Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

HDD & SSD

Description

HDD & SSD


হার্ডডিস্ক হল কম্পিউটারের একটি স্টোরিজ ডিভাইস । কম্পিউটার এর সমস্ত ডেটা যেমন ফটো, ভিডিও, ডকুমেন্টস এবং কম্পিউটার প্রোগ্রামগুলি হার্ডডিক্সে স্টোর থাকে। হার্ডডিস্ক ড্রাইভ হলো (HDD) হলো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস (Secondary Storage Device) । যেখানে স্থায়ী ভাবে ফটো, ভিডিও, ডকুমেন্ট, প্রোগ্রামিং ভাষা, সফটওয়্যার ইত্যাদি সংরক্ষণ করে রাখা যায়।

এছাড়া Hard disk হলো নন ভোলাটাইল মেমোরি (Non Volatile Memory) কম্পিউটার অফ করলেও হার্ডডিক্সে থাকা ডেটা সুরক্ষিত থাকবে। যেকোনো সময় হার্ডডিক্স এ থাকা ডেটা গুলি ব্যবহার করা যাবে ।

যে স্টোরেজ ডিভাইসের মধ্যে একটি ডিস্ক অর্থাৎ চাকতি থাকে যেটি পুরোপুরি ম্যাগনেটিক (Magnetic) । এ ম্যাগনেটিক বা চৌম্বক চাকতি গুলি খুব স্পিডে ঘুরতে থাকে এবং তথ্য সঞ্চয় করতে থাকে  তাকে হার্ডডিক্স বলে।


হার্ডডিস্ক কত প্রকার কি কি?

হার্ডডিস্ক কে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয় সেগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

১. SATA Hard Disk (সাটা হার্ড ডিস্ক)

২. PATA Hard Disk (পাটা হার্ড ডিস্ক)

৩. SCSI Hard Disk (স্ক্যাজি হার্ড ডিস্ক)

৪. SSD Hard Disk (এসএসডি হার্ডডিস্ক)


১. SATA Hard Disk (সাটা হার্ড ডিস্ক)

এর পুরো নাম হল Serial Advanced Technology Attachment SATA ইন্টারফেস কম গতিতে বড় ডেটা ভলিউম পরিচালনা করে। এর দামও তুলনামূলকভাবে অনেক কম এবং এর কার্যকরতা অনেক ভালো। বর্তমানে এই হার্ডডিস্কগুলো অনেক কম্পিউটার এবং সার্ভার হার্ডওয়ারে ব্যবহার করা হয়। SATA ইন্টারফেসের Speed 6Gb/sec থেকে 600Mb/sec পর্যন্ত হয়। 

২. PATA Hard Disk (পাটা হার্ড ডিস্ক)

এর পুরো নাম হল Parallel Advanced Technology Attachment এই PATA ড্রাইভ গুলি অনেক আগে ব্যবহার করা হতো এগুলো অনেক পুরনো বর্তমানে এই ধরনের ড্রাইভ আর ব্যবহার করা হয় না। PATA ড্রাইভ 133 MB/s স্পীডে পর্যন্ত ডেটা স্থানান্তর হার প্রদান করতে পারে।

৩. SCSI Hard Disk (স্ক্যাজি হার্ড ডিস্ক)

SCSI (স্ক্যাজি) এর পুরো নাম হলো Small Computer System Interface । এই ড্রাইভ গুলি ছোট কম্পিউটার সিস্টেম ইন্টারফেস এ ব্যবহার করা হয় যেমন প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি। এর ট্রান্সফার স্পিড হলো ৭০০MB/s 

৪. SSD Hard Disk (এসএসডি হার্ডডিস্ক)

SSD এর পুরো নাম  হলো সলিড-স্টেট ড্রাইভ (solid state drive). এটি কম্পিউটারের থাকা Hard Disk এর মতোই Data Store করার কাজ করে থাকে। Hard Disk এর তুলনায় SSD দ্রুত গতিতে কাজ করতে পারে।


SSD কি

SSD এর পুরো নাম  হলো সলিড-স্টেট ড্রাইভ (solid state drive). এটি কম্পিউটারের থাকা Hard Disk এর মতোই Data Store করার কাজ করে থাকে। Hard Disk এর তুলনায় SSD দ্রুত গতিতে কাজ করতে পারে।

সাধারণত SSD হলো  আধুনিক Technology এর নতুন Update. এটি সাধারণ Hard Disk এর তুলনায় ওজনে হালকা এবং আকৃতিতে ছোটো হয়ে থাকে। কিন্তু এটার দাম Normal Hard Disk এর তুলনায় বেশি হয়।

SSD কত প্রকার হয় কি কি

এসএসডি এর আলদা আলদা প্রকার রয়েছে, যেগুলোকে speed এবং connectivity এর উপরে ভাগ করা হয়েছে। এর প্রকারভেদ গুলো হলো

1. SATA SSD (সাটা এসএসডি)

2. mSATA SSD (এম সাটা এসএসডি)

3. M.2 SSD (এম. টু এসএসডি)

4. SSHD (এসএসএইচডি)


1. SATA SSD (সাটা এসএসডি)

SATA SSD গুলি দেখতে অনেকটা ল্যাপটপের হার্ড ডিক্সের মতোই। এই ধরনের SSD SATA কানেক্টরে কম্পিউটারের মধ্যে যুক্ত করা থাকে। এই ধরনের SSD গুলি সাধারণত নিম্নমানের হয় , তাই এই ধরনের SSD গুলির দাম তুলনামূলক ভাবে কম। সেইজন্য এই ধরণের SSD গুলি বাজারে বেশি পাওয়া যায়

2. mSATA SSD (এম সাটা এসএসডি)

এই ধরনের SSD গুলো SATA SSD এর তুলনায় আকারে অনেক ছোট হয় তাই একে Micro-SSD বলা হয়ে থাকে। সাধারণত এই ধরনের SSD সব কম্পিউটারে লাগানো যায় না। তাই এই ধরনের SSD ব্যবহার করতে হলে কম্পিউটারে অবশ্যই m SATA পোর্ট থাকতে হবে।

3. m.2 SSD (এম. টু এসএসডি)

m.2 SSD গুলি mSATA SSD একটি আপডেটেড ভার্সান ধরনের SSDগুলি অধিক ফাস্ট কাজ করে। m.2 SSD গুলি সাধারণ SSD তুলনায় বেশি দ্রুত কাজ করে তাই এর দামও অনেকটা বেশি।

4. SSHD (এসএসএইচডি)

SSHD কে সম্পূর্ণভাবে SSD বলা যাবে না। কারণ এটি Solid state drive এবং Hard Disk উভয়ের সমন্বয়ে তৈরী হয়েছে ।এটিতে SSD এর কিছু Memory এবংHard Desk এর কিছু অংশ রয়েছে অর্থাৎ এটি Hard Disk এবং SSD উভয়ের সমন্বয়ে তৈরী করা হয়েছে।আজকের সময়ে কিছু কিছু Laptop- SSHD Disk ব্যবহার করা হয়।