Use this text to share information about your brand with your customers. Describe a product, share announcements, or welcome customers to your store.
একটি অপটিক্যাল ফাইবারে প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত।
যথা:
১. কোর (Core):- Optical Fiber
Cable এর গঠন একেবারেই সহজ।
Core, Cladding এবং
Plastic Jacket নিয়ে
Optical Fiber Cable গঠিত।
ভিতরের স্বচ্ছ, নমনীয় এবং কাঁচতন্তু অংশ
হচ্ছে Core যার মধ্যে দিয়ে
আলো চলাচল করে।
২. ক্ল্যাডিং (Cladding):- Cladding
হলো Core এর বাহিরে একটি
কাঁচের আবরন। যা মূলত আলোকে
Core এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে সাহায্য করে।
৩. প্লাস্টিক জ্যাকেট (Plastic Jacket):- এই অপটিক্যাল
ফাইবারের পুরো গঠনটিকে সুরক্ষিত
রাখার জন্য আরো একটি
Plastic Jacket এর আবরন দেওয়া হয়।
বিভিন্ন
ধরনের বৈশিষ্ট্যের জন্য অপটিক্যাল ফাইবার
ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠেছে। এর মধ্যে উল্লেখযােগ্য
হলাে
১. এর গতি আলোর
গতির সমান
২. একই সাথে একাধিক
তথ্য প্রেরণ করা যায়
৩. শক্তির অপচয় হয় না বললেই
চলে
৪. রাসায়নিক নিষ্ক্রিয়তা
৫. এটিতে গিগাবাইট রেঞ্জ বা তার থেকে
বেশি দ্রুত গতিতে ডেটা চলাচল করতে
পারে
৬. নেটওয়ার্কের ব্যাকবােন হিসেবে ফাইবার অপটিক ক্যাবল বেশি ব্যবহৃত হয়
৭. ডেটা সংরক্ষণের নিরাপত্তা
ও গােপনীয়তা অনেক বেশি
৮. বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্রের
প্রভাব মুক্ত
৯. উচ্চ গতিসম্পন্ন ব্যান্ডউইথ
১০. আকারে ছােট এবং ওজন অত্যন্ত কম
অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে?
উত্তর:- অপটিক্যাল
ফাইবার আলোর পূর্ণ অভ্যন্তরীণ
প্রতিফলনের নীতিতে কাজ করে। আলোক
রশ্মি প্রচুর পরিমাণে ডেটা প্রেরণ করতে
ব্যবহার করা যেতে পারে।
আলোক রশ্মি সরলরেখায় ভ্রমণ করে। তাই যতক্ষণ
না আমাদের কাছে কোনও বাঁক
ছাড়াই লম্বা সোজা ক্যাবল না
থাকে, এই সুবিধাটি ব্যবহার
করা খুব ক্লান্তিকর হবে
পরিবর্তে,
অপটিক্যাল কেবলগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে
এটি সমস্ত আলোক রশ্মি ভিতরের
দিকে বাঁকিয়ে দেয়। আলোক রশ্মি অবিরাম
ভ্রমণ করে, অপটিক্যাল ফাইবার
দেয়ালগুলিকে বাউন্স করে এবং প্রান্ত
থেকে শেষ ডেটা প্রেরণ
করে
১. এই কেব্ল
কে আমরা বেশি বাঁকাতে
পারি না কারণ এটি
কাঁচের এবং প্লাস্টিক এর পদার্থ দ্বারা তৈরি বাঁকালে ভেঙ্গে
যাওয়ার সম্ভাবনা থাকে
২.
Optical Fiber Cable খুবই
ব্যয়বহুল
৩. Optical Fiber Cable Installation এবং Maintenance এর জন্য দক্ষ ও টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন লোকবল প্রয়োজন হয়
১. ওয়াইফাই এবং ইন্টারনেট ব্যবহারে:-
অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কমিউনিকেশন এর জন্য অনেক
বেশী ব্যবহার করা হয়
২. ডিশ ব্যবহারে:- দূরবর্তী
ডিশ কানেকশনে Optical fiber cable
এর ব্যবহার করে থাকে। এতে
High quality video পাওয়া
যায়
৩. মেডিক্যাল গ্যাজেট বা চিকিৎসা ক্ষেত্রে:- মেডিক্যাল
গ্যজেট বা চিকিৎসা ক্ষেত্রে
অপটিক্যাল ফাইবারের ব্যবহার হয়
৪. মিলিটারি কমিউনিকেশনে:- মিলিটারিদের কমিউনিকেশন এবং গোপনীয় সার্ভার
কন্ট্রোল করার জন্য Optical fiber cable খুবই গুরুত্বপূর্ণ
৫. ডেটা শেয়ারিং:- ডেটা শেয়ারিং কানেকশনে ফাইবার ক্যাবল ব্যবহার হয়। এতে ট্রান্সমিট স্পিড অনেক বেশি থাকে