Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Excel Page Layout Menu

Description

Excel Page Layout Menu


Themes Group

Themes ওয়ার্কবুকে থিম প্রয়োগ করা । থিম হলো ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট ফরমেট করার জন্য ফন্ট, কালার ও বিভিন্ন ইফেক্টের সমন্বয়ে পূর্ব থেকে তৈরি করে রাখা ফরমেট

Colorথিমের কালার পরিবর্তন করা

Fontsথিমের ফন্ট পরিবর্তন করা

Effectsথিমের ইফেক্ট পরিবর্তন করা


Page Setup Group

Page Setup কি 

উত্তর:- কোনো প্রোগ্রামে কোনো ডকুমেন্ট তৈরি করার পর সেটা প্রিন্ট দিতে হলে, কোন ধরনের পেজ ব্যবহার হবে, পেজ মার্জিন কতটুকু হবে এসব কিছু কে একত্রে পেজ সেট আপ বলা হয় 


Margins - মার্জিন কি

উত্তর:- ডকুমেন্টের চারপাশে থাকা ফাকা জায়গাকে  মার্জিন বলে । প্রথমের Margins থেকে Top, Bottom, Left, Right ইঞ্চিতে ফাকা জায়গার পরিমাণ টাইপ করতে হবে তার পর Ok

Orientation - ওরিয়েন্টেশন 

উত্তর:- ডকুমেন্টটি আড়াআড়ি কিংবা লম্বালম্বি হবে তা নির্ধারণ । Orientation অপশন  থেকে আমাদের পেজটি আড়াআড়ি নাকি লম্বালম্বি হবে তা নির্ধারণ করতে হবে। এখানে Portrait (পোর্টরেইট) মানে হলো পেজটি লম্বালম্বি হবে এবং Landscape (ল্যান্ডস্কেইপ) মানে হলো পেজটি আড়াআড়ি হবে।

Size - সাইজ 

উত্তর:- কোন সাইজের কাগজে ডকুমেন্টটি প্রিন্ট হবে তা নির্ধারণ করা । কম্পিউটারে প্রধাণত দুই ধরণের পেপার প্রিন্ট করা হয়। একটি হল A4 এবং অন্যটি Legal, এখানে আপনার পছন্ত পেজটি সিলেক্ট করে দিতে হবে। 

Print Area - স্প্রেডশিটের নির্দিষ্ট এরিয়া প্রিন্টের জন্য নির্ধারণ করা

Breaks - কাগজের বিভাজন করা

Background - কাগজের ব্যাকগ্রাউন্ড নির্ধারণ করা

Print Title - প্রিন্টিং এর সময় নির্দিষ্ট রো/কলাম নির্ধারণ করা


Scale to Fit Group

Width

Height

Scaleস্প্রেডশিটের তথ্যসমূহ স্কেলিং করে বাড়ানো এবং কমানোর জন্য এ কমান্ড ব্যবহৃত হয়ে থাকে


Sheet Options Group

Gridlinesকলাম ও রো এর সম্নয়ে হালকা কালারের বর্ডার দেখতে পাওয়া যায় একে গ্রিডলাইন বলে 

View - টিক চিহ্ন দিলে গ্রিডলাইন দেখাবে, টিক চিহ্ন উঠিয়ে দিলে গ্রিডলাইন দেখা যাবেনা

Print - গ্রিডলাইন প্রিন্ট প্রিভিউতে দেখার জন্য বা প্রিন্ট করার জন্য

Headingsওয়ার্কশিটের ওপরে A, B, C, D প্রদর্শিত বারকে কলাম হেডার বলে, ওয়ার্কশিটের বায়ে 1, 2, 3 প্রদর্শিত বারকে রো হেডার বলে

View - টিক চিহ্ন দিলে হেডার দেখাবে, টিক চিহ্ন উঠিয়ে দিলে হেডার দেখা যাবেনা

Print - কলাম এবং রো এর হেডার প্রিন্ট প্রিভিউতে দেখতে বা প্রিন্ট করার জন্য 


Arrange Group

Bring Forward - একাধিক অবজেক্ট থাকলে Bring Forward অপশন দ্বারা কোন অবজেক্ট একটি অবজেক্টের উপরে আনা যাবে

Bring to Front - সিলেক্টকৃত অবজেক্টকে অন্য অবজেক্টের উপরে আনার জন্য, একাধিক অবজেক্ট থাকলে সবার উপরে আসবে

Send Backward - একাধিক অবজেক্ট থাকলে Send Backward অপশন দ্বারা কোন অবজেক্ট একটি অবজেক্টের নিচে নেয়া যাবে

Send to Back - সিলেক্টকৃত অবজেক্টকে অন্য অবজেক্টের নিচে নেয়ার জন্য, একাধিক অবজেক্ট থাকলে সবার নিচে যাবে


Selection pane - Selection pane এ ক্লিক করলে ডানপাশে একটি উইন্ডো আসবে। এই উইন্ডোতে অবজেক্ট গুলোর সকল কাজের এর তালিকা দেখতে পাবেন

Align - অবজেক্টসমূহ রো বা কলাম অনুসারে এরেঞ্জ করার পর ভার্টিক্যালি ও হরিজোন্টালি সমদূরত্বে রাখা বা সাজানো [ ডকুমেন্টের প্রয়োজনীয় অবজেক্টগুলো কীবোর্ডের Shift বা Ctrl কী চেপে সিলেক্ট করুন ]

Group - ডকুমেন্টে কাজের সময় একাধিক অবজেক্টসমূহ একটি অবজেক্টে গ্রুপ করার প্রয়োজন হতে পারে। Group কমাণ্ড দ্বারা খুব সহজেই একাধিক অবজেক্ট একটি অবজেক্টে পরিণত করা যায়

Rotate - ডকুমেন্টের কোন অবজেক্ট এর ফেস ভিন্ন ডিরেকশনে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। আপনি ইচ্ছে করলে বাম থেকে ডানে রোটেট অথবা হরিজোন্টালি বা ভার্টিক্যালি ফ্লিপ করতে পারবেন