Text Group
Text_Box
টেক্সট বক্স হচ্ছে বর্গাকার বা আয়তাকার কোন ফ্রেম যার মধ্যে কোন টেক্সট লেখা যায় বা কোন অবজেক্ট বসানো যায় । টেক্সট বক্সকে ড্রাগ করে স্ক্রিনের যেকোন স্থানে কিংবা কোন গ্রাফিক্স বা কোন টেক্সটের মধ্যে বসানো যায় ।
Text Box: একটি অতি প্রয়োজনীয় টুলস। ডকুমেন্টের যেকোন স্থানে কিছু লেখা বক্স আকারে দেয়ার জন্য এটি ব্যবহৃত হয়্ এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি যেকোন স্থানে নড়াচড়া করানো যায়। এখন মাউসএর বাম বাটন চেপে টেক্সট বক্স অংকন করি। সবশেষে টেক্সট বক্সে ক্লিক করে প্রয়োজনীয় টেক্সট লিখি। টেক্সট বক্সের বিভিন্ন কর্ণারে মাউস ক্লিক করে চেপে রেখে বিভিন্ন স্থানে স্থানান্তর করা যায়।
Quick Parts - প্রযোজনীয় লেখা Quick Parts Gallery এর মধ্যে Save করে রাখা
Word_Art
Word Art: হচ্ছে বিভিন্ন ষ্টাইলের লেখ। যে ষ্টাইলটি পছন্দ হবে তার উপর ক্লিক করে ok করি। এবার আপনার পছন্দের শব্দ/ লাইন লিখুন। তারপর Ok ক্লিক করুন।
Signature line - signature line এর ফরমেট গঠন করার জন্য । Signature ব্যাক্তির নাম, Signature ব্যাক্তির টাইটে লিখে Ok
Drop_Cap
Drop cap : ড্রপ ক্যাপ হচ্ছে একটি প্যারাগ্রাফের শুরুর অক্ষরটিকে একটু বড় করে লেখার কৌশল। এটি সাধারণতঃ ম্যাগাজিন/পত্রিকাগুলিতে করা হয়ে থাকে এজন্য যে প্যারাগ্রাফে ড্রপ ক্যাপ করতে চান তার অভ্যন্তরে কোন এক জায়গায় কার্সর রাখুন।
Date and Time
Document এ Date and Time Add করার জন্য এ অপশনটি ব্যবহৃত হয়
আজকের তারিখ
দেখা
Alt +
Shift + D
বর্তমান
সময় দেখা
Alt +
Shift + T
Object
Microsoft Equation
বিভিন্ন ধরনের গানিতিক সমীকরণ বা Equation লেখার জন্য এই অপশনটি
Text from File - অন্য কোন Word Document File এর Data আনার জন্য