Use this text to share information about your brand with your customers. Describe a product, share announcements, or welcome customers to your store.
Description
Excel Insert Menu
Table Group
Pivot Table - পিভট টেবিল মূলত ডাটাবেস থেকে তৈরি করা একটি সংক্ষিপ্ত রিপোর্ট। যার মাধ্যমে কোন একটি ডাটাবেজ থেকে অতি সহজে বিভিন্ন কাঠামোতে টেবিল তৈরি করা যায়। আবার একাধিক ডাটার ভেতোর থেকে নির্দিষ্ট কোন ডাটাকে আলাদা করে টেবিল তৈরি করা যায়
Illustrations Group
Pictures - ওয়ার্কশিটে ইমেজ যুক্ত করা
Online Pictures - অনলাইন থেকে ইমেজ আনা
Shapes - বিভিন্ন ধরনের চিত্রের Shapes আঁকা বা অংকন করার জন্য
SmartArt - কোন কাজের প্রক্রিয়া বা ধাপ চিত্রের মাধ্যমে উপস্থাপন করার জন্য
Screenshot - কম্পিউটারের স্ক্রিনের ছবি স্ক্রিনশট নেয়া । কি-বোর্ডের মাধ্যমে স্ক্রিনশট নিতে চাইলে, যে বিষয়ের স্ক্রিনশট নিতে চান সে বিষয়টি স্ক্রিনে একটিভ রাখুন। এবার কি-বোর্ডের Print Screen বাটন চাপুন । এবার আপনার ওয়ার্ড ডকুমেন্টে যেখানে স্ক্রিনশটটি রাখতে চান সেখানে ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+V চেপে পেষ্ট করুন ।
Charts Group
Chart - কোন কিছুর মাপ বা স্কোরকে গ্রাফ বা চার্ট এর মাধ্যমে প্রকাশ করা । গানিতিক তথ্যসমূহের চিত্রময় উপস্থাপনাকে গ্রাফ বা চার্ট বলে ।
Recommended Charts Insert Column Chart Insert Line Chart Insert Pie Chart Insert Bar Chart Insert Area Chart Insert Scatter Chart Insert Stock, Surface Chart Insert Combo Chart Pivot Chart
Reports Group
Power View
Sparklines Group
Line -
Column -
Win/Loss -
একই সেল এর ভিতরে ডেটা গুলোর মিনি চার্ট এর মাধ্যমে উপস্থাপন করার জন্য
A - 50 - 90 - 33 - 20 ১. ডেটা গুলো সিলেক্ট ২. Data Range ৩. Location Range ৪. Ok
Filters Group
Slicer
Timeline
Links Group
Hyperlink - Hyperlink : হাইপারলিংক শব্দটি ওয়েব কনসেপ্ট এর সাথে জড়িত। এটি মূলতঃ কোন লেখার সাথে অন্য কোন লেখার, ইমেইল, ওয়েব এ্যাড্রেস ইত্যাদির link করার জন্য ব্যবৃহত হয় যেমনঃ ডকুমেন্টের কোথাও facebook শব্দটি লিখলেন। এখন আপনি চাচ্ছেন এ facebook শব্দটির সাথে http://www.facebook.com এর লিংক দেওয়া থাকবে। যাতে কেউ facebook শব্দটির উপর ক্লিক করলেই এর ওয়েব পেজ সাথে সাথে ব্রাউজারে ওপেন হবে।
Text Group
Text Box
টেক্সট বক্স হচ্ছে বর্গাকার বা আয়তাকার কোন ফ্রেম যার মধ্যে কোন টেক্সট লেখা যায় বা কোন অবজেক্ট বসানো যায় । টেক্সট বক্সকে ড্রাগ করে স্ক্রিনের যেকোন স্থানে কিংবা কোন গ্রাফিক্স বা কোন টেক্সটের মধ্যে বসানো যায় Text Box: একটি অতি প্রয়োজনীয় টুলস। ডকুমেন্টের যেকোন স্থানে কিছু লেখা বক্স আকারে দেয়ার জন্য এটি ব্যবহৃত হয়্ এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি যেকোন স্থানে নড়াচড়া করানো যায়। এখন মাউসএর বাম বাটন চেপে টেক্সট বক্স অংকন করি। সবশেষে টেক্সট বক্সে ক্লিক করে প্রয়োজনীয় টেক্সট লিখি। টেক্সট বক্সের বিভিন্ন কর্ণারে মাউস ক্লিক করে চেপে রেখে বিভিন্ন স্থানে স্থানান্তর করা যায়
Header & Footer - Header and Footer: কোন পেজের উপরের মার্জিনের ফাঁকা জায়গাকে হেডার এবং নিচের মার্জিনের ফাঁকা জায়গাকে ফুটার বলা হয়। সাধারণতঃ হেডার-ফুটার অংশে বইয়ের নাম/চ্যাপ্টার হেডিং, পাতার সংখ্যা, ফাইল পাথ ইত্যাদি লেখা হয় যেগুলি প্রত্যেকটি পাতায় স্বয়ংক্রিয়ভাবে দেখা যায়।
WordArt - Word Art: হচ্ছে বিভিন্ন ষ্টাইলের লেখ। যে ষ্টাইলটি পছন্দ হবে তার উপর ক্লিক করে ok করি। এবার আপনার পছন্দের শব্দ/ লাইন লিখুন। তারপর Ok ক্লিক করুন
Signature line - Signature line এর ফরমেট গঠন করার জন্য । Signature ব্যাক্তির নাম, Signature ব্যাক্তির টাইটে লিখে Ok
Object - বিভিন্ন ধরনের গানিতিক সমীকরণ বা Equation লেখার জন্য এই অপশনটি
Microsoft Equation 3.0
Symbols Group
Equation - বিভিন্ন ধরনের গানিতিক Symbol বা চিহ্ন ব্যবহারের জন্য এই অপশনটি
Symbol -কি-বোর্ডে যে সব অক্ষর বা প্রতীক থাকে না সেগুলি ডকুমেন্টে আনতে হয় এ কমান্ডের সাহায্যে।
Product Quick View Popup
In StockUnavailable
SKU: 19115-rdxs
Regular price$600.00$500.00
s2 Multipurpose Bootstrap 4 Html Template that will give you and your customers a smooth shopping experience which can be used for various kinds of stores such as fashion,...