Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Window

Description

উইন্ডো পরিচিতি - Window


উইন্ডো পরিচিতি - Window 

উইন্ডো একটি আয়তক্ষেত্র যা স্ক্রীনের উপরে থেকে তথ্য প্রদর্শন করে


অ্যাপ্লিকেশন উইন্ডো  - Application Window 

যে সব উইন্ডোতে কম্পিউটারকে বিভিন্ন কাজে ব্যবহারের প্রোগ্রাম ধরা থাকে (যেমন এম এস ওয়ার্ডএম এস এক্সেলপেইন্ট ইত্যাদি), সেগুলিকে বলা হয় অ্যাপ্লিকেশন উইন্ডো। এই উইন্ডোগুলি দিয়েই বেশির ভাগ কাজ করা হয়ে থাকে এবং তাই এগুলিকে বলা হয় মূল উইন্ডো বা parent windows


ডকুমেন্ট উইন্ডো  - Document Window 

এমন কিছু উইন্ডো আছেযেগুলির সাহায্যে ডকুমেন্ট বা নথি নিয়ে কাজ করা যায়। সেগুলিকে ডকুমেন্ট উইন্ডো বলা হয়। যেমনএম এস ওয়ার্ড। কোনও অ্যাপ্লিকেশন উইন্ডোর মধ্যে যদি উইন্ডোর আকৃতি বিশিষ্ট এমন কোনও অংশ থাকে (সাধারণত সাদা রঙের), যেখানে কি বোর্ডের মাধ্যমে ডকুমেন্ট বা নথি নিয়ে কাজ করা যেতে পারেএখন সেই উইন্ডোগুলিকেই ডকুমেন্ট উইন্ডো বলা হয়।  এর একটি অন্যতম ব্যবহারিক বৈশিষ্ট্য হলোবিভিন্ন ডকুমেন্ট উইন্ডোতে বিভিন্ন নথি নিয়ে কাজ করা সম্ভব। আবার কোনও একটি ডকুমেন্ট উইন্ডো নিয়ে কাজ করতে করতে সেটিকে মিনিমাইজ করে রেখে একই নামের আরেকটি উইন্ডোকেও কম্পিউটারের পর্দায় খোলা সম্ভব


মোডাল উইন্ডো  - Modal Window 

যে সব উইন্ডোর আকার পরিবর্তন করা যায় নাঅর্থাৎ যে সব উইন্ডোকে ছোট বা বড় করা যায় নাসেগুলিকে মোডাল উইন্ডো বলা হয়। যেমন — ডেস্কটপ


নন-মোডাল উইন্ডো  - Non Modal Window 

যে সব উইন্ডোর আকার পরিবর্তন করা যায়অর্থাৎ যে সব উইন্ডোকে ছোট বা বড় করা যায়সেগুলিকে নন মোডাল উইন্ডো বলা হয়। যেমন মাই ডকুমেন্টসমাই কম্পিউটারএম এস ওয়ার্ড ইত্যাদি


উইন্ডো বর্ডার -  Window border 

কম্পিউটারের পর্দায় কোনও উইন্ডো খোলা হলে তার চার পাশ ঘিরে থাকে সীমানা বা বর্ডার। একেই বলা হয় উইন্ডো বর্ডার  এই বর্ডারের সাহায্যে উইন্ডোটির আকারের পরিবর্তন করা যায়। উইন্ডোটিকে শুধু লম্বায়কিংবা শুধু চওড়ায় অথবা এক সঙ্গে উভয় দিকে বাড়ানো বা কমানো যায়। যে হেতু প্রতিটি উইন্ডোই আয়তাকারতাই প্রত্যেক উইন্ডোতে দৈর্ঘ্য বরাবর দুটি বর্ডার এবং প্রস্থ বরাবর দুটি বর্ডার থাকে। উইন্ডোটিকে পাশের দিকে অর্থাৎ ডান বা বাঁ দিকে বাড়াতে বা কমাতে হলে প্রস্থ বরাবর (উল্লম্ববর্ডারের ওপর মাউস পয়েন্টারটিকে নিয়ে যেতে হবে এবং মাউসের বাঁ দিকের বোতামটি চেপে ধরে ড্র্যাগিং নামক পদ্ধতি অনুসরণ করে উইন্ডোটিকে টেনে বাড়াতে হবে বা কমাতে হবে। একই ভাবে উইন্ডোটিকে উপর বা নীচের দিকে বাড়াতে বা কমাতে হলে মাউস পয়েন্টারটিকে দৈর্ঘ্য বরাবর (অনুভূমিকবর্ডারের ওপর নিয়ে যেতে হবে এবং ড্র্যাগিং পদ্ধতিতে বাড়াতে বা কমাতে হবে। আবার ব্যবহারকারী যদি একই সঙ্গে উইন্ডোটিকে লম্বা  চওড়ায় বাড়াতে বা কমাতে চানতা হলে সংশ্লিষ্ট উইন্ডোটির চারটি কৌণিক বিন্দুর যে কোনও একটিতে মাউস পয়েন্টারটিকে নিয়ে গিয়ে একই পদ্ধতি অবলম্বন করতে হবে