Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Data Transmission

Description

Data Transmission


Data Transmission Speed

Data Transmission Speed হলো ডেটা স্থানান্তরের হার। অর্থাৎ প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমান ডেটা ট্রান্সফার হয় তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে বা Bandwidth বলে। Bandwidth সাধারণত bps বা Bit per Second হিসেব করা হয়


ডেটা ট্রান্সমিশন স্পিড কত প্রকার

একটি সিস্টেমের ব্যান্ডউইথ যত বেশি হবে সিস্টেমের মধ্য দিয়ে ডেটা আদান-প্রদান তত বেশি হবে। ডেটা স্থানান্তরের গতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন স্পিড তিনভাগে ভাগ করা যায়। যথাঃ

১. ন্যারো ব্যান্ড (Narrow Band)

২. ভয়েস ব্যান্ড (Voice Band)

৩. ব্রড ব্যান্ড (Broad Band)


ন্যারো ব্যান্ড (Narrow Band) কী
ন্যারো ব্যান্ডের ডেটা ট্রান্সমিশন স্পিড ৪৫ থেকে ৩০০bps পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত ধীরগতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন- টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়

 

ভয়েস ব্যান্ড (Voice Band) কী
ভয়েস ব্যান্ডের ডেটা ট্রান্সমিশন স্পিড ১২০০bps থেকে ৯৬০০ bps পর্যন্ত হয়ে থাকে। ন্যারো ব্যান্ডের চেয়ে দ্রুত গতিতে ডেটা স্থানান্তর হয়ে থাকে। এটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহৃত হয়। এছাড়া কম্পিউটার থেকে প্রিন্টার বা কার্ড রিডারে ডেটা স্থানান্তরে ব্যবহৃত হয়

 

ব্রড ব্যান্ড (Broad Band) কী
ব্রড ব্যান্ডের ডেটা ট্রান্সমিশন স্পিড কমপক্ষে Mbps হয়ে থাকে। সাইবার লাইন(DSL-Digital Satellite Link), রেডিও লিংক, মাইক্রোয়েভ, স্যাটেলাইট, ফাইবার অপটিক ক্যাবল ইত্যাদিতে ব্যবহৃত হয়


Data Transmission Method

ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরক প্রাপকের মধ্যে যে সুনির্দিষ্ট পদ্ধতিতে ডেটা স্থানান্তর করা হয় তাকেই Data Transmission Method বলে। প্রেরক হতে প্রাপকে প্রতিবারে একসাথে কত বিট ডেটা প্রেরণ করা হবে তার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনের দুইটি পদ্ধতি রয়েছে

1. Parallel Data Transmission

2. Serial Data Transmission


Parallel Data Transmission : 
প্রেরক প্রাপকের মধ্যে সমান্তরালে ডেটা স্থানান্তর করলে তাকে সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বলে। অর্থাৎ একাধিক তারের মাধ্যমে একই সাথে ডেটা বিট প্রেরণ করা হয়, যেখানে প্রতিটি তার একই সময়ে একটি করে বিট বহন করে। 

 

Serial Data Transmission : 
প্রেরক প্রাপকের মধ্যে পর্যায়ক্রমে অর্থাৎ ধারাবাহিকভাবে একের পর এক ডেটা বিট প্রেরণ করা হলে তাকে অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। এক্ষেত্রে একটি ট্রান্সমিশন লাইনের মাধ্যমেই আট বিট ডেটা পর্যায়ক্রমে পাঠানো হয়