Use this text to share information about your brand with your customers. Describe a product, share announcements, or welcome customers to your store.
কম্পিউটারে
সি পি ইউ প্রসেসিং
এর কাজ করে, তাই
এটিকে প্রসেসিং ইউনিট দিয়ে তৈরি করা হয়।
তাই প্রসেসিং ইউনিট এগুলোকেই সাধারণত Processor Core বা CPU Core বলে। এখানে বলা
যায় Single processing
unit থাকা CPU সাধারণত একটি কাজই করতে
পারে। তাই এ ধরনের
সি পি ইউ CPU গুলোকে
Single core processor বলে।
এ ধরনের পুরানো সি পি ইউ
গুলো ব্যবহার করে Multi functional কাজগুলো করার যেত না।
যে সি পি ইউ
CPU এ Processing
Core বেশি থাকবে, সেটি তত বেশি
শক্তিশালী সি পি ইউ
CPU হবে। এই ধরনের শক্তিশালী
Multi Core CPU গুলোকে বর্তমানে আধুনিক Desktop computer এবং ল্যাপটপগুলোতে laptop ব্যবহার করা
হয়। আধুনিকতার ছোঁয়ায় কম্পিউটারের ব্যাপক উন্নয়নের ফলে বর্তমানে আমরা
Multi Core Processor ব্যবহার
করতে পারছি।
প্রসেসরের
(clock speed) ক্লক স্পীডের দ্বারা বুঝানো হয়,একটি প্রসেসর
ঠিক কত দ্রুত ডেটাকে
প্রেক্রিয়াকরণ করতে পারে তার
সময়কে ক্লক স্পীড বলে।
ক্যাশ
মেমরী
এটি
একটি উচ্চগতি সম্পন্ন মেমোরী। CPU এর প্রসেসিংয়ের গতি
প্রধান মেমোরীর গতি থেকে বেশি
হওয়ায় ডেটা আদান প্রদানের
ক্ষেত্রে স্পিড মিসমেচ হওয়ায় প্রসেসরের কার্যক্ষমতা হ্রাস পায়। এ সমস্যা
দূর করতে প্রসেসর ও
প্রধান মেমরীর মাঝে উচ্চগতি সম্পন্ন
যে মেমরী ব্যবহার করা হয়ে থাকে
তাকে ক্যাশ মেমরী বলে। প্রসেসিং এর
জন্য যেসব নির্দেশ ও
ডেটা বেশি প্রয়োজন হয়
তা ক্যাশ মেমোরীতে রাখলে গড় অ্যাকসেস সময়
কম হওয়ায় কম্পিউটার অতি দ্রুত কাজ
করে।
১. সিঙ্গেল কোর প্রসেসর (Single Core Processor) এই প্রসেসরে 1 টি
কোর বা ইউনিট আছে
২. ডুয়েল কোর প্রসেসর (Dual Core Processor) এই প্রসেসরে 2 টি
কোর বা ইউনিট আছে
৩. কোয়াড কোর প্রসেসর (Quad Core Processor) এই প্রসেসরে 4 টি
কোর বা ইউনিট আছে
৪. হেক্সা কোর প্রসেসর (Hexa Core Processor) এই প্রসেসরে 6 টি
কোর বা ইউনিট আছে
৫. অক্টা কোর প্রসেসর (Octa Core Processor) এই প্রসেসরে 8 টি
কোর বা ইউনিট আছে
৬. ডেকা কোর প্রসেসর (Deca Core Processor) এই প্রসেসরে 10 টি কোর বা ইউনিট আছে
১. সিঙ্গেল কোর প্রসেসর (Single Core Processor)
এই ধরনের প্রসেসর একই সময়ে, শুধুমাত্র
একটি কাজ করতে পারতো। এই
ধরনের প্রসেসর আজকের দিনে নেই বললেই
চলে। এইগুলি ট্র্যাডিশনাল কম্পিউটারে ব্যাবহার করা হত। যেখানে
একটির বেশি কাজ একসাথে
করতে গেলে, কম্পিউটার হ্যাং হয়ে যেত।
২. ডুয়েল কোর প্রসেসর (Dual Core Processor)
এই ধরনের প্রসেসর একই সময়ে, একসাথে
দুটি কাজ করতে পারে। এই
ধরনের প্রসেসরকে আলাদা আলাদা দুটি core এ বিভক্ত করা
থাকে। যাদের local cache এবং controller সিস্টেম আলাদা হয়। যার ফলে
Dual Core Processor, একসাথে
দুটি কাজ খুবই অল্প
সময়ে সম্পন্ন করে।
৩. কোয়াড কোর প্রসেসর (Quad Core Processor)
এই প্রসেসর চারটি Core এ বিভক্ত থাকার
কারণে, চারটি কাজ একই সময়ে
করতে সক্ষম। যদি ৫ নম্বর
কোন কাজের ইনফরমেশন আসে, তখন যে
core টির কাজ সম্পন্ন হয়ে
গেছে, সেটি অটোমেটিক্যালি কাজটি
ধরে নেয়।
Quad-core প্রসেসর
হল এমন এক ধরনের
প্রসেসর যেখানে চারটি ভিন্ন কোর প্রসেসর একত্রিত
করা হয় একটি প্রসেসরে।
এই চারটি করে একে অপরের
থেকে সম্পূর্ণ আলাদা এরা স্বাধীনভাবে নির্দেশাবলী
সম্পাদন এবং প্রক্রিয়া করতে
পারে। একাধিক core এর উপস্থিতি থাকা
মানে একই সময়ে একাধিক
প্রসেস চলার অনুমতি দেয়।
৪. হেক্সা কোর প্রসেসর (Hexa Core Processor)
যে প্রসেসরে ছয়টি আলাদা আলাদা প্রসেসিং ইউনিট রয়েছে । সেই ধরনের Processor গুলো
Hexa core (হেক্সা কোর) প্রসেসর ।
এটি অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে,
Intel i5 এবং Intel i7 এর Processor গুলোতে Hexa Core থাকে।
৫. অক্টা কোর প্রসেসর (Octa Core Processor)
Octa core অর্থাৎ
আটটি প্রসেসর কোর দিয়ে গঠিত
। বর্তমানে এই ধরনের প্রসেসর
গুলি সবথেকে বেশি ব্যবহার করা
হয় স্মার্টফোনে।
৬. ডেকা কোর প্রসেসর (Deca Core Processor)
অন্যান্য যতগুলো প্রসেসর আছে তার মধ্যে সবচেয়ে অধিক ক্ষমতা সম্পন্ন প্রসেসর হলো Deca Core Processor । এই ধরনের প্রসেসরে ১০টি কোর বা ইউনিট আছে ।
প্রসেসর
অনেক গুলো কোম্পানি Manufacturer করে,তবে নিচে
সবথেকে জনপ্রিয় কোম্পানি গুলোর নাম ।
1. Intel (ইন্টেল):- ইন্টেল করপোরেশন হলো একটি আমেরিকান মাল্টিন্যাশনাল Company। কোম্পানি এর হেডকোয়ার্টার্স Santa Clara, California তে অবস্থিত। এই কোম্পানি মূলত প্রসেসর বানানোর জন্যই বিখ্যাত। এছাড়াও Graphics card, Mother board ইত্যাদি কম্পিউটার সমগ্রী জিনিসপত্র বানিয়ে থাকে। ইনটেল কোম্পানি বেশিরভাগ কম্পিউটার প্রসেসর ম্যানুফ্যাকারিং করে।
2. AMD(এমডি):- AMD এর পুরো নাম হলো Advanced micro devices । এটিও আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি। কোম্পানির হেডকোয়ার্টার্স Santa Clara, California তে অবস্থিত। AMD কোম্পানি বেশিরভাগ কম্পিউটার প্রসেসর ম্যানুফ্যাকারিং করে।
3. Qualcomm (কোয়ালকম)
4. Samsung (স্যামসাং)
5. Mediatek (মিডিয়াটেক)
6. IBM (আইবিএম)
7. Huawei(হুয়াওয়ে)
8. Nvidia(এনভিডিয়া)