Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Types of Networking

Description

Types of Networking


কম্পিউটার নেটওয়ার্ককে কত ভাগে ভাগ করা হয়েছে কি কি

কম্পিউটার নেটওয়ার্ককে মূলত চার ভাগে ভাগ করা হয়েছ

পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক - Personal Area Network - PAN

লোকাল এরিয়া নেটওয়ার্ক - Local Area Network - LAN

মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক - Metropolitan Area Network - MAN

ওয়াইড এরিয়া নেটওয়ার্ক - Wide Area Network - WAN



১. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক - Personal Area Network - PAN

পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান হলো এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যেটি পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় প্যানের ব্যাপ্তি সাধারনত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে

পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এর বৈশিষ্ট

১. পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়

২. ব্যাপ্তি সাধারনত কয়েক মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে

৩. কম্পিউটার বাসসমূহ যেমন - ইউএসবি বা ফায়ারওয়্যার এর মাধ্যমে তার দ্বারা যুক্ত থাকতে পারে

৪. ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি দ্বারা একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা সম্ভব


২. লোকাল এরিয়া নেটওয়ার্ক - Local Area Network - LAN

একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে একটি ভবনের একই তলায় অবস্থিত অথবা একই ভবনের কাছাকাছি ফ্লোরের কম্পিউটারগুলো এই নেটওয়ার্ককের আওতায় হতে পারে তবে এক্ষেত্রে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে কম্পিউটারগুলোকে থাকতে হবে  নেটওয়ার্ক স্থাপন  রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজসাধ্য  ব্যয়বহুল নয়

লোকাল এরিয়া নেটওয়ার্ক এর বৈশিষ্ট

১. ক্ষুদ্র অঞ্চলের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ

২. শ্রেণি সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়

৩. উপাত্ত স্থানান্তরের হার সাধারনত ১০ মেগাবিট / সেথেকে ১০০০ মেগাবিট/সে

৪. এই নেটওয়ার্ক স্থাপন  রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজসাধ্য  ব্যয়বহুল নয়


৩. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক - Metropolitan Area Network - MAN

মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এর সমন্বয় যা একটি পুরো শহর বা বড় আকারের কোন এলাকাব্যাপী বিস্তৃত


৪. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক - Wide Area Network - WAN

ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলো কম্পিউটার বা ল্যানের নেটওয়ার্ক যারা বিভিন্ন দূরত্বে অবস্থিত নেটওয়ার্ক ব্যবস্থা, ইন্টারনেট হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক,   নেটওয়ার্ককের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে মেইল আদান প্রদান করা , বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করাফাইল ডাউনলোডঅনলাইন শপিং ইত্যাদি করা যায় 

 ওয়ানের আওতায় কম্পিউটারগুলো কেবল একটি শহরেই সীমাবদ্ধ থাকতে পারে , অথবা এগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছরিয়ে ছিটিয়েও থাকতে পারে  তবে ওয়ানের পুরো বিষয়টি নির্ভর করছে ফিজিক্যাল লাইনফাইবার , অপটিক ক্যাবল , স্যাটেলাইট ট্রান্সমিশন এবং মাইক্রোওয়েব ট্রান্সমিশনের উপর

ওয়াইড এরিয়া নেটওয়ার্ককের সুবিধা

১. বিভিন্ন পরিসংখ্যানগত উপাত্তপত্র-পত্রিকাবইচলচ্চিত্র প্রভৃতি সংগ্রহ  ব্যবহার করা যায় 

২. ইলেকট্রনিক মেইল প্রক্রিয়ায় বিশ্বের যেকোন স্থানে চিঠিপত্র প্রেরণ করা যায়

৩. ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়

৪. অনলাইন শপিং করা যায়

৫. সর্বোপরি সমগ্র নেটওয়ার্ক বিশ্বকে টেবিলে বসে প্রত্যক্ষ করা যায়



সার্ভিস প্রদানের ধরনের ভিত্তিতে নেটওয়ার্ক এর প্রকারভেদ

উত্তর :- সার্ভিস প্রদানের ধরনের উপর ভিত্তি করে নেটওয়ার্ককে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়

১. ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক - Client-Server Network

২. পিয়ার -টু-পিয়ার নেটওয়ার্ক - Peer to Peer Network

৩. মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক - Hybrid Network


১. ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক - Client-Server Network

উত্তর :- ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক - Client-Server Network : এক বা একাধিক ডেডিকেটেড সার্ভারের সমন্বয়ে  ধরনের নেটওয়ার্ক গঠিত হয়  ডেডিকেটেড সার্ভার ক্লায়েন্ট পিসির জন্য প্রয়োজনীয় সার্ভিস প্রধান করে সার্ভিসসমূহের আওতায় প্রধানত যা থাকে তা হলো ফাইল , প্রিন্ট মেসেজ , ডেটাবেজ ,এ্যাপ্লিকেশন ইত্যাদি


২. পিয়ার -টু-পিয়ার নেটওয়ার্ক - Peer to Peer Network

উত্তর :- পিয়ার -টু-পিয়ার নেটওয়ার্ক - Peer to Peer Network : পিয়ার -টু-পিয়ার নেটওয়ার্কে প্রতিটি পিসি রিসোর্স শেয়ারিং-এর ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে থাকে এখানে কোন ডেডিকেটেড সার্ভার থাকে না ফলে এখানে পিসিগুলোর মধ্যে গুরুত্বের দিক থেকে কোন শ্রেণিবিন্যাসও নেই প্রতিটি পৃথক পিসি তার ডেটার নিরাপত্তা বিধানে নিজেই দায়ী থাকে পিসির ব্যবহারকারী  ক্ষেত্রে নির্ধারন করে দেন তার কোন ফাইল বা ডেটা নেটওয়ার্কে অন্যান্যদের ব্যবহারের জন্য উন্মক্ত থাকবে


৩. মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক - Hybrid Network

উত্তর :- মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক - Hybrid Network : মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট-সার্ভার  পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্কের একটি সমন্বয়  সাধারনত হাইব্রিড নেটওয়ার্কে ক্লায়েন্ট-সার্ভার অংশের প্রধান থাকে  তবে এর পাশাপাশি এখানে স্বল্প পরিসরে পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্কের অংশ জোড়া দেয়া হয়ে থাকে   প্রক্রিয়ায় কম্পিউটারগুলো সরাসরি কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে যুক্ত না করে বিশেষ স্থানে স্থাপন করা হয়  তার পর গতিশীল সংযোগ পথ দ্বারা সংযুক্ত করা হয়


LAN ও MAN এর মধ্যে পার্থক্য কি

উত্তর :-

LAN
MAN
1. LAN এর পুরো অর্থ হলো Local Area Network
1. MAN এর পুরো অর্থ হলো Metropolitan Area Network
 2 .  এক্ষেত্রে সাধারনত একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে একদল কম্পিউটার নেটওয়ার্কভুক্ত হয়
2. MAN হলো কতগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক এর সমন্বয় যা একটি পুরো শহর বা বড় আকারের কোন এলাকাব্যাপী বিস্তৃত
3. LAN এর মালিকানা সাধারনত কোন একক ব্যক্তি বা কিছু সংখ্যক লোকের একটি গ্রুপের হতে পারে
3. MAN এর মালিকানা সাধারনত কোন অর্গানাইজেশনের হয়ে থাকে
4. LAN এর গতি কম
4. LAN এর চাইতে MAN এর গতি বেশি


লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর মধ্যে পার্থক্য

উত্তর :-

লোকাল এরিয়া নেটওয়ার্ক
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
1. LAN এর ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসের মধ্যে সর্বোচ্চ দূরত্বের একটি সুনির্দিষ্ট সীমা থাকে
1. WAN হচ্ছে কতগুলো ল্যানের বৃহত্তম নেটওয়ার্ক যারা বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত বিধায় দূরত্বের কোন সীমা থাকে না
 2. বাসা বা অফিসে হাব বা সুইচের সাহায্যে সংযুক্ত একাদিক কম্পিউটার ল্যানের প্রকৃত্ত উদাহরন
2. ইন্টারনেট ওয়ানের একটি উদাহরন
3. সাধারনত ফাইল ফোল্ডার প্রিন্টর জাতীয় রিসোর্স শেয়ার করার জন্য ল্যান তৈরি করা হয়
3. বড় আকারের ডকুমেন্ট আদান প্রদান ইন্টারনেট -মেইল ইত্যাদি সুবিধা সৃষ্টি হয়
4. ল্যানে কখনও মডেম ব্যবহার করা হয় না
4. ওয়ান প্রযুক্তির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের মডেম ব্যবহার হতে পারে
5. ল্যানের ডেটা ট্রান্সমিশন ওয়ানের তুলনায় অনেক বেশি
5. ওয়ানের ব্যান্ডউইথ সীমিত বলে ল্যানের তুলনায় ডেটা ট্রান্সমিশন গতি কম