Use this text to share information about your brand with your customers. Describe a product, share announcements, or welcome customers to your store.
হার্ডডিস্ক
কে প্রধানত চারটি ভাগে ভাগ করা
হয় সেগুলো নিচে বিস্তারিত আলোচনা
করা হলো।
১. SATA Hard Disk (সাটা হার্ড ডিস্ক)
২. PATA Hard Disk (পাটা হার্ড ডিস্ক)
৩. SCSI
Hard Disk (
৪. SSD Hard Disk (এসএসডি হার্ডডিস্ক)
১. SATA Hard Disk (সাটা হার্ড ডিস্ক)
এর পুরো নাম হল Serial Advanced Technology Attachment । SATA ইন্টারফেস কম গতিতে বড় ডেটা ভলিউম পরিচালনা করে। এর দামও তুলনামূলকভাবে অনেক কম এবং এর কার্যকরতা অনেক ভালো। বর্তমানে এই হার্ডডিস্কগুলো অনেক কম্পিউটার এবং সার্ভার হার্ডওয়ারে ব্যবহার করা হয়। SATA ইন্টারফেসের
Speed 6Gb/sec থেকে
600Mb/sec পর্যন্ত হয়।
২. PATA Hard Disk (পাটা হার্ড ডিস্ক)
এর পুরো নাম হল Parallel Advanced Technology Attachment। এই PATA ড্রাইভ গুলি অনেক আগে ব্যবহার করা হতো এগুলো অনেক পুরনো বর্তমানে এই ধরনের ড্রাইভ আর ব্যবহার করা হয় না। PATA ড্রাইভ
133 MB/s স্পীডে পর্যন্ত ডেটা স্থানান্তর হার প্রদান করতে পারে।
৩. SCSI Hard Disk (
SCSI (
৪. SSD Hard Disk (এসএসডি হার্ডডিস্ক)
SSD এর
পুরো নাম হলো
সলিড-স্টেট ড্রাইভ (solid state drive).
এটি কম্পিউটারের থাকা Hard Disk এর মতোই Data Store করার
কাজ করে থাকে। Hard Disk এর
তুলনায় SSD দ্রুত গতিতে কাজ করতে পারে।
SSD এর
পুরো নাম হলো
সলিড-স্টেট ড্রাইভ (solid state drive).
এটি কম্পিউটারের থাকা Hard Disk এর মতোই Data Store করার
কাজ করে থাকে। Hard Disk এর
তুলনায় SSD দ্রুত গতিতে কাজ করতে পারে।
সাধারণত SSD হলো আধুনিক Technology এর নতুন Update. এটি সাধারণ Hard Disk এর তুলনায় ওজনে হালকা এবং আকৃতিতে ছোটো হয়ে থাকে। কিন্তু এটার দাম Normal Hard Disk এর তুলনায় বেশি হয়।
SATA SSD গুলি
দেখতে অনেকটা ল্যাপটপের হার্ড ডিক্সের মতোই। এই ধরনের SSD SATA কানেক্টরে
কম্পিউটারের মধ্যে যুক্ত করা থাকে। এই
ধরনের SSD গুলি সাধারণত নিম্নমানের
হয় , তাই এই ধরনের
SSD গুলির দাম তুলনামূলক ভাবে
কম। সেইজন্য এই ধরণের SSD গুলি
বাজারে বেশি পাওয়া যায়
।
এই ধরনের SSD গুলো SATA SSD এর তুলনায় আকারে
অনেক ছোট হয় ।
তাই একে Micro-SSD ও বলা হয়ে
থাকে। সাধারণত এই ধরনের SSD সব
কম্পিউটারে লাগানো যায় না। তাই
এই ধরনের SSD ব্যবহার করতে হলে কম্পিউটারে
অবশ্যই m SATA পোর্ট থাকতে হবে।
m.2 SSD গুলি
mSATA SSD র একটি আপডেটেড ভার্সান
। এ ধরনের SSDগুলি
অধিক ফাস্ট কাজ করে। m.2 SSD গুলি
সাধারণ SSD র তুলনায় বেশি
দ্রুত কাজ করে তাই
এর দামও অনেকটা বেশি।
SSHD কে
সম্পূর্ণভাবে SSD বলা যাবে না।
কারণ এটি Solid state drive এবং Hard Disk উভয়ের সমন্বয়ে তৈরী হয়েছে ।এটিতে
SSD এর কিছু Memory এবংHard Desk এর কিছু অংশ
রয়েছে অর্থাৎ এটি Hard Disk এবং SSD উভয়ের সমন্বয়ে তৈরী করা হয়েছে।আজকের
সময়ে কিছু কিছু Laptop-এ
SSHD Disk ব্যবহার করা হয়।