Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Networking Topology

Description

Network Topology - টপোলজি কি?


Topology - টপোলজি কি?

উত্তর :- একটি নেটওয়ার্ক এর ফিজিক্যাল ডিভাইস যেমন - ক্যাবল , পিসি , রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি । নেটওয়ার্ক টপোলজি মূলত নেটওয়ার্কের ফিজিক্যাল লে-আউট বর্ণনা করে থাকে


কম্পিউটার নেটওয়ার্কিং - এর জন্য মূলত কয় ধরনের টপোলজি ব্যবহৃত হয় কি কি

উত্তর :- কম্পিউটার নেটওয়ার্কিং - এর জন্য মূলত ছয় ধরনের টপোলজি ব্যবহৃত হয়

. বাস টপোলজি - Bus Topology

. রিং টপোলজি - Ring Topology

. স্টার টপোলজি - Star Topology

. ট্রি টপোলজি - Tree Topology

. হাইব্রিড টপোলজি - Hybrid Topology

. মেশ টপোলজি - Mesh Topology


১. বাস টপোলজি - Bus Topology:-  যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়োর্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয় বাস টপোলজির প্রধান ক্যাবলটিকে বলা হয় ব্যাকবোন সিগন্যাল যখন ব্যাকবোনে চলাফেরা করে তখন শুধু প্রাপক কম্পিউটার সিগন্যাল গ্রহণ করে, বাকিরা একে অগ্রাহ্য করে টপোলজি ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ , সাশ্রয়ী এটি বিশ্বস্ত এই সংগঠনে কোন কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পর্ণ সিস্টেম নষ্ট হয়ে যায় না

২. রিং টপোলজি - Ring Topology:-  রিং টপোলজি - Ring Topology: রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে ব্যবস্থায় কোন কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে কম্পিউটারগুলোর মধ্যে ঘুরতে থাকে যতক্ষণ না নির্দিষ্ট কম্পিউটার ডেটা গ্রহন করে ব্যবস্থায় কোন কেন্দ্রীয় কম্পিউটার থাকে না এতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান

৩. স্টার টপোলজি - Star Topology:-  স্টার টপোলজি - Star Topology : যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে স্টার টপোলজি বলা হয় এক্ষেত্রে একটি কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে তথ্য আদান- প্রদান করে থাকে সংগঠনে কোন একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্কে তার প্রভাব পড়ে না

৪. ট্রি টপোলজি - Tree Topology:-  ট্রি টপোলজি - Tree Topology : যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা-প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলা হয় টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে অর্থাৎ প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয় একইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয় অফিস ব্যবস্থাপনার কাজে নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী শাখা-প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ

৫. হাইব্রিড টপোলজি - Hybrid Topology:- হাইব্রিড টপোলজি - Hybrid Topology : বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি উদাহরনস্বরূপ ইন্টারনেটকে ধরনের টপোলজি হিসেবে অভিহিত করা যায় কেননা ইন্টারনেট হলো বৃহৎ পরিসরের একটি নেটওয়ার্ক যেখানে সবধরনের টপোলজির মিশ্রণ দেখা যায় টপোলজিতে প্রয়োজনানুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে কোন সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয় কোন এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়ে যায়

৬. মেশ টপোলজি - Mesh Topology:- মেশ টপোলজি - Mesh Topology : যদি কোন নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে তাকে বলা হয় মেশ টপোলজি অধিকাংশ মেশ টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের মেশ নেটওয়ার্ক নয় এরা আসলে হাইব্রিড মেশ নেটওয়ার্ক এতে শুধু কয়েকটি অতিরিক্ত বা অপ্রয়োজনীয় লিংক থাকে এতে ডেটা কমিউনিকেশন অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়