Use this text to share information about your brand with your customers. Describe a product, share announcements, or welcome customers to your store.
Description
PowerPoint Introduction
Microsoft PowerPoint কি
উত্তর:- মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট (Power Point) হচ্ছে মাইক্রোসফট অফিস এপ্লিকেশনের একটি পার্ট। ১৯৯০ সালে এটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। ইহা মূলত প্রেজেন্টেশন কাজে ব্যবহৃত হয়ে থাকে। এটি স্লাইড শো তৈরি করে ভিডিও আকারে বা PDF আকারে কনভার্ট করে উপস্থাপন করা যায়। এটি প্রেজেন্টেশন কাজ ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে
Microsoft Power Point কি উত্তর:- Microsoft Power point একে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়। প্রেজেন্টেশন কথার অর্থ হল উপস্থাপন করা। কোন বিষয় সম্বন্ধে বিভিন্ন তথ্যকে উপস্থাপন করার পদ্ধতিকে Presentation বলে। যেমন- বিভিন্ন আলোচনা চক্র, বিভিন্ন প্রদর্শনী, সভাসমিতি কনফারেন্স সেমিনার ইত্যাদি জায়গার কোন বিষয় বস্তুর উপর বক্তা তার মতামত দর্শক ও শ্রোতাদের কাছে উপস্থাপন করে থাকেন। কিন্তু বক্তার অনুপস্থিতে দর্শক ও শ্রোতারদের মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করার জন্য বক্তা তার বিষয় বস্তুতে বিভিন্ন লেখা, ছবি, সাউন্ড, গ্রাফ ইত্যাদি ব্যবহার করেন। তারপর Projector এর মাধ্যমে সেগুলি দর্শকের সামনে তুলে ধরেন। আর এই সমস্ত কাজ পাওয়ার পয়েন্টে সহজে করা যায়। এছারা এরকম অনেক কাজ পাওয়ার পয়েন্টে করা যায়।
Presentation - প্রেজেন্টেশন - কী?
উত্তর :-প্রেজেন্টেশনশব্দেরঅর্থহচ্ছেউপস্থাপনকরা।কিন্তুপাওয়ারপয়েন্টেরফাইলকেপ্রেজেন্টেশনবলাহয়।একটিপ্রেজেন্টেশনেঅনেকগুলোস্লাইড ,Handout,Speaker notes,Outline ইত্যাদিথাকতেপারে এম এস ওয়ার্ডে ডকুমেন্টকে যখন কোন নামে সংরক্ষণ করা হয় তখন তাকে ফাইল বলে ঠিক তেমনি পাওয়ার পয়েন্টেও কতগুলো স্লাইডকে যখন কোন নামে সংরক্ষণ করা হয় তখন তাকে প্রেজেন্টেশন বলা হয় । একটি ফাইলে যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকতে পারে তেমনি পাওয়ার পয়েন্টের একটি প্রেজেন্টেশনে অনেকগুলো স্লাইড থাকতে পারে
প্রেজেন্টেশন কী ( Presentation )
উত্তর:- সাধারণত কোন বিষয়কে দর্শকের সামনে প্রদর্শন করাকে প্রেজেন্টেশন বলা হয় । প্রযুক্তিগত দিক থেকে প্রেজেন্টেশন বলতে এক বা একাধিক স্লাইডের সমন্বয়ে তৈরি পাওয়ারপয়েন্ট ফাইলকে বোঝায়, যেখানে প্রতিটি স্লাইডে টেক্সট, ছবি, গ্রাফিক্স, টেবিল, শব্দ (Sound), ভিডিও ইত্যাদি যুক্ত থাকে । স্লাইড বলতে প্রেজেন্টেশনের এক একটি অংশকে বোঝায় । এমএস ওয়ার্ডে যেমন এক বা একাধিক পৃষ্ঠা থাকে তেমনই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনেও এক বা একাধিক স্লাইড থাকে
উত্তর:- টাইটেল প্লেস হোল্ডারে লেখার জন্য ঐ প্লেস হোল্ডারে কিক করতে হবে। ফলে Click to add title লেখাটি অদৃশ্য হয়ে যাবে এবং কার্সর দেখা যাবে। এবার কী বোর্ড থেকে কাঙ্খিত লেখাটি টাইপ করতে হবে। এবং লেখা সম্পাদনা করার জন্য ব্যবহার করতে হবে। লেখা শেষ হলে প্লেস হোল্ডারের বাইরে মাউসের কিক করলে কাজটি সম্পন্ন হবে। একই ভাবে অন্যান্য প্লেস হোল্ডারে কিক করে লিখতে হবে।
স্লাইড তৈরী করার পদ্ধতি
উত্তর:- প্রথমে প্রেজেন্টেশন প্রোগ্রাম উইন্ডো ওপেন করতে হবে। এরপর ডিজাইন টেমপ্লেট থেকে একটি টেমপ্লেট পছন্দ করে নিয়ে স্লাইডের ক্লিক টু এড টাইটেল নিয়ে নিজের নামটি টাইপ করি। এরপর মেনু বারের স্লাইড শো মেনু থেকে কাষ্টমস এনিমেশন থেকে পছন্দ মতো ইফেক্ট সিলেক্ট করতে হবে, যদি এরপর আরও ইফেক্ট দেওয়ার প্রয়োজন মনে করি তাহলে এই ইফেক্ট মেনু থেকে আরও ইফেক্ট সিলেক্ট করে নিতে হবে। এরপর ঐ একই মেনু থেকে স্লাইড ট্রানজেকশন নির্বাচন ওপেন করতে হবে। এবং একই মেনুর সেটআপ শো অপশনে গিয়ে শো অপশন থেকে প্রথম ধাপটি সিলেক্ট করতে হবে।
এরপর আবার স্লাইড ট্রানজেকশনে গিয়ে ডান পাশের ডায়ালগ বক্সের একেবারে নিচের দিক থেকে অন মাউস অপশন থেকে টিক চিহ্ন তুলে দিয়ে অটোমেটিক শো অপশনে টিক দিয়ে দিতে হবে। এবার স্লাইড শো মেনু থেকে ভিউ শো অথবা কীবোর্ড থেকে এফ ফাইভ কী কমান্ড দিলে স্লাইডটির শো অটোমেটিক রানিং হবে।
একই পদ্ধতি অবলম্বন করে Add New স্লাইড অপশন থেকে নতুন নতুন পাতা নিয়ে অনেক অনেক স্লাইড তৈরি করে তা প্রদর্শন করানো যায়। নতুন নতুন পাতা সংযোজন করলে পাশে লেআউট উইন্ডেতে তা দেখা যাবে।
পূর্বের আলোচনা অনুসরণ করে স্লাইড এ ছবি, শব্দ, ভিডিও ইত্যাদি সংযোজন করা যায়। সব সময় মনে রাখতে হবে প্রেজেন্টেশন প্রোগ্রামের কাজ খুবই কম কিন্তু বেশ চমকপ্রদ। তাই বারবার অনুশীলনের বিকল্প নেই। এছাড়া আপগ্রেড অফিস গুলোতে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট পাওয়া যাবে। যা ব্যবহার করে খুবই আকর্ষনীয় স্লাইড তৈরি করা এবং তা প্রদর্শন করা যাবে।
Product Quick View Popup
In StockUnavailable
SKU: 19115-rdxs
Regular price$600.00$500.00
s2 Multipurpose Bootstrap 4 Html Template that will give you and your customers a smooth shopping experience which can be used for various kinds of stores such as fashion,...