Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Peripheral Devices

Description

Peripheral Devices


কম্পিউটারে কাজ করার জন্য বিভিন্ন ধরনের ইনপুট ও আউটপুট ডিভাইসের প্রয়োজন হয় । এসব ডিভাইস কম্পিউটারের জন্য অপরিহার্য উপাদান । এ ধরনের ডিভাইসসমূহ কম্পিউটারের পেরিফেরালস ডিভাইস হিসেবে পরিচিত । কম্পিউটারের কার্যাবলি সুষ্ঠভাবে সম্পাদন করার জন্য পেরিফেরালস ডিভাইস প্রয়োজন হয় । সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস


পেরিফেরাল ডিভাইস কত প্রকার ও কি কি

তথ্যপ্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায় যথা:-

. ইনপুট পেরিফেরাল (Input Peripheral)

. আউটপুট পেরিফেরাল (Output Peripheral)

. ইনপুট আউটপুট পেরিফেরাল (Input and Output Peripheral)

 

ইনপুট পেরিফেরাল (Input Peripheral)

কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে বিভিন্ন ধরনের ডেটা বা তথ্য গ্রহন করে কম্পিউটারে প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যাগুলোকেই ইনপুট পেরিফেরাল বলে

কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ইনপুট পেরিফেরাল ব্যবহৃত হয় তার মধ্যে উল্লেখযোগ্য ইনপুট পেরিফেরালসমূহ হলো:-

. কি-বোর্ড (Keyboard)

. মাউস (Mouse)

. ডিজিটাল ক্যামেরা (Digital Camera)

. জয়স্টিক (Joystick)

. ট্যাকবল (Trackball)

. ওএমআর (OMR)

. ওসিআর (OCR)

. স্ক্যানার (Scanner)

. বারকোড রিডার (Barcode Reader)

১০. ডিজিটাইজার (Digitizer)

১১. লাইটপেন (Light Pen)

১২. টাচ স্ক্রিন (Touch Screen)

১৩. গ্রাফিক্স প্যাড (Graphics Pad)

১৪. পয়েন্ট অফ সেল (Point-of-Sale)

১৫. টাচ পেড (Touch Pad)

১৬. পাঞ্চকার্ড রিডার (Punch Card Reader)

১৭. এম আই সি আর (MICR (Magnetic Ink Character Reader)

১৮. ম্যাগনেটিক টেপ ড্রাইভ (Magnetic Tape Drive)

১৯. ইলেকট্রনিক হোয়াইট বোর্ড (Electronic Whiteboard)

 

আউটপুট পেরিফেরাল (Output Peripheral)

কম্পিউটারের ফলাফল প্রদর্শন বা দেখার জন্য যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় সেই ডিভাইসসমূহ গুলোকেই আউটপুট পেরিফেরাল বলে

কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যারগুলোর মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রদর্শন করে সেগুলোকে আউটপুট পেরিফেরাল বলা হয়

উল্লেখযোগ্য আউটপুট পেরিফেরালসমূহ নিম্নরূপ:-

. মনিটর (Monitor)

. প্রিন্টার (Printer)

. প্লটার (Plotter)

. স্পিকার (Speaker)

. মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)

. ইমেজ সেটার (Image Setter)

. ফিল্ম রেকর্ডার (Film Recorder)

. হেডফোন (Headphone)

 

ইনপুট  আউটপুট পেরিফেরাল (Input and Output Peripheral)

কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট আউটপুট পেরিফেরাল বলা হয় 

কয়েকটি উল্লেখযোগ্য ইনপুট আউটপুট পেরিফেরাল হচ্ছে

. পেনড্রাইভ (Pen Drive)

. হার্ডডিস্ক (Hard Disk)

. সিডি বা ডিভিডি (CD or DVD)

. টাচ স্ক্রিন (Touch Screen)