Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Cyber Crime

Description

Cyber Crime


সাইবার ক্রাইম (Cyber crime) একটি অপরাধমূলক কার্যকলাপ যা কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে সংগঠিত হয়। সহজভাবে বলতে গেলে, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যেসব অপরাধ সমূহ হয়, তাকে সাইবার অপরাধ বলা হয়

সাইবার অপরাধের মধ্যে রয়েছে হ্যাকিং, অনলাইন জালিয়াতি, অনলাইনে প্রতারণা ইত্যাদি


কম্পিউটার ক্রাইম (Computer Crime)

কম্পিউটার ব্যবহার করে কোন অপরাধ সংঘটিত করা হলে তাকে কম্পিউটার ক্রাইম বলা হয়ে থাকে। কম্পিউটার ক্রাইম এর মধ্যে উল্লেখযোগ্য হলো: সফটওয়্যার পাইরেসি, কপিরাইট লঙ্ঘন, ডেটা চুরি ইত্যাদি


সাইবার অপরাধের প্রকারভেদ

1. Cyber Fraud

2. Hacking

3. Identity theft

4. Scamming

5. Computer virus

6. Ransomware

7. Phishing

8. Software Piracy


সাইবার অপরাধ প্রতিরোধের উপায়

সাইবার অপরাধ থেকে নিজেকে রক্ষা করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া যায়। যেমন-

. আপনার সকল অনলাইন অ্যাকাউন্টের জন্য শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড ব্যবহার করা

. অপরিচিত ইমেল, টেক্সট মেসেজ এবং সোশ্যাল মিডিয়া মেসেজ থেকে সতর্ক থাকা

. ব্যবহৃত ডিভাইসগুলোকে আপ টু ডেট রাখা

. ডিভাইসগুলোকে ম্যালওয়্যার (Malware) এবং অন্যান্য ক্ষতিকারক সফ্টওয়্যার থেকে রক্ষা করতে   অ্যান্টি-ভাইরাস এবং অ্যান্টি-ম্যালওয়্যার সফ্টওয়্যার ব্যবহার করা

. অজানা লিঙ্কে ক্লিক বা ফাইল ডাউনলোড করার বিষয়ে সতর্ক থাকুন

. ডেটা এবং ব্রাউজিং সুরক্ষিত করতে ইন্টারনেটে সংযোগ করার সময় ভিপিএন (VPN) ব্যবহার করা

. পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করার সময় সতর্ক থাকা এবং পাবলিক নেটওয়ার্কে ব্যাঙ্কিং বা ব্যক্তিগত তথ্যের মতো সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করা এড়িয়ে চলুন

. গুরুত্বপূর্ণ ফাইল এবং ডেটা নিয়মিত ব্যাক আপ রাখুন

. অযাচিত ফোন কল, ইমেল বা বার্তা থেকে সতর্ক থাকুন


সাইবার সিকিউরিটি কি

কম্পিউটার ডিভাইস এবং নেটওয়ার্ক গুলোকে সাইবার ক্রাইম থেকে রক্ষা করার প্রক্রিয়াকে বলা হয়, সাইবার সিকিউরিটি