Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee

Word-Home-Editing

Index...Editing Group

Find

Replace

Select All

Select Objects

Select Text with similar Formatting

Selection Pane

Editing Group


Find (কী-বোর্ড শর্ট কাট কী Ctrl + F)

ডকুমেন্টের মধ্যে কোন লেখা খুজার জন্য । Find এ ক্লিক করতে হবে। তারপর একটি উইন্ডো আসবে। Find What বক্সে আপনি যা খুজতে চাইছেন তা লিখে Find Next এ ক্লিক করতে হবে। আপনার কাংখিত শব্দটি যদি ডকুমেন্টে থাকে তাহলে সেটি হাইলাইট/ব্লক করে দেখাবে। আপনি যদি আরও খুজতে চান তাহলে একইভাবে Find What এ লিখে Find Next এ ক্লিক করুন।

Replace (কী-বোর্ড শর্ট কাট কী Ctrl + H)

ডকুমেন্টের একাধিক জায়গায় অবস্থিত কোন শব্দকে অন্য কোন শব্দ দ্বারা প্রতিস্থাপন করার জন্য । ধরুন কোন ডকুমেন্টে ১০০+ জায়গায় Goodinsee লেখা আছে। এখন আপনি এর সবগুলোকে পরিবর্ত করে itsonic লিখতে চাইছেন। Replace এ ক্লিক করতে হবে। এরপর এখানে Find What বক্সে যেটি পরিবর্তন করবেন সেটি লিখতে হবে এবং Replace With বক্সে পরিবর্তন হয়ে যা হবে তা লিখতে হবে। তারপর Replace এ ক্লিক করলে একটি শব্দ পরিবর্তন হবে। Replace All এ ক্লিক করলে ডকুমেন্টের সব শব্দগুলো পরিবর্তন হয়ে যাবে।

Select All (কী-বোর্ড শর্ট কাট কী Ctrl + A)

ডকুমেন্টের সবগুলো লেখা এক সাথে সিলেক্ট বা ব্লক করার জন্য 

Select Objects

ডকুমেন্টের এর ভিতরে যদি এক সাথে Text এবং Objects অথবা কোন ধরনের ছবি থাকে সেখান থেকে Text বাদে শুধু মাত্র Objects এবং ছবি Select করার জন্য ।

Select Text with similar Formatting

Formatting একই ধরনের text এর স্টাইল বা Color সিলেক্ট করার জন্য এই Option টি ব্যবহৃত হয় 

Selection Pane - ওয়ার্ড ডকুমেন্টে একাধিক অবজেক্ট থাকলে তা প্যান এর মাধ্যমে সহজে সিলেক্ট করার জন্য এ কমান্ড ব্যবহার করা হয়ে থাকে।



Ms Word Document এর মাঝে অতিরিক্ত Space থাকলে তা রিমুভ করা
Replace >Special >Paragraph Mark >Find what এর খরে ^p চিহ্ন আসবে p টা বাত দিয়ে ছোট হাতের w >Replace with এর খরে 1টি Space > Replace All