Use this text to share information about your brand with your customers. Describe a product, share announcements, or welcome customers to your store.
Description
Excel Page Layout Menu
Themes Group
Themes - ওয়ার্কবুকে থিম প্রয়োগ করা । থিম হলো ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট ফরমেট করার জন্য ফন্ট, কালার ও বিভিন্ন ইফেক্টের সমন্বয়ে পূর্ব থেকে তৈরি করে রাখা ফরমেট
Color - থিমের কালার পরিবর্তন করা
Fonts - থিমের ফন্ট পরিবর্তন করা
Effects - থিমের ইফেক্ট পরিবর্তন করা
Page Setup Group
Page Setup কি
উত্তর:- কোনো প্রোগ্রামে কোনো ডকুমেন্ট তৈরি করার পর সেটা প্রিন্ট দিতে হলে, কোন ধরনের পেজ ব্যবহার হবে, পেজ মার্জিন কতটুকু হবে এসব কিছু কে একত্রে পেজ সেট আপ বলা হয়
Margins - মার্জিন কি
উত্তর:-ডকুমেন্টের চারপাশে থাকা ফাকা জায়গাকে মার্জিন বলে । প্রথমের Margins থেকে Top, Bottom, Left, Right ইঞ্চিতে ফাকা জায়গার পরিমাণ টাইপ করতে হবে তার পর Ok
Orientation - ওরিয়েন্টেশন
উত্তর:- ডকুমেন্টটি আড়াআড়ি কিংবা লম্বালম্বি হবে তা নির্ধারণ । Orientation অপশন থেকে আমাদের পেজটি আড়াআড়ি নাকি লম্বালম্বি হবে তা নির্ধারণ করতে হবে। এখানে Portrait (পোর্টরেইট) মানে হলো পেজটি লম্বালম্বি হবে এবং Landscape (ল্যান্ডস্কেইপ) মানে হলো পেজটি আড়াআড়ি হবে।
Size - সাইজ
উত্তর:- কোন সাইজের কাগজে ডকুমেন্টটি প্রিন্ট হবে তা নির্ধারণ করা । কম্পিউটারে প্রধাণত দুই ধরণের পেপার প্রিন্ট করা হয়। একটি হল A4 এবং অন্যটি Legal, এখানে আপনার পছন্ত পেজটি সিলেক্ট করে দিতে হবে।
Print Area- স্প্রেডশিটের নির্দিষ্ট এরিয়া প্রিন্টের জন্য নির্ধারণ করা
Breaks- কাগজের বিভাজন করা
Background- কাগজের ব্যাকগ্রাউন্ড নির্ধারণ করা
Print Title- প্রিন্টিং এর সময় নির্দিষ্ট রো/কলাম নির্ধারণ করা
Scale to Fit Group
Width
Height
Scale - স্প্রেডশিটের তথ্যসমূহ স্কেলিং করে বাড়ানো এবং কমানোর জন্য এ কমান্ড ব্যবহৃত হয়ে থাকে
Sheet Options Group
Gridlines - কলাম ও রো এর সম্নয়ে হালকা কালারের বর্ডার দেখতে পাওয়া যায় একে গ্রিডলাইন বলে
Print - কলাম এবং রো এর হেডার প্রিন্ট প্রিভিউতে দেখতে বা প্রিন্ট করার জন্য
Arrange Group
Bring Forward - একাধিক অবজেক্ট থাকলে Bring Forward অপশন দ্বারা কোন অবজেক্ট একটি অবজেক্টের উপরে আনা যাবে
Bring to Front - সিলেক্টকৃত অবজেক্টকে অন্য অবজেক্টের উপরে আনার জন্য, একাধিক অবজেক্ট থাকলে সবার উপরে আসবে
Send Backward - একাধিক অবজেক্ট থাকলে Send Backward অপশন দ্বারা কোন অবজেক্ট একটি অবজেক্টের নিচে নেয়া যাবে
Send to Back - সিলেক্টকৃত অবজেক্টকে অন্য অবজেক্টের নিচে নেয়ার জন্য, একাধিক অবজেক্ট থাকলে সবার নিচে যাবে
Selection pane - Selection pane এ ক্লিক করলে ডানপাশে একটি উইন্ডো আসবে। এই উইন্ডোতে অবজেক্ট গুলোর সকল কাজের এর তালিকা দেখতে পাবেন
Align - অবজেক্টসমূহ রো বা কলাম অনুসারে এরেঞ্জ করার পর ভার্টিক্যালি ও হরিজোন্টালি সমদূরত্বে রাখা বা সাজানো [ ডকুমেন্টের প্রয়োজনীয় অবজেক্টগুলো কীবোর্ডের Shift বা Ctrl কী চেপে সিলেক্ট করুন ]
Group - ডকুমেন্টে কাজের সময় একাধিক অবজেক্টসমূহ একটি অবজেক্টে গ্রুপ করার প্রয়োজন হতে পারে। Group কমাণ্ড দ্বারা খুব সহজেই একাধিক অবজেক্ট একটি অবজেক্টে পরিণত করা যায়
Rotate - ডকুমেন্টের কোন অবজেক্ট এর ফেস ভিন্ন ডিরেকশনে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। আপনি ইচ্ছে করলে বাম থেকে ডানে রোটেট অথবা হরিজোন্টালি বা ভার্টিক্যালি ফ্লিপ করতে পারবেন
Product Quick View Popup
In StockUnavailable
SKU: 19115-rdxs
Regular price$600.00$500.00
s2 Multipurpose Bootstrap 4 Html Template that will give you and your customers a smooth shopping experience which can be used for various kinds of stores such as fashion,...