Goodinsee
কম্পিউটার | মানুষ |
1. কম্পিউটার দ্রুত কাজ করতে পারে | 1. মানুষও চাইলে দ্রুত কাজ করতে পারে |
2. কম্পিউটারের কাজ করার ক্ষমতা আছে | 2. মানুষেরও কাজ করার ক্ষমতা আছে |
3. এটি জটিল হিসেব নিকাশ করতে পারে | 3. মানুষও জটিল হিসেব নিকাশ করতে পারে |
4. কম্পিউটারের ব্যবহারিক বহুমুখীতা আছে | 4. মানুষের কার্য ধরণ ও বহুমুখী |
5. কম্পিউটার প্রয়োজনীয় তথ্য মেমোরীতে সংরক্ষণ করতে পারে | 5. মানুষও জীবনের প্রয়োজনীয় তথ্যাদি মেমোরীতে রাখতে পারে |
6. এটি জটিল সমস্যার সমাধান করতে পারে | 6. মানুষও জটিল সমস্যার সমাধন করতে পারে |
কম্পিউটার | মানুষ |
1. কম্পিউটারের আবেগ অনুভূতি নেই | 1. মানুষের আবেগ অনুভূতি আছে |
2. কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র | 2. মানুষ আল্লাহর সৃষ্ট জীব |
3. কম্পিউটারের কোন ক্লান্তি নেই | 3. মানুষের ক্লান্তি আছে |
4. এর নিজস্ব কোন বুদ্ধি বিবেচনা এবং আগ্রহ নেই | 4. মানুষের নিজস্ব বুদ্ধি বিবেচনা এবং আগ্রহ প্রবণতা রয়েছে |
5. এর কোন উদ্ভাবনী ক্ষমতা নেই | 5. এর উদ্ভাবনী ক্ষমতা আছে |
6. এটি প্রোগ্রাম তৈরি করতে পারে না বরং প্রোগ্রাম মোতাবেক কাজ করে | 6. মানুষ নিজে কম্পিউটারের জন্য প্রোগ্রাম তৈরি করে থাকে |
7. এটি প্রোগ্রামের বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে না | 7. মানুষ তার ইচ্ছে অনুযায়ী যে কোন বৈশিষ্ট্যের পরিবর্তনর ও পরিবর্ধন করতে পারে |
8. এটি যে কোন জটিল সমস্যার দ্রুত সমাধান দিতে পারে | 8. মানুষ কখনই কম্পিউটারের মতো দ্রুত কাজ করতে পারে না |
9. এটি বিপদজনক পরিবেশে কাজ করতে পারে | 9. মানুষ জীবনের ঝুকিপূর্ণ পরিবেশে কাজ করতে চায় না |
10. কম্পিউটার চলাচল করতে পারে না | 10. মানুষ জীবনের তারুণ্যে স্বেচ্ছায় চলাচল করতে পারে |
ক্যালকুলেটর | কম্পিউটার |
1. ক্যালকুলেটরের আকার ছোট | 1. কম্পিউটারের আকার বড় |
2. এর সাহায্যে শুধু মাত্র গণনা করা যায় | 2. এর কার্য ক্ষমতা বৈচিত্র্যতাপূর্ণ |
3. এর সাহায্যে ভিডিও দেখা যায় না | 3. এর সাহায্যে ভিডিও দেখা যায় |
4. এর সাহায্যে ই-মেইল করা যায় না | 4. এর সাহায্যে ই-মেইল করা যায় |
5. ইন্টারনেট কার্যে এর ব্যবহার নেই | 5. ইন্টারনেটের কার্যে এর ব্যবহার আছে |
6. একে মহাশূণ্যে গবেষণায় ব্যবহার করা হয় না | 6. একে মহাশূণ্যে গবেষণায় ব্যবহার করা যায় |
7. ক্যালকুলেটরের ডিজিট সংখ্যা সীমাবদ্ধ | 7. কম্পিউটারের ডিজিট সংখ্যা সীমাবদ্ধ নয় |
8. এর প্রোগ্রামিং ক্ষমতা সীমাবদ্ধ | 8. এর প্রোগ্রামিং ক্ষমতা সীমাবদ্ধ নয় |
9. এর তথ্য সংগ্রহের ক্ষমতা কম | 9. এর তথ্য সংগ্রহের ক্ষমতা অত্যন্ত বেশি |
10. এর যন্ত্রাংশের পরিমাণ কম | 10. এর যন্ত্রাংশের পরিমাণ বেশি |
11. এর বহন বা স্থানান্তর সহজ | 11. এর বহন বা স্থানান্তর ক্যালকুলেটরের চাইতে কঠিন |
12. এটি হিসেবের কাজের জন্য ব্যবহৃত হয় | 12. এটি আমাদের দৈনন্দিন জীবনের বহুবিদ কাজে ব্যবহৃত হয় |