Header & Footer Group
Header
Header and Footer: কোন পেজের উপরের মার্জিনের ফাঁকা জায়গাকে হেডার এবং নিচের মার্জিনের ফাঁকা জায়গাকে ফুটার বলা হয়। সাধারণতঃ হেডার-ফুটার অংশে বইয়ের নাম/চ্যাপ্টার হেডিং, পাতার সংখ্যা, ফাইল পাথ ইত্যাদি লেখা হয় যেগুলি প্রত্যেকটি পাতায় স্বয়ংক্রিয়ভাবে দেখা যায়।
Footer
Header and Footer: কোন পেজের উপরের মার্জিনের ফাঁকা জায়গাকে হেডার এবং নিচের মার্জিনের ফাঁকা জায়গাকে ফুটার বলা হয়। সাধারণতঃ হেডার-ফুটার অংশে বইয়ের নাম/চ্যাপ্টার হেডিং, পাতার সংখ্যা, ফাইল পাথ ইত্যাদি লেখা হয় যেগুলি প্রত্যেকটি পাতায় স্বয়ংক্রিয়ভাবে দেখা যায়।
Page_Number
Document এ বিভিন্ন পেজগুলোতে স্বয়ংক্রিয়ভাবে পৃষ্ঠা Number দেওয়ার জন্য Page Number অপশনটি ব্যবহৃত হয়
নির্দিষ্ট
Page থেকে Page Number শুরু করা
যে Page থেকে
Page Number শুরু হবে তার আগের Page এ কার্সর রাখতে হবে – Layout menu – Breaks –
Next page – তার পর Page number Set –