Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee

Word-Short-Q

Short Question :- A

উত্তর :- কম্পিউটারে তথ্য সাজানোর সময় ডাটাগুলো বিভিন্নভাবে রাখা হয় । অ্যাসেনডিং হলো সেরূপ একটি পদ্ধতি, কোনো তথ্যকে ছোট থেকে বড় ক্রমানুসারে বিভিন্ন তথ্য বা ফাইলগুলোকে সাজানোর প্রক্রিয়াকে অ্যাসেনডিং বলে । যেমন- ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০ ইত্যাদি

উত্তর :- ৮.২৭” x ১১.৬৯”

Short Question :- B

উত্তর :- বিজয় - Bijoy

Short Question :- C

উত্তর :- কার্সর একটি আলোক রেখা । এ রেখা দিয়ে মনিটরের পর্দায় কাজের স্থান নির্দিষ্ট করা হয়

উত্তর :- Copy paste করলে একই লেখা একাধিক বার হয়, Cut paste করলে এক স্থানের লেখা অন্যত্র চলে আসে

উত্তর :- Alt+I,B,C,Enter -Alt বোতাম চাপ দিয়ে রেখে I,B,C,Enter চাপতে হবে

উত্তর :- Insert menu

Short Question :- D

উত্তর :- কম্পিউটারে তথ্য সাজানোর সময় ডাটাগুলো বিভিন্নভাবে রাখা হয় । Descending হলো সেরূপ একটি পদ্ধতি, কোনো তথ্যকে বড় থেকে ছোট ক্রমানুসারে বিভিন্ন তথ্য বা ফাইলগুলোকে সাজানোর প্রক্রিয়াকে Descending বলে । যেমন- 10 ,9 ,8 ,7 ,6 ,5 ,4 ,3 ,2 ,1 ইত্যাদি

উত্তর :- বিভিন্ন অপারেটিং সিস্টেম এবং এপ্লিকেশন প্রোগ্রামসমূহে যেসব ফাইল তৈরি করা হয় বা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় সেগুলোকে ডকুমেন্ট বলা হয় । ডকুমেন্টে লিখিত টেক্সটসমূহ ফাইল হিসেবে সংরক্ষণ করা হয়

উত্তর :- My Document: ডিফল্ট সেটিং হিসেবে এই আইকনটি স্ক্রিনের My Computer এর নিচেই অবস্থান করে। এর মধ্যে আমরা যে সব Document জনিত কার্যাবলী সম্পাদন করি তা এসে সংরক্ষন হয় । My Document-এ ডাবল-ক্লিক করে ফোল্ডারটি ওপেন করা যায়, সেখান থেকে এ সকল ডকুমেন্টসমূহ ব্যবহার করা যায়

উত্তর :- মনিটরের ব্যাকগ্রাউন্ড এরিয়াই হলো Dasktop স্ক্রিন । কম্পিউটারের ওপেনিং স্ক্রিনকে ডেস্কটপ বা উইন্ডোজ স্ক্রিন বলা হয় । কম্পিউটার On করার পর মনিটরের পর্দায় প্রথমে যে স্ক্রিনটি দেখা যায় সেই স্ক্রিনটিই হলো উইন্ডোজ বা ডেস্কটপ স্ক্রিন

উত্তর :- ডকুমেন্ট - Document

উত্তর :- সেভ - Save

উত্তর :- File/Office Button - New – Create/Blank Document

উত্তর :- Home menu - Find ( Ctrl + F )

উত্তর :- Ctrl+B

উত্তর :- Ctrl+X - Ctrl+V

উত্তর :- ডকুমেন্টের ক্ষেত্রে কার্সর চলে আসে প্রথমে

উত্তর :- ডকুমেন্টের ক্ষেত্রে কার্সর চলে আসে শেষে

উত্তর :- Shift+Arrow key এবং Ctrl+B

উত্তর :- Ctrl+N আথবা File/Office Button - New – Cteate/Blank Document

Short Question :- E

উত্তর :- Review menu থেকে - Thesaurus - Task pane Options এর মধ্যে দেখা যাবে

উত্তর :- বিভিন্ন ধরনের গানিতিক সমীকরণ বা Equation চিহ্ন ব্যবহারের জন্য ব্যবহৃত হয়

Short Question :- F

উত্তর :- কম্পিউটারে হার্ডডিস্কে বিভিন্ন প্রোগ্রাম সংরক্ষিত থাকে । সংরক্ষিত প্রোগ্রাম চালিয়ে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ডকুমেন্ট তৈরি করা হয় । এ সমস্ত ডকুমেন্টগুলো পরবর্তীতে ব্যবহার করার জন্য কোন নাম দিয়ে ডিস্কে সংরক্ষিত করা হয় । ডিস্কে সংরক্ষিত বিভিন্ন নামের ডকুমেন্টগুলোকে এক একটিকে ফাইল বলা হয়

উত্তর :- ফোল্ডার প্রকৃতপক্ষে একটি আইকন,যার ভিতরে থাকে বিভিন্ন ধরনের ফাইল । তাছাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, একে সাব ফোল্ডার বলে

উত্তর :- ডেক্সটপ স্কিনের ফাঁকা জায়গায় মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে -New এর অধীনে Folder ক্লিক করতে হবে - যে কোন নাম টাইপ করে এন্টার চাপলে একটি ফোল্ডর তৈরি হয়ে যাবে

উত্তর :- ফোল্ডারের উপরে মাউসের Right button click - Rename - প্রয়োজনীয় নাম লিখে - Enter

উত্তর :- Folder এর উপর Mouse পয়েন্টার রেখে Right Button Click - Open অথবা Double Click করে । তারপর Ctrl key চেপে যে যে ফাইল নির্বাচন করার প্রয়োজন সেই ফাইলের উপর মাউস দিয়ে ক্লিক করে করে নির্দিষ্ট ফাইলগুলো নির্বাচন করা যায়

উত্তর :- ফন্ট হলো কোনো ভাষা লেখার জন্য সাংকেতিক চিহ্নগুলোর লিপিমালা বা স্টাইল । আকৃতি ও বৈশিষ্ট্যের ভিন্নতা বা সামঞ্জস্যপূর্ণতার ভিত্তিতে ভিন্ন ভিন্ন লিপিমালা বা ফন্ট ভিন্ন ভিন্ন নামে পরিচিত হয় । বিভিন্ন ধরনের ফন্ট যেমন-ইংরেজি-এর জন্য অ্যারিয়াল, বুকম্যান, জেনেভা বাংলার জন্য-সুলেখা, বিজয়, প্রবর্তন লিপি, আনন্দ ইত্যাদি

উত্তর :- Ctrl+Alt+B

উত্তর :- প্রতিটি পৃষ্ঠার মার্জিনের নিচের অংশ

উত্তর :- পৃষ্ঠার নিচে টীকা লিখা

উত্তর :- Ctrl+S

Short Question :- H

উত্তর :- প্রতিটি পৃষ্ঠার মার্জিনের উপরের অংশ

উত্তর :- Insert menu

Short Question :- I

উত্তর :- আইকন শব্দের অর্থ হচ্ছে প্রতিক বা চিত্র । উইন্ডোজ চালু হওয়ার পরে স্ক্রিনে বিভিন্ন ধরনের আইকন প্রদর্শিতহয় । কোন আইকনে ডাবল-ক্লিক করে তা ওপেন করা যায় । উইন্ডোজ চালু হওয়ার পরে ডেস্কটপে সাধারণত আইকনসমূহের মধ্যে My Computer, My Documents, Recycle Bin, Connect to Internet, Internet Explorer, Microsoft Outlook ইত্যাদি আইকনগুলো থাকে । [ কোনো কাজের চিত্রভিত্তিক উপস্থাপনাকে আইকন বলে ]

Short Question :- K

উত্তর :- কী-বোর্ড একটি ইনপুট ডিভাইস । কী-বোর্ড দ্বারা কম্পিউটারে ডেটা ইনপুট করা হয় এবং একই সাথে নির্দেশনাও দেয়া যায় । কীবোর্ড কম্পিউটার সিস্টেমের একটি অন্যতম অপরিহার্য ইনপুট ডিভাইস । এটি কম্পিউটারে ডাটা ও নির্দেশ প্রদানের জন্য একটি সাধারন ডিভাইস । কীবোর্ড দেখতে অনেকটা সাধারন টাইপ রাইটার যন্ত্রের কীবোর্ডের মত । তবে এর কী সংখ্যা টাইপ রাইটারের চেয়ে অনেক বেশী এবং কর্যনীতি সম্পূর্ণ ভিন্ন

উত্তর :- ডকুমেন্ট সম্পাদিত তথ্যকে সুন্দরভাবে সাজানোর জন্য কী-বোর্ডের যেসব কী ব্যবহৃত হয়ে থাকে সে সকল কী কে ফরম্যাট কী হিসেবে অভিহিত করা হয় । বিভিন্ন প্যাকেজে ফরম্যাট কী বিভিন্ন হতে পারে

উত্তর :- প্রক্রিয়াকরণ অংশের সম্মুখভাগে অবস্থিত বোতামটি তালা আকৃতির । চাবির সাহায্যে এতে কাজ করতে হয় । চাবি দিয়ে বন্ধ করে রাখলে প্রক্রিয়াকরণ অংশের সাথে কী-বোর্ড বা অন্য যে কোনো ইনপুট ডিভাইস এর কোনো সম্পর্ক থাকে না । ফলে কম্পিউটার কাজ করে না

Short Question :- L

উত্তর :- ৮.৫” x ১১”

উত্তর :- ৮.৫” x ১৪”

Short Question :- M

উত্তর :- মাই কম্পিউটার একটি ডেস্কটপ আইকন । My Computer: এর মধ্যে কম্পিউটারের সকল ড্রাইভ, ফোল্ডার, কন্টোল প্যানেল ও অন্যান্য আনুষঙ্গিক হার্ডওয়্যারের তথ্যসমূহ সংরক্ষিত থাকে । হার্ডওয়্যার বা সফটওয়ার Access করার জন্যও My Computer ব্যবহার করা হয়

উত্তর :- মাউস একটি ইনপুট ডিভাইস । মাউসের সাহায্যে ক্লিক করে কোন প্রোগ্রাম রান করানো যায় । মাউসের ডানে ও বামে মোট দুইটি বাটন থাকে । মাউসের বাম বাটনকে Action বাটন বলা হয়

উত্তর :- একাধিক সেল একত্রিত করা

উত্তর :- একটি চিঠি বা বিজ্ঞতি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পৃর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে

উত্তর :- Mailings menu মেনুর অধীনে

উত্তর :- ১. এক কাজ বারবার করার প্রয়োজন হয় না ২. কম সময়ে অনেক বেশি কাজ সম্পন্ন করা যায় ৩. নির্ভুলভাবে কাজ সম্পাদান করা যায়

উত্তর :- একটি কমান্ডের সমষ্টিকে Macro বলে

উত্তর :- মাইক্রোসফ্ট ওয়ার্ডকে সংক্ষেপে এমএস ওয়ার্ড -MS Word বলে । এটি যুক্তরাস্ট্রের মাইক্রোসফ্ট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রামের অন্তর্গত একটি স্বয়ংসম্পূর্ণ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম । এটি ব্যবহার করে খুব সহজেই ডকুমেন্ট তৈরিকরণ, সংরক্ষণ, বানান ও ব্যাকরণ জনিত ভূল সংশোধন, লেখা ছোট-বড় করা, বিভিন্ন ফন্ট আঙ্গিকে লিখন, চিত্র অঙ্কন, প্রভৃতি কাজ করা যায়

Short Question :- O

উত্তর :- New, Open, Save, Save As, Print

Short Question :- P

উত্তর :- Page Layout menu - Margins, Paper Size - Ok

উত্তর :- Password হচ্ছে এক প্রকার আক্ষরিক সংকেত । ডকুমেন্টের গোপনীয়তা রক্ষার জন্য কিংবা কেউ যেন ওপেন করতে না পারে সেজন্য পাসওয়ার্ড দিয়ে সেভ করা যায় । পাসওয়ার্ড প্রদত্ব ফাইল ওপেন করতে হলে অবশ্যই পাসওয়ার্ড জানতে হবে

উত্তর :- Ctrl+P

উত্তর :- কম্পিউটার ব্যবহারকারীদের প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদনের নিমিত্তে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক তৈরি ও বাজারজাতকৃত সফ্টওয়্যারসমূহ প্যাকেজ হিসেবে পরিচিত । প্যাকেজ সফ্টওয়্যারসমূহ সাধারণত কতগুলা কমান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে । ফলে ব্যবহারকারীগণ সংযোজিত কমান্ডসমূহের বাইরে কোনো কমান্ড প্রয়োগ করতে পারে না

উত্তর :- Page Layout menu

উত্তর :- Page Layout menu থেকে Margin - Left, Right, Top, Buttom Option প্রয়োজনীয় মার্জিন সিলেক্ট করতে হবে

উত্তর :-

উত্তর :- View Menu

উত্তর :- Portable Document File

Short Question :- Q

উত্তর :- বিভিন্ন ধরনের তথ্য সম্বলিত লেখা কাগজে ছাপানোর পূর্বে এগুলো ছাপানোর উপযোগী করার নিমিত্তে ব্যবহৃত এক ধরনের ডেস্কটপ পাবলিশিং প্যাকেজ

Short Question :- R

উত্তর :- Recycle Bin হচ্ছে উইন্ডোজ এর একটি স্থায়ী অবজেক্ট । কোন ফাইল, ফোল্ডার, বা অন্য কোন আইটেম মছে ফেলা হলে তা Recycle Bin এ জমা থাকে । Recycle Bin থেকে আবার সে ফাইলগুলো স্থায়ী ভাবে মুছে ফেলা যায় কিংবা আগের ডাইরেকটরিতে ফিরিয়ে আনা যায়

উত্তর :-

উত্তর :- Ctrl+Y

উত্তর :- Recycle Bin আইকনটি অপেন করতে হবে - ফাইল সিলেক্ট - মাউসের Right button click - Restore

Short Question :- S

উত্তর :- কোনো কোনো মেনুর অভ্যন্তরে সাধারণত এক বা একাধিক মেনু থাকতে পারে । এরূপ মধ্যবর্তী মেনুসমূহকে সাব মেনু বলা হয় । কোনো মেনুতে ক্লিক করলে তার সব মেনুসমূহ দেখা যায়

উত্তর :- Windows Taskbar এর বাম দিকে ‘‘START’’ লেখা একটি বাটন পাবেন। এর দ্বারা Operating System এর যেকোন কার্য সম্পাদন করা যায়। কম্পিউটারে ইনস্টল করা প্রোগ্রামও এর দ্বারা চালু করা যায়। Start Button থেকে কোন প্রোগ্রাম ওপেন করা, কম্পিউটার বন্ধ করা, বিভিন্ন প্রকার কনফিগারেশন করাসহ উইন্ডোজ প্রোগ্রামের বিভিন্ন কার্যাবলী সম্পাদান করা যায়

উত্তর :- Spelling & Grammar

উত্তর :- সেলকে বিভক্তি করা

উত্তর :- কোন লেখাকে লাইনের একটু নিচে লিখার জন্য । এটি গাণিতিক সূত্র/সমীকরণ ইত্যাদি লেখার জন্য ব্যবহৃত হয়। যেমন: H2O

উত্তর :- কোন লেখাকে লাইনের একটু উপরে লিখার জন্য । এটি গাণিতিক সূত্র/সমীকরণ ইত্যাদি লেখার জন্য ব্যবহৃত হয়। যেমন: 1st , 2nd , 3rd

Short Question :- T

উত্তর :- টেক্সটের প্রতিটি পূর্ণ লাইনের ডান ও বাম দিক সমান থাকবে

উত্তর :- টেক্সটের প্রতিটি পূর্ণ লাইন মাঝ বরাবর থাকবে

উত্তর :- Ctrl+]

উত্তর :- Ctrl+[

উত্তর :- Windows স্ক্রিনের নিচের দিকে অনুভুমিকভাবে (Horizontally) বিদ্যমান Bar টির নাম Windows Task Bar. ইহা অনেকের কাছে আবার স্টাটাস বার হিসেবেও পরিচিত। এর সবার ডান দিকে থকে টাস্ক আইকন। কম্পিউটার চালু হবার সময়েই এগুলো লোড হয়। এর সাথে কম্পিউটারের ঘড়িও অবস্থান করে। এর দ্বারা বর্তমান সময় জনা যায়। টাস্ক বারে উইন্ডো আইকনগুলো ছোট আকারে থাকে । এখান থেকে যে কোন আইকনে ক্লিক করে সংশ্লিষ্ট প্রোগ্রামটিতে যাওয়া যায়

উত্তর :- ৫ ধরনের সেটিং থাকে

উত্তর :- লেখার জন্য বক্স অংকন করা

উত্তর :- Insert menu

উত্তর :- কম্পিউটারের কার্সরকে দ্রুত স্থানান্তরের জন্য উক্ত কী-টি ব্যবহৃত হয় । কোনো কোনো প্যাকেজে রয়েছে যেখানে কমান্ড মেনুর এক কমান্ড থেকে অন্য কমান্ডে কার্সার স্থানান্তর করার জন্য ট্যাব কী-টির প্রয়োজন হয়

Short Question :- U

উত্তর :- Ctrl+Z

Short Question :- W

উত্তর :- উইন্ডোজ-একটি গ্রফিকেল ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম । এই অপারেটিং সিস্টেমে চিত্রের Icon এর উপর ক্লিক করে কাজ করা যায়

উত্তর :- উইন্ডোজ শব্দের অর্থ হল জানালা । Window থেকেই Windows. ঘরের জানালা খুললে যেমন ঘর থেকে অনেক কিছুই দেখা যায় । তেমনি উইন্ডোজ খুললে অনেক প্রোগ্রাম আইকন দেখা যায় । এজন্য এর নামকরণ হয়েছে Windows

উত্তর :- উইন্ডো একটি আয়তক্ষেত্র যা স্ক্রীনের উপরে থেকে তথ্য প্রদর্শন করে

উত্তর :-কোনো ডকুমেন্টে তথ্যসমূহ টাইপ করার সময় লাইনের শেষে বড় কোনো শব্দ টাইপ করার ক্ষেত্রে তা ঐ লাইনে সংকুলান না হলে স্বয়ংক্রীয়ভাবে পরবর্তী লাইনে চলে আসার প্রক্রিয়াটি হলো Word Wrap

উত্তর :- মার্কিন যুক্তরাস্ট্রের ওয়ার্ড পারফেক্ট কোম্পানি কর্তৃক আবিষ্কৃত এটি একটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম

উত্তর :- বিভিন্ন ধরনের চিঠিপত্র তৈরি সম্পাদনা এবং ছাপার কাজ করার জন্য এ ধরনের সফটওয়ারসমূহ ব্যবহৃত হয়ে থাকে । ওয়ার্ড পারফেক্ট, মাইক্রোসফ্ট ওয়ার্ড, ওয়র্ডস্টার ইত্যাদি সফটওয়ারসমূহ ওয়ার্ড প্রসেসর প্যাকেজের অন্তর্ভুক্ত

উত্তর :- MS Word , Word Perfect , Word Star , Word Pad , Not Pad , Mac Write , PFS Write , Display Writer , Latex , Lotus Wordpro ইত্যাদি Word Processing Software