Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Word Review Menu

Description

Word Review Menu


Proofing Group

Spelling and grammar -   
বানান ও ব্যাকরণ শুদ্ধ করার জন্য । ডকুমেন্টে লেখার সময় যদি কোন ভুল পায় তাহলে সাথে সাথে তার নিচে একটি ঢেউ চিহ্নিত রেখা দেখা যায়। বানান ভুল হলে লাল রংয়ের চিহ্ন এবং ব্যাকরণ ভুল হলে সবুজ রংয়ের চিহ্ন দেখা যায়। 

Thesaurus - কোন শব্দের প্রতিশব্দ খোজার জন্য 

Word Count - ডকুমেন্টের বিভিন্ন পরিসংখ্যানগত বিষয় যেমনঃ পাতা সংখ্যা, শব্দ সংখ্যা, অক্ষর সংখ্যা প্যারাগ্রাফ সংখ্যা, লাইন সংখ্যা ইত্যাদি এ কমান্ডের মাধ্যমে দেখা যায়।


Language Group

Translate - এটি নির্বাচনের দ্বারা Translate টুলস সম্বলিত রিসার্চ টাস্ক প্যান প্রদর্শন করবে। এই টুলস দ্বারা কোন টেক্সট এক ভাষা থেকে অন্য ভাষাতে রূপান্তরিত করতে পারবেন

Language - ডকুমেন্টে কোন ভাষায় লেখা হচ্ছে তা সাধারণতঃ স্বয়ংক্রিবাবে নির্ধারিত হয়ে যায়। কিন্তু যদি কোন নির্দিষ্ট অংশের লেখার ভাষা আলাদাভাবে নির্ধারিত করে দেয়ার প্রয়োজন পড়ে তাহলে এ কমান্ডের সাহায্য নেয়া যায়। এজন্য উক্ত লেখাটুকু সিলেক্ট করে Language সাব মেনু থেকে Set Language এ ক্লিক করি। এবার বক্স থেকে নির্দিষ্ট ভাষা নির্বাচন করে Ok তে ক্লিক করি।


Comments Group

New Comment - 
Document এর ভিতরে শব্দ বা প্যারাগ্রাফ এর মধ্যে কোন Comment Add করার জন্য এই অপশনটি ব্যবহৃত হয় । উক্ত শব্দ বা প্যারাগ্রাফ সিলেক্ট করে Review menu থেকে New Comment এ ক্লিক এর পর একটি Comment বক্স আসবে সেখানে কমেন্ট লিখতে হবে ।

Delete - Comment বাতিল করার জন্য

Previous - এ বাটনে ক্লিক করে পূর্ববর্তী কমেন্টে যাওয়া যায়

Next - এ বাটনে ক্লিক করে পরবর্তী কমেন্টে যাওয়া যায়

Show Comments - ডকুমেন্টের ভিতর কমেন্ট দেখার জন্য 


Tracking Group

Track Changesডকুমেন্টের কোন কোন জায়গায় ভুল হয়েছে এবং কোন কোন জায়গায় সংশোধন করা হয়েছে তা চিহ্নিত করে রাখা । সংশোধন শেষ হলে Track Changes উঠিয়ে দিতে হবে


[ Display for Review - সংশোধন করা ডকুমেন্ট টি বিভিন্ন ভাবে দেখা ]

Simple Markup - যে জায়গায় সংশোধন করা হয়েছে তা একটি খাড়া লাইনের মাধ্যমে দেখাবে
All Markup - যে শব্দ বা ওয়ার্ড সংশোধন করা হয়েছে তা দেখাবে
No Markup - কিছুই দেখাবে না
Original -  সংশোধন করার আগে যে ডকুমেন্ট ছিল সেটাই দেখাবে

 

Show Markup - কি কি সংশোধন করা হয়েছে এবং কোন জায়গায় তা দেখার জন্য Show Markup > Balloons


Reviewing Pane - কোন জায়গায় সংশোধন করা হয়েছে তা Reviewing Pane এর মাধ্যমে দেখতে পারি 


Changes Group

Acceptযে Word টি সংশোধন করা হয়েছে সেটি Accept করার জন্য 

Rejectসংশোধন করা Word টি বাতিল করা 

Previousপূর্বের সংশোধন Word এ যাওয়া 

Nextপরের সংশোধন Word এ যাওয়া 


Compare Group

Compare - দুইটি ডকুমেন্ট এর মধ্যে Compare বা তুলনা করা 


Protect Group

Block Authors

Restrict Editingসংশোধন করা ডকুমেন্ট এর ভিতর কেউ যেন লেখা Edit বা Change করতে না পারে সেই জন্য লক করা 


মাইক্রোসফট ওয়ার্ড এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


ইংরেজি শব্দের প্রতিশব্দ কিভাবে বের করতে হয় লেখ?
Review menu>Spelling and Grammar >spelling and ,Grammar Dial Box হতে Suggestion প্রতিশব্দ দেখা যাবে