ওসিআর (OCR)-এর পূর্ণরূপ অপটিক্যাল
ক্যারেক্টার রিডার (Optical Character
Reader) এটি মূলত একটি ইনপুট
ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত OCR বিভিন্ন
আকারের দাগ, চিহ্ন এবং
সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে। এটি
এমনভাবে তৈরি করা হয়েছে
যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের
লেখা পর্যন্ত পড়তে পারে। তবে
এ ক্ষেত্রে হাতের লেখা অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং প্রয়োজনীয় গঠন
অনুসারে লিখিত হওয়া দরকার। OCR-এর
কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়। এ ক্ষেত্রে
OCR যন্ত্রটি প্রথমে ডকুমেনেটর বিটম্যাপ ইমেজ তৈরি করে।
অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার
বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার
চিনতে পারে। ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ, চিঠির পিনকোড, ক্যাশ রেজিস্টার, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার
জন্য OCR ব্যবহৃত হয়।
এমআইসিআর (MICR)
এমআইসিআর
(MICR) এর পূর্ণ রূপ Magnetic Ink Character
Recognition। যে মেশিন MICR লেখা
পড়তে পারে তাকে MICR Reader বলে।
চৌম্বক কালি বা ফেরােসােফেরিক
অক্সাইডযুক্ত কালির সাহায্যে MICR লেখা হয়। এই
কালিতে লেখা কাগজ শক্তিশালী
চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরােসােফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়। এরপর এই
বর্ণচুম্বকগুলাে তাড়িৎ চৌম্বকীয় আবেশের দ্বারা তড়িৎপ্রবাহ উৎপন্ন করে।
এই আবিষ্ট তড়িৎপ্রবাহের মান থেকে কোন
বর্ণ পড়া হচ্ছে কম্পিউটার
তা বুঝতে পারে ও সঞ্চিত
রাখে। এই পদ্ধতিতে ব্যাংকের
চেকের চেক নম্বর লেখা
ও পড়া হয়। উন্নত
ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের হিসাব নম্বর, জমা রাখা টাকার
পরিমাণ, সুদের হিসাব ইত্যাদি নিয়ন্ত্রণে কম্পিউটারের সাথে এমআইসিআর ব্যবহার
করা হয়। কোন কোন
ব্যাংক গ্রাহককে প্লাস্টিক আইডেন্টিটি কার্ড ইস্যু করে থাকে। কার্ডটি
ব্যাংক কাউন্টারে ইনপুট করে টাকা উত্তোলন
করা সম্ভব। এতে কোন ব্যাংকে
কর্মীর প্রয়ােজন হয় না। কিছু
কিছু ব্যাংকে গ্রাহকদের একাউন্ট নম্বর ও সিগনেচার যাচাইয়ের
জন্য এমআইসিআর ব্যবহার করা হয়।
Product Quick View Popup
In StockUnavailable
SKU: 19115-rdxs
Regular price$600.00$500.00
s2 Multipurpose Bootstrap 4 Html Template that will give you and your customers a smooth shopping experience which can be used for various kinds of stores such as fashion,...