Clipboard Group
Undo (কী-বোর্ড শর্ট কাট কী Ctrl + Z)
উত্তর:- পূর্বের অবস্থায় ফেরত আনা , লেখা মুছে ফেলা, লেখা পেস্ট করা , লেখা Cut করা ইত্যাদি করার পর যদি মনে হয় যে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া দরকার, তখন Undo কমান্ড ব্যবহার করতে হবে
Redo (কী-বোর্ড শর্ট কাট কী Ctrl + Y)
উত্তর:- ফেরত আনা লেখা আবার পূনরায় বাতিল করা অনেক সময় Undo করার পরে মনে হতে পারে যে Undo করা ঠিক হয়নি ,Undo করার আগে যেঅবস্থায় ছিল তা সঠিক ছিল । তখন Redo কমান্ড প্রয়োগ করা হয় ।মূলত Redo কমান্ড নিস্ক্রিয় অবস্থায় থাকে । Undo করার পরেই তা সক্রিয় হয়
Cut & Paste (কী-বোর্ড শর্ট কাট কী Ctrl + X & Ctrl + V)
উত্তর:- লেখার যে কোন অংশ কেটে অন্য জায়গায় বসানোই হচ্ছে Cut
মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট –এর লেখা একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাওয়ার জন্য টি ব্যবহার হয়। এটি দুই ধাপে কাজ করে থাকে। প্রথম ধাপে আপনি যেই লেখা একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাবেন সেই অংশটুকুকে প্রথমে ব্লক/সিলেক্ট করে নিন। তারপর Cut এ ক্লিক করুন। তাহলে লেখাটি ওখান থেকে কেটে গিয়ে মেমোরিতে জমা হবে। এরপর ডকুমেন্ট এর যে জায়গায় কাট করা লেখাটা নিতে চান সেখানে কার্সর রাখুন। তারপর Paste এ ক্লিক করুন। তাহলে লেখাটি ডকুমেন্ট এর কার্সর স্থানে চলে আসবে।
Copy & Paste (কী-বোর্ড শর্ট কাট কী Ctrl + C & Ctrl + V)
উত্তর:- নকল করা অনুলিপি করা বা একাদিক করা । কপি করা অর্থ হচ্ছে কোন একই জাতীয় তথ্যাবলি বার বার না লিখে কমান্ডের মাধ্যমে পুনঃ লিখন করা । এ জন্য Copy বা Paste কমান্ড দুটি ব্যবহার করতে হয় । Copy কমান্ড প্রয়োগ করলে নির্বাচিত তথ্যাবলি ক্লিপ-বোর্ডে জমা হয় এবং Paste কমান্ড দিয়ে স্ক্রিনের প্রয়োজনীয় স্থানে ফিরিয়ে আনা হয় ।
মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট –এর লেখা একস্থান থেকে অন্যস্থানে নিবেন কিন্তু লেখাটি দুই জায়গাই থেকে যাবে এমনটি করতে হলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এক্ষেত্রে পদ্ধতিটি আগের মতই। শুধুমাত্র Cut এর স্থলে Copy করতে হবে। তাহলে লেখাটি পূর্বের স্থানেও থাকবে এবং বর্তমান স্থানেও চলে আসবে।
Paste (কী-বোর্ড শর্ট কাট কী Ctrl + V)
উত্তর:- Paste হচ্ছে স্থাপন করা বা জোরা লাগানো । লেখার যে কোন অংশ কেটে বা copy করে অন্য জায়গায় বসানোই হচ্ছে Paste. কোন তথ্যাবলি Cut বা Copy করা হলে তা স্ক্রিনে ফিরিয়ে আনার জন্য Paste টুল ব্যবহার করা হয় ।
Format painter(কী-বোর্ড শর্ট কাট কী Ctrl + Shift+C, Ctrl + Shift+V )
উত্তর:- কোন লেখার স্টাইল বা ফরমেট কপি করে অন্য লেখার উপর প্রয়োগ করার জন্য এ টুলটি ব্যবহার করা হয় । নির্বাচিত তথ্যাবলি থেকে ফরমেট কপি করে অন্য তথ্যাবলির উপর প্রয়োগ করার জন্য এ টুলটি ব্যবহার করা হয়
Internet থেকে
কোন Contain Copy করা
Internet থেকে
Contain Copy – Paste করার পর – Keep text only