Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Optical Fiber

Description

Optical Fiber


Optical Fiber হচ্ছে এক ধরনের পাতলা, স্বচ্ছ কাঁচতন্তু বিশেষ যা মানুষের চুলের ন্যায় চিকন এবং নমনীয়। বিভিন্ন ধরনের উপাদানে তৈরী আলো পরিবহনে সক্ষম অতি স্বচ্ছ মাল্টি কম্পোনেন্ট কাঁচ বা প্লাস্টিকের আঁশ দিয়ে Optical Fiber Cable তৈরী করা হয়। যার সাহায্যে লম্বা দুরুত্বে অনেক কম সময়ে বিপুল পরিমান Data আলোর গতিতে Transfer করা যায়।


অপটিক্যাল ফাইবারের গঠন

একটি অপটিক্যাল ফাইবারে প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা:

১. কোর (Core):- Optical Fiber Cable এর গঠন একেবারেই সহজ। Core, Cladding এবং Plastic Jacket নিয়ে Optical Fiber Cable গঠিত। ভিতরের স্বচ্ছ, নমনীয় এবং কাঁচতন্তু অংশ হচ্ছে Core যার মধ্যে দিয়ে আলো চলাচল করে।

২. ক্ল্যাডিং (Cladding):- Cladding হলো Core এর বাহিরে একটি কাঁচের আবরন। যা মূলত আলোকে Core এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে সাহায্য করে।

৩. প্লাস্টিক জ্যাকেট (Plastic Jacket):- এই  অপটিক্যাল ফাইবারের পুরো গঠনটিকে সুরক্ষিত রাখার জন্য আরো একটি Plastic Jacket এর আবরন দেওয়া হয়।


ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য

বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের জন্য অপটিক্যাল ফাইবার ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠেছে। এর মধ্যে উল্লেখযােগ্য হলাে 

১. এর গতি আলোর গতির সমান

২. একই সাথে একাধিক তথ্য প্রেরণ করা যায়

৩. শক্তির অপচয় হয় না বললেই চলে

৪. রাসায়নিক নিষ্ক্রিয়তা

৫. এটিতে গিগাবাইট রেঞ্জ বা তার থেকে বেশি দ্রুত গতিতে ডেটা চলাচল করতে পারে

৬. নেটওয়ার্কের ব্যাকবােন হিসেবে ফাইবার অপটিক ক্যাবল বেশি ব্যবহৃত হয়

৭. ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গােপনীয়তা অনেক বেশি

৮. বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্রের প্রভাব মুক্ত

৯. উচ্চ গতিসম্পন্ন ব্যান্ডউইথ

১০. আকারে ছােট এবং ওজন অত্যন্ত কম


অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে?

উত্তর:- অপটিক্যাল ফাইবার আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নীতিতে কাজ করে। আলোক রশ্মি প্রচুর পরিমাণে ডেটা প্রেরণ করতে ব্যবহার করা যেতে পারে। আলোক রশ্মি সরলরেখায় ভ্রমণ করে। তাই যতক্ষণ না আমাদের কাছে কোনও বাঁক ছাড়াই লম্বা সোজা ক্যাবল না থাকে, এই সুবিধাটি ব্যবহার করা খুব ক্লান্তিকর হবে

পরিবর্তে, অপটিক্যাল কেবলগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি সমস্ত আলোক রশ্মি ভিতরের দিকে বাঁকিয়ে দেয়। আলোক রশ্মি অবিরাম ভ্রমণ করে, অপটিক্যাল ফাইবার দেয়ালগুলিকে বাউন্স করে এবং প্রান্ত থেকে শেষ ডেটা প্রেরণ করে


অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক ক্যাবলের সুবিধা

১. এটি দ্রুতগতিসম্পন্ন

২. আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয়

৩. উচ্চ ব্যান্ডউইথ সুবিধা

৪. এক দেশ থেকে অন্য দেশে ডাটা ট্রান্সফার করা যায়

৫. বড় ধরণের নেটওয়ার্ক ব্যবহার করা যায়

৬. নেটওয়ার্ক ব্যাকবোন ব্যবহার করা যায়

৭. ডাটা পরিবহনে কম শক্তি ক্ষয় হয়

৮. মানের অবনতি এন্টিনিউয়েশন ঘটে না

৯. পরিবেশের চাপ-তাপ ইত্যাদি ডাটা চলাচলের ক্ষেত্রে কোন বাধা সৃষ্টি করতে পারে না

১০. আকারে ছোট

১১. সহজে পরিবহনযোগ্য

১২.ওজন অত্যন্ত কম

১৩. বিদ্যুৎ চুম্বক প্রবাহ (EMI)হতে সম্পূর্ণ মুক্ত

১৪. ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা বেশি


অপটিক্যাল ফাইবার ক্যাবলের অসুবিধা:

১. এই কেব্‌ল কে আমরা বেশি বাঁকাতে পারি না কারণ এটি কাঁচের এবং প্লাস্টিক এর পদার্থ দ্বারা তৈরি বাঁকালে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে

২. Optical Fiber Cable খুবই ব্যয়বহুল

৩. Optical Fiber Cable Installation এবং Maintenance এর জন্য দক্ষ ও টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন লোকবল প্রয়োজন হয়



অপটিক্যাল ফাইবার এর ব্যবহার বা কাজ সমূহ

. ওয়াইফাই এবং ইন্টারনেট ব্যবহারে:- অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কমিউনিকেশন এর জন্য অনেক বেশী ব্যবহার করা হয়

. ডিশ ব্যবহারে:- দূরবর্তী ডিশ কানেকশনে Optical fiber cable এর ব্যবহার করে থাকে। এতে High quality video পাওয়া যায়

. মেডিক্যাল গ্যাজেট বা চিকিৎসা ক্ষেত্রে:- মেডিক্যাল গ্যজেট বা চিকিৎসা ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের ব্যবহার হয়

. মিলিটারি কমিউনিকেশনে:- মিলিটারিদের কমিউনিকেশন এবং গোপনীয় সার্ভার কন্ট্রোল করার জন্য Optical fiber cable খুবই গুরুত্বপূর্ণ

. ডেটা শেয়ারিং:- ডেটা শেয়ারিং কানেকশনে ফাইবার ক্যাবল ব্যবহার হয়। এতে ট্রান্সমিটস্পিড অনেক বেশি থাকে



স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার এর পার্থক্য

ব্যবহার ও বৈশিষ্ট্যের দিক দিয়ে অপটিক্যাল ফাইবার ও স্যাটেলাইটের পার্থক্য লক্ষ্য করা যায়

 ১. বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে স্যাটেলাইট থেকে সিগন্যাল পেতে বেশ ভোগান্তি হয়ে থাকে। কিন্তু অপটিক্যাল ফাইবার প্রাকৃতিক দুর্যোগ এর মধ্যেও সিগন্যাল পাঠাতে সক্ষম

২. স্যাটেলাইট তারবিহীন যোগাযোগের একটি মাধ্যম। অন্যদিকে অপটিক্যাল ফাইবার তারযুক্ত যোগাযোগ ব্যবস্থা

৩. অপটিক্যাল ফাইবার সরাসরি তারযুক্ত কানেকশনের কারণে এর গতি স্যাটেলাইট অপেক্ষা অনেক বেশী

৪. স্যাটেলাইট এর মাধ্যমে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে মাইক্রোওয়েভ তরঙ্গকে বেঁচে নেওয়া হয়। কিন্তু অপটিক্যাল ফাইবারে তথ্য আদান -প্রদানের জন্য সংকেত কিংবা আলো ব্যবহার করা হয়ে থাকে

৫. স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক দূরে অর্থাৎ মহাশূন্যে অবস্থান করে। কিন্তু অপটিক্যাল ফাইবার সমুদ্র পৃষ্ঠে অবস্থান করে