত্তিক ব্যবহার সুনিশ্চিত করণে ওয়ার্ড প্রসেসরের ব্যবহারিক গুরুত্ব বা উপাযোগিতা অত্যন্ত ব্যাপক।
বাংলা ওয়ার্ড প্রসেসিং এর সফ্টওয়্যার
বাংলায় ওয়ার্ড প্রসেসিং এর কতগুলো জনপ্রিয় এবং বহুল প্রচলিত ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যার রয়েছে। নিম্নে তার কয়েকটির উপস্থাপনা করা হলো-
1. বিজয় সফ্টওয়্যার 2. শহীদ লিপি সফ্টওয়্যার 3. মেকিনটোস গ্রাফিক্যাল সফ্টওয়্যার 4. আইবিএম এর পিসি উইন্ডোজ সফ্টওয়্যার 5. বাংলা স্ক্রিপ্ট ইন্টার ফেজ সিস্টেম সফ্টওয়্যার 6. বাংলা ফন্ট সফ্টওয়্যার 7. অভ্র ইউনিকোড/অভ্র ফনেটিকস 8. বাংলা বিটম্যাপ সফ্টওয়্যার ইত্যাদি
ওয়ার্ড প্রসেসরের সুবিধা
কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর দিয়ে বহুবিধ কাজ করা যায়। এর প্রভাবে কম্পিউটারের ব্যবহারিক গুরুত্ব বহুমুখীতা পেয়েছে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর দিয়ে লিপি প্রস্ত্ততের ক্ষেত্রে নিম্নোক্ত সুবিধাবলি পাওয়া যায়। যেমন-
1. লেখার মাঝখানে নতুন কোন লেখা সন্নিবেশিত করা যায় এবং অপ্রয়োজনীয় কোন লেখা মুছে দেয়া যায় 2. লেখার যে কোন অংশ অন্য যে কোন অংশে কপি করে স্থানান্তরিত করা যায় 3. এক ফাইলের লেখা অন্য ফাইলে সংযোজন করা যায় 4. কোন শব্দ বদলিয়ে স্বয়ংক্রিয়ভাবে অন্য কোন শব্দ বসানো যায় 5. বানান ভুল কিংবা ব্যাকরণগত ভুল নির্ণয় ও সংশোধন করা যায় 6. একই ধরনের লেখার কাজ বারবার করার প্রয়োজন হলে কাজটিকে একটি মাত্র কমান্ড দিয়ে সংরক্ষণ করে যথাস্থানে ব্যবহার করা যায় 7. বিভিন্নভাবে লেখাকে সজ্জিত করে স্থায়ীভাবে মুদ্রণে যাওয়া যায় 8. লেখাকে ছোট বড় করা যায় এবং সৌন্দর্য্য বর্ধনের কাজ সম্পাদন করা যায় 9. একই ফাইলের মূল লেখার সাথে অন্য ফাইলের সংরক্ষিত ঠিকানা এবং অন্যান্য তথ্য সংযুক্ত করে ফর্ম লেটার তৈরি করা যায় 10. সর্বশেষে প্রস্ত্ততকৃত লিপিকে ভবিষ্যতের জন্য ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা যায়
কয়েকটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসরের নাম লিখ
বর্তমানে বিশ্বে বহু ধরনের ওয়ার্ড প্রসেসর প্রচলিত রয়েছে। তবে বহুল ব্যবহৃত কয়েকটি ওয়ার্ড প্রসেসর প্যাকেজের উদাহরণ নিম্নে দেওয়া হলো-
1. Microsoft Word - মাইক্রো সফ্ট ওয়ার্ড 2. Word Perfect - ওয়ার্ড পারফেক্ট 3. Latex - ল্যাটেক্স 4. Word Star - ওয়ার্ড স্টার 5. Mac write - ম্যাক রাইটি 6. Display Write - ডিসপে রাইট
স্যান্ডার্ড ওয়ার্ড প্রসেসিং এর সুবিধা
স্যান্ডার্ড ওয়ার্ড প্রসেসিং এর বহুবিধ সুযোগ সুবিধা রয়েছে। নিম্নে সেগুলো পর্যায়ক্রমে উপস্থাপন করা হলো- ১. সহজেই লিপিতে শব্দ, বাক্য, প্যারা সংযোজন এবং অপ্রয়োজনীয় অংশ মুছে দেয়া সম্ভব। ২. লিপির অংশ এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরণ সম্ভব হয়। ৩. এক ফাইল হতে প্রয়োজনীয় অংশ অন্য ফাইলে স্থানান্তরণ করা সম্ভব। ৪. লিপির কোন শব্দের পরিবর্তনে স্বয়ংক্রিয়ভাবে নতুন শব্দ বসানো সম্ভব হয়। ৫. বানান ও ব্যাকরণগত ভুল নির্ণয় এবং সংশোধন করা সম্ভব। ৬. বিভিন্ন আকরে কাগজে স্থায়ী লিপি প্রস্ত্তত সম্ভব হয়। ৭. মেমোরিতে লিপি সংরক্ষণ এবং প্রয়োজনীয়তার তাগিদে সংরক্ষিত লিপি অনুলিপি প্রস্ত্তত করা সম্ভব। ৮. মেমোরিতে সংরক্ষিত ডকুমেন্ট কাগজে মুদ্রিত করা যায়। ৯. মেমোরিতে সংরক্ষিত ডকুমেন্ট প্রয়োজনে অন্য কোন মাধ্যমে প্রেরণ করা সম্ভব হয়। ১০. প্রয়োজনের তাগিদে লিপিকে বিভিন্নভাবে সৌন্দর্য বৃদ্ধি করা কিংবা প্যারায় সাজানো সম্ভব হয়।
Product Quick View Popup
In StockUnavailable
SKU: 19115-rdxs
Regular price$600.00$500.00
s2 Multipurpose Bootstrap 4 Html Template that will give you and your customers a smooth shopping experience which can be used for various kinds of stores such as fashion,...