Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Key Board

Description

কী-বোর্ড পরিচিতি - Key Board


উত্তর:- কী-বোর্ড একটি ইনপুট ডিভাইস কী-বোর্ড দ্বারা কম্পিউটারে ডেটা ইনপুট করা হয় এবং একই সাথে নির্দেশনাও দেয়া যায় কীবোর্ড কম্পিউটার সিস্টেমের একটি অন্যতম অপরিহার্য ইনপুট ডিভাইস এটি কম্পিউটারে ডাটা নির্দেশ প্রদানের জন্য একটি সাধারন ডিভাইস কীবোর্ড দেখতে অনেকটা সাধারন টাইপ রাইটার যন্ত্রের কীবোর্ডের মত তবে এর কী সংখ্যা টাইপ রাইটারের চেয়ে অনেক বেশী এবং কর্যনীতি সম্পূর্ণ ভিন্ন


কী-বোর্ড পরিচিতি

উত্তর:- কী-বোর্ডে ৮৪ থেকে ১০১টি বা কোন কোন কী-বোর্ডে ১০২টি কী আছে। ব্যবহারের উপর ভিত্তি করে কী-বোর্ডকে মোটামুটি ৫টি ভাগে ভাগ করা যায়

১ ফাংশন কী।
২ অ্যারো কী।
৩ আলফা বেটিক কী।
৪ নিউমেরিক কী বা লজিক্যাল কী।
৫ বিশেষ কী


Function key-ফাংশন কী 

উত্তর:- F1-F12 বোতামগুলোকে Function key বলে এর মাধ্যমে তথ্য সংযোজনবিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য Function key ব্যবহার করা হয়  F1-Help , F5-Refresh,F6-Web link , F7-Spelling Checking , F9-System option , F12-Reboot


Movement / Arrow key-অ্যারো কী

উত্তর:- ← ↑ ↓ → কার্সরকে ডানে ,বামে , উপরে , নিচে স্থানান্তর করার জন্য Movement / Arrow key ব্যবহৃত হয়


Alphabetic key -এ্যালফাবেটিক কী 

উত্তর:- A , B , C , D ..... Z Key-board এর মাঝখানে তিন সারিতে বিদ্যমান A to Z পর্যন্ত কী সমূহকে বলে এ্যালফাবেটিক কী সমস্ত কী গুলো প্রেস করে বিভিন্ন ধরনের লেখা টাইপ করতে হয়


Numeric key- নিউম্যারিক বা লজিক্যাল কী

উত্তর:- 0 , 1 , 2 , 3 ..... 9  Key-board এর উপরের সারি বা ফাংশন কী সমূহের নীচে অবস্থিত - পর্যন্ত দশটি কী থাকে এগুলোকে বলে নিউম্যারিক কী


বিশেষ কী

উত্তর:- উল্লেখিত কী গুলো ছাড়া কী-বোর্ডের অন্যান্য কী সমূহ কোন না কোন  বিশেষ কার্য সম্পাদন করে বলে  এদেরকে বিশেষ কী বলা হয়। নিম্নে বিশেষ কী সমূহ সম্পর্কে সংপ্তি বর্ণনা দেওয়া হলো


Special key 
উত্তর:- Home , Insert , Ent , Pause Break, Page Up, Page Down


Command key 

উত্তর:- Alt [ alter ] , Ctrl [ Control ] , Shift

Logical key 
উত্তর:- যোগ, বিয়োগ, গুন ভাগ ইত্যাদি যুক্তিগত কাজ করার জন্য ( + , - , * , / ,= , < , > ) চিহ্ন ব্যবহৃত কী গুলোকে একত্রে লজিক্যাল কী বলা হয়

Esc Key [ Escape key ]

উত্তর:- কীবোর্ডের উপরে বাম কর্ণারে কী-টির অবস্থান কোন কাজকে বা নির্দেশকে বাতিল করার জন্য Esc কী ব্যবহৃত হয়

Shift Key 
উত্তর:- কীবোর্ডে দুটি শিফট কী রয়েছে ইংরেজি বর্ণমালা কীগুলোর বড় হাতের অক্ষর টাইপ করতে চাইলে , শিফট কীটিকে চেপে ধরে সেই অক্ষর টাইপ করতে হয় কোন সংখ্যা সূচক কী গুলোর উপরে যে প্রতীকগুলো রয়েছে সে গুলো টাইপ করতে হলে শিফট চেপে ধরে টাইপ করতে হয়

Alt Key [ Alter key ]
উত্তর:- এ কী অন্যান্য কীর সমন্বয়ে বিভিন্ন ফাংশনসমূহ নিয়ন্ত্রণ করে কীবোর্ডে দুটি Alter key আছে

Ctrl Key [ Control ]
উত্তর:- এ কী অন্যান্য কীর সমন্বয়ে বিভিন্ন ফাংশনসমূহ নিয়ন্ত্রণ করে কীবোর্ডে দুটি কন্ট্রোল কী আছে

Caps Lock Key 
উত্তর:- বড় অক্ষরে টাইপ করতে হলে ক্যাপস লককে চাপ দিয়ে তার পরে টাইপ শুরু করতে হবে এটা কাজ করা অবস্থায় লক থাকলে সবুজ বাতি জলে পুনরায় এটাতে চাপ দিলে বাতিটি নিবে য়ায় এবং পূর্বাবস্থায় ফিরে আসে

Insert Key 
উত্তর :-

Enter Key 
উত্তর:- Enter-কী হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত কম্পিউটারের কোন নির্দেশ বা কমান্ডকে কী টির সাহায্যে কার্যকরী করা হয় কীবোর্ডে দুটি এন্টার কী রয়েছে একটি আছে বর্ণমালা কী গুলোর সাথে এবং অন্যটি রয়েছে সংখ্যাবাচক কী প্যাডের সাথে

Tab Key 
উত্তর:- নির্দিষ্ট দূরত্বে কার্সরকে স্থনান্তর করার জন্য Tab key ব্যবহৃত হয়

Backspace Key 

উত্তর:- কার্সর অবস্থানের বাম দিকের অক্ষর মুছতে হলে ব্যাকস্পেস-কী ব্যবহৃত হয় প্রতি এক বার চাপ দিলে একটি করে অক্ষর মুছে যাবে

Delete Key 

উত্তর:- ডিলেট কী চাপ দেয়া হলে নির্বাচিত টেক্সট মুছে ফেলে কিংবা টেক্সট নির্বাচন করা না থাকলে কার্সর অবস্থানের ডান দিকের একটি অক্ষর মুছে ফেলে

Arrow Key 

উত্তর:- কী-বোর্ডের ডান দিকে সংখ্যাবাচক কী-প্যাডের সাথে তীর চিহ্ন কতগুলো কী রয়েছে এদের সংখ্যা চার কার্সরকে পছন্দমতো স্থনে সরানো এবং এডিটিং কাজের জন্য তীর চিহ্নিত কী-গুলো ব্যবহার হয়ে থাকে

Print Screen Key 

উত্তর:- মনিটরে প্রদর্শিত টেক্সট বা ছবি Print Screen Key তে চাপ দিয়ে প্রিন্ট করা যায় এবং সংরক্ষন করা যায়

Pause/Break Key 

উত্তর:- কম্পিউটারে কোন নির্দেশ বা প্রোগ্রাম সম্পাদন করার সময় কীতে চাপ দিলে নির্দেশ বা প্রোগ্রাম সম্পাদন করার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা যায়

Home Key 

উত্তর:- কার্সর কোন লাইন বা শব্দের প্রথমে পৌছে

End Key  

উত্তর:- কার্সর কোন লাইন বা শব্দের শেষে পৌছে

Page Up Key 

উত্তর:- কার্সর এক পৃষ্ঠা উপরে পৌছে

Page Down Key 

উত্তর:- কার্সর এক পৃষ্ঠা নিচে পৌছে

Space bar Key 

উত্তর:- কার্সরকে এক কারেকটার সামনে দিতে Space bar ব্যবহৃত হয় সাধারণত শব্দের মধ্যে ফাঁক রাখার জন্য কীতে চাপ দিতে হয় এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে এর নানাবিধ ব্যবহার আছে

Numeric Keypad /Calculating key pad 

উত্তর:- সহজে হিসাব-নিকাষ করার জন্য কী-বোর্ডের ডান দিকে দেয়া নিউমারিক কী-গুলোকে একত্রে বলা হয় Calculating key pad

Num Lock key 

উত্তর:- Calculating key pad কে Active-on / of করার জন্য ব্যবহার করা হয় Num Lock কী   

Windows key 
1. Windows key এর সাহায্যে Start বাটনকে Open করা হয়

2. Screen Short নেয়ার জন্য   
Windows button+Shift+S 

3. Emoji Picture আনার জন্য
Windows button+. (Dote) 

4. একাদিক প্রোগ্রম Open থাকিলে সবগুলো এক সাথে মিনিমাইজ করা 
Windows button+, (কমা) Windows button Press করে রাখতে হবে ছেরে দিলে আগের জায়গায় চলে আসবে 

5. Zoom 
Windows button + (Plus)

6. Notification bar 
Windows button + A এক বার দিলে আসবে আরেক বার দিলে চলে যাবে

7. History দেখার জন্য 
Widows button+Tab 

8. Windows Screen মুভমেন্ট করা 
Windows button + Left,Right,Up,Down Arrow 

9. Task bar এ যে প্রোগ্রাম থাকে সে গুলো Open করা
Windows + 1, 2, 3, 4...

10. Computer System এ যাওয়া
Windows + I

11. Computer এর বিভিন্ন Settings আনা
Windows + G

12. Run Command
Windows + R

13. Voice Setting
Start Button – Setting – Ease of Access – Speech – Turn on Speech Recognition
( Widows + Ctrl + S )