Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Word Introduction

Description

Microsoft Word Introduction


উত্তর:- মাইক্রোসফট ওয়ার্ড একটি Word Processing Package Program . একে সংক্ষেপে বলা হয় Ms Word, Ms Word মারকিন যুক্তরাষ্ট্রের Microsoft Corporation কর্তৃক বাজারজাতকূত Package Program যা Windows এর অধীনে চলে Microsoft Word এর মাধ্যমে বিভিন্ন ধরনের লেখালেখি, Compose Type, Drawing, Project Profile তৈরি, চিঠিপত্র লেখা অফিসিয়াল কার্যাবলী সম্পাদনসহ যাবতীয় কাজ করা যায়


আমেরিকার বিখ্যাত মাইক্রোসফ্‌ট Corporation কর্তৃক বাজারজাতকূত Microsoft Office এর একটি Word Processing Package Program হলো এই Microsoft Word । পূর্বে Dos ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম যেমন ওয়ার্ড স্টার , ওয়ার্ড পারফেক্ট ইত্যাদি প্রচলিত ছিল । কিন্তু মাইক্রোসফ্‌ট কর্পোরেশন সর্বপ্রথম চিত্র ভিত্তিক উইন্ডোজ পরিবেশে কাজ করার জন্য Ms Word বাজারজাত করে যা User friendly হওয়ার ব্যাপক জনপ্রিয়তা লাভ করে । কম্পিউটার ব্যবহারকারীদের জন্য Ms Word একটি সহজ ব্যবহার যোগ্য প্রোগ্রাম । এর মাধ্যমে User তাদের প্রয়োজনীয় Reading & Writing Materials খুব সহজে তৈরি এবং প্রিন্ট করতে পারে । উইন্ডোজ সিস্টেমের জন্য তৈরি বিভিন্ন বাংলা ফন্ট ব্যবহার করে বাংলাতে মুদ্রনের কাজ সহজে করা যায় বলে বাংলাদেশে খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে । এর সাহায্যে লেখালেখি ছাড়াও বিভিন্ন রকমের ড্রইং এর কাজও করা যায় 

মাউস পয়েন্টার

উত্তর:- কম্পিউটারের সাথে সংযুক্ত অনেকটা ইঁদুরের মত দেখতে ডিভাইসটির নাম মাউস। কম্পিউটার ওপেন করলেই পর্দার উপর একটি এ্যরো বা তীর চিহ্নিত  দেখা যায়। মাউস নাড়ালে তীর চিহ্ন নড়া চড়া করে। কম্পিউটারের ভাষায় এই এ্যারো বা তীর চিহ্ন কে মাউসের পয়েন্টার বলা হয়। একে ব্যবহার করে কম্পিউটারকে বিভিন্ন কমান্ড করা হয়। মাউসের পয়েন্টার সব সময় এ্যারো চিহ্নের মত দেখায় না কার্যেক্ষেত্রে ইহা বিভিন্ন আকৃতি ধারন করে

ক্লিক করা

উত্তর:- মাউসের বাম অথবা ডান পাশের বোতাম চেপে কমান্ড করাকে ক্লিক করা বলে। একবার চাপলে সিঙ্গেল ক্লিক, দুইবার চাপলে ডবল ক্লিক বলে

ড্রাগ করা

উত্তর:- ড্রাগ করা অর্থ হলো ক্লিক করে মাউসের বোতাম চেপে রেখে উপরে – নীচে, ডানে-বামে বা প্রয়োজন মত স্থানে ছেড়ে দেওযাকে ড্রাগ করা বা মুভ করা বলে