Use this text to share information about your brand with your customers. Describe a product, share announcements, or welcome customers to your store.
উত্তর :- বিশিষ্ট্ গনিতবিদ আল খারজমীর নাম থেকে অ্যাগরিদম কথাটির উৎপত্তি হয়েছে। কোন সমস্যা সমাধানের ধাপসমূহকে ভাষাগতভাবে লিপিবদ্ধ করাকে অ্যালগরিদম বলে। সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রোগ্রাম রচনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় অংশের নাম অ্যালগরিদম। প্র্রোগ্রাম রচনা ও নির্বাহের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো পর্যায়ক্রমিকভাবে লিপিবদ্ধ থাকে অ্যালগরিদমে
অ্যালগরিদমের বৈশিষ্ট লিখ?
উত্তর :- নিম্নে অ্যালগরিদমের বৈশিষ্ট দেওয়া হলোঃ-
১. সহজবোধ্য হবে
২. কাজের উদ্দেশ্য সুস্পষ্ট হতে হবে
৩. প্রত্যেকটি ধাপে স্পস্ট হবে যাতে যেকোন প্রোগ্রামার সহজে বুজতে পারে
৪. ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব হবে
৫. প্রোগ্রামের ভুল নির্ণয় করা সম্ভব হবে
৬. প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করবে