Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Illustrator File Format

Description

Illustrator File Format


ফাইল ফরমেট কি


প্রিন্ট করার জন্য এডোবি ইলাসট্রেটর এর প্রধান ৩টি ফাইল ফরমেট হলো- Adobe Illustrator Document (.ai), Illustrator EPS (.eps), এবং Adobe PDF (.pdf)

Adobe Illustrator Document (.ai)

 ফরমেটটি হলো এডোবি ইলাসট্রেটরের সকল ভার্সনেরই ফাইল সংরক্ষণ করার নিজস্ব ডিফল্ট ফাইল ফরমেট।এবং শুধুমাত্র ইলাসট্রেটরই এই ফরমেটটি সমর্থন করে থাকে।
আপনি যখন ইলাসট্রেটর  কোন ফাইল সংরক্ষণ করবেন তখন ডিফল্ট অবস্থায় নিজস্ব ইলাস্ট্রেটর ফাইল ফরমেট (.ai)  সংরক্ষণ হবে এবং ফাইলটির ট্রান্সপারেন্সি এবং এডিট করার সুবিধাসহ সংরক্ষিত হয়।
তবে পরবর্তীতে ফাইলটি এডিট করার প্রয়োজনে কিংবা ফটোশপ বা ইনডিজাইন  ব্যবহার করার জন্য সবচেয়ে বেস্ট ফরমেট হলো .ai ফরমেট।

Adobe Illustrator EPS (.eps)

Encapsulated PostScript হলো .eps ফাইল ফরমেট এর পূর্ণরূপ।
.eps ফাইল ফরমেটটি সর্বাধিক সমস্ত স্ট্যান্ডার্ড গ্রাফিক্স অ্যাপ্লিকেশন সমর্থন করে থাকে। কিন্তু .eps ফাইল ফরমেটটি স্বচ্ছতা (Transparency) সমর্থন করে না।
যখন কোন ফাইল .eps ফাইল ফরমেটে সংরক্ষণ করা হয়তখন তার ভেতরেই .ai ফরমেটটির একটি কপিও সংরক্ষিত হয়। যার ফলে পরবর্তীতে এই .eps ফাইল ফরমেটটি Adobe Illustrator  এডিট করা যায়।

Adobe PDF (.pdf)

পিডিএফ (.pdf) ফাইল এর পূর্ণরূপ হচ্ছে Portable Document Format
আপনি যখন Illustrator থেকে ফাইল সংরক্ষণ করার সময় এক্সটেনশন হিসেবে .pdf নির্ধারণ করে থাকেনতখন ফাইলটি PDF রিডার সহজেই ওপেন করতে পারে

Illustrator Template (.ait)

ইলাসট্রেটরের (.ait) এক্সটেনশনটি হলো টেমপ্লেট ফাইল।
Illustrator টেমপ্লেট হলো প্রিন্ট মেটেরিয়ালওয়েব পেজলোগোফিল্ম এবং ভিডিও গ্রাফিক্স এর জন্য পূর্ব থেকে তৈরি করা নির্দিষ্ট ফাইল ফরমেট।
যা একই ধরণের ইলাসট্রেটর স্টাইল  ফরমেটিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে

SVG Compressed (.svgz) and SVG (.svg)

ইলাসট্রেটরের (.svg) এক্সটেনশনটির পূর্ণরূপ হলো Scalable Vector Graphics Illustrator (.svg) ফরমেটে ভেক্টর সেইপপাথরাস্টার গ্রাফিক্স এবং টেক্সট কনটেন্ট হিসেবে থাকতে পারে।
সাধারণত ওয়েব বেইজড কাজের ক্ষেত্রে এই ফরমেটটি বহুল ব্যবহৃত হয়ে থাকে

ইলাসট্রেটর সমর্থিত এক্সটেনশনসমূহ

Adobe Illustrator ফাইল ফরমেটে এক্সপোর্ট করতে পারেযা বিভিন্ন প্রোগ্রামে সহজেই ব্যবহার করা যায়।
যেমন: .jpg, png, swf (Flash), .bmp, .tif, .txt (text format), .wmv (Windows Meta File) এবং .dxf (AutoCAD)