Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee

Software-Short-Q

Short Question :- A

উত্তর :- ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্রোগ্রম বা এপ্লিকেশন সফটওয়্যার বলা হয়

Short Question :- B

উত্তর :- বায়োস-এর পূর্ণ অর্থ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম-Basic Input Output System. বায়োস মূলত বিভিন্ন চিপে সংরক্ষিত একটি সফটওয়্যার, যা কম্পিউটারের পাওয়ার অন করার সাথে সাথে সিস্টেমের সব হার্ডওয়্যারকে ডিটেক্ট করে । কম্পিউটার বুট হওয়ার সময় ফ্লপি ডিস্ক, হার্ডডিস্ক বা সিডি ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম লোড করার মতো জরুরি প্রাথমিক কাজগুলো করে এই বায়োস

উত্তর :- BIOS কম্পিউটারের ROM-এ সংরক্ষিত থাকে । কম্পিউটার চালু করলে সর্বপ্রথম BIOS সচল হয় । BIOS কম্পিউটার Start এবং Boot করতে ব্যবহৃত হয়

উত্তর :- অনেক সময় নতুন তৈরি করা কোনো সফটওয়্যার বাজারজাত করার পূর্বে উক্ত সফটওয়্যারটি কিছু ব্যবহারকারীর মধ্যে বিতরণ করে তাদের পরামর্শ ও মতামত যাচাই করা হয় । পরীক্ষা নিরীক্ষার জন্য বিতরণকৃত সফটওয়্যার সমূহকে বিটা সফটওয়্যার বলা হয়

উত্তর :- কোন ইলেকট্রনিক সিগন্যালকে বাইনারী ডিজিট 0 এবং 1 এ প্রকাশ করা হলো বিট

উত্তর :- ৮টি বিটের সমষ্টিকে বাইট বলে

উত্তর :- ১০ লাখ বাইট

উত্তর :- Batch অর্থাৎ এক দল বা বহু । কম্পিউটারের কিছু কিছু কার্যাবলী রয়েছে যেগুলো বার বার ব্যবহার করার প্রয়োজন হয় । সাধারণভাবে যা ব্যবহারে অত্যন্ত সময় সাপেক্ষ । প্রয়োগকৃত উক্ত কমান্ডসমূহকে একটি ফইলে আবদ্ধ রেখে প্রয়োজনে কেবল উক্ত ফাইলের নামটি প্রয়োগ করা হলে নির্দেশিত সকল কমান্ড কার্যকর হয় । কম্পিউটারের উক্ত ফাইলকে ব্যাচ ফাইল বলে

উত্তর :- ব্যাকআপ প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের কোনো ফাইল , ফোল্ডার বা কোনো প্রোগ্রাম কপি করে সংরক্ষণ করা হয়

উত্তর :- কম্পিউটার চালু করা বা পুনঃচালু করার প্রক্রিয়াকে Boot করা বলে

Short Question :- C

উত্তর :- উইন্ডোজ পরিবেশে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদনকারী মাধ্যমটির নাম হলো কন্ট্রোল প্যানেল । কন্ট্রোল প্যানেলের সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ, নতুন হার্ডওয়্যার সংযোজন, বিভিন্ন প্রোগ্রাম সংযোজন বা মুছে ফেলা কী-বোর্ড, মাউস, মনিটর, মডেম, মাল্টিমিডিয়া, নেটওয়ার্ক, প্রিন্টার ইত্যাদি সব ডিভাইস নিয়ন্ত্রণে কন্ট্রোল প্যানেল ব্যবহৃত হয়ে থাকে

উত্তর :- ২৬ এপ্রিল , ১৯৯৯

Short Question :- D

উত্তর :- ডস-এর পূর্ণ অর্থ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম -Disk Operating System । এই অপারেটিং সিস্টেম কি-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়

উত্তর :- উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্বলিত কোনো কম্পিউটার চালু করলে স্হির অবস্হায় মনিটরের স্ক্রিনে যে উইন্ডোজ বিরাজ করে তাকে ডেস্কটপ বলা হয় ।ডেস্কটপে বিভিন্ন আইকন এবং ফোল্ডার থাকে

উত্তর :- ডাটাবেস সফটওয়্যার সাধারণত বিভিন্ন ডাটা বা উপাত্তের ব্যবস্হাপনা ও প্রক্রিয়াকরণে ব্যবহত হয় ।এ ধরনের সফটওয়্যারের সাহায্যে অনুক্রমিত তথ্যসমুহ খুব সহজে প্রক্রিয়াকরণ করা যায় । যেমন -ডিবেস,ফক্সপ্রো, এক্সেস, ওয়াকল, ভিজ্যুয়াল বেসিক ইত্যাদি হলো ডাটাবেস সফটওয়্যার ।এই সফটওয়্যারের সাহায্যে ডাটা বা উপাত্তসমূহের কাজ খুব সহজে ও সূচারুরূপে সম্পাদন করা যায়

উত্তর :- ব্যগ-Bug

উত্তর :- কম্পিউটার পরিচালনায় অনেক সময় উদ্ভুত সমস্যার কারণে সংরক্ষিত উপাত্তসমূহ নষ্ট হয়ে যেতে পারে । ব্যবহারকারী কর্তৃক উক্ত ত্রুটিপূর্ণ উপাত্তসমূহ সংশোধন করার প্রক্রিয়া হলো ডাটা ইনটিগ্রিটি

উত্তর :- কম্পিউটার জগৎ

উত্তর :- এটি ডিস্কের ফাইলগুলো পুনর্বিন্যস্ত করতে ব্যবহৃত হয় এবং ডিস্কের গতি বৃদ্ধি করে

Short Question :- E

Short Question :- F

উত্তর :- রমে স্থায়ীভাবে সঞ্চিত সব প্রোগ্রাম, তথ্য ও নির্দেশকে একসঙ্গে ফার্মওয়্যার বলে । কম্পিউটারের মেমোরিতে যে সকল প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে তাদেরকে ফার্মওয়্যার বলে । Firmware-এর কোন পরিবর্তন করা যায় না

উত্তর :- ফার্মওয়্যার হলো এক ধরনের সফটওয়্যার । হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাঝামাঝি অবস্থান বলে একে ফার্মওয়্যার বলে । এ প্রোগ্রামগুলো স্থায়ীভাবে মেমোরিতে সংরক্ষিত থাকে । কম্পিউটার অন, অফ, স্টার্ট, রিস্টার্ট, ইনপুট এবং আউটপুটের যে কার্যধারা তা ফার্মওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয়

উত্তর :-এফডিস্ক হলো এক ধরনের ডস কমান্ড । যেমন- কোনো হার্ডডিস্ক ব্যবহার করার জন্য হার্ডডিস্কে কোনো অপারেটিং সিস্টেম বা ডস স্থাপন করতে হয় । অপারেটিং সিস্টেম স্থাপনার পূর্বে উক্ত কমান্ড দ্বারা হার্ডডিস্কের Configuration ঠিক করে নিতে হয় । অর্থাৎ নতুন স্থাপিত যে কোনো হার্ডডিস্কে কমান্ডটি প্রয়োগ করে পার্টিশন করে নিতে হয় । কমান্ডটি প্রয়োগ করলে মেনু সম্বলিত একটি স্ক্রীন প্রদর্শিত হয় । সেখান থেকে প্রয়োজনীয় অপশন নির্বাচন করা যায়

উত্তর :- FAT-এর পূর্ণ অর্থ হচ্ছে ফাইল এলোকেশন টেবিল-File Allocation Table. ডিস্কের সামগ্রিক অবস্থা সম্পর্কে যাবতীয় তথ্য এ অংশেই সংরক্ষিত থাকে । এক কথায় ডিস্কের ইনডেস্ক হিসেবেও এটিকে আখ্যায়িত করা যায় । ডসের পূর্ববর্তী ভার্সনে FAT অংশে মেমোরির পরিমাণ ১৬ বিট পর্যন্ত সীমাবদ্ধ ছিল । বর্তমান সময়ে ডস পার্টিশনের FAT অংশে মেমোরির পরিমাণ ৩২ মেগাবাইট

Short Question :- G

উত্তর :- কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় ইনফরমেশনকে বলে Gibberish

উত্তর :- GUI এর পূর্ণরূপ হচ্ছে Graphical User Interface কম্পিউটারের বর্ণভিত্তিক অবস্থাকে দূরীভূত করে চিত্র ভিত্তিক অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে জিইউআই বলা হয় । এ পদ্ধতিতে বিভিন্ন ধরনের গ্রাফিকাল ইলিমেন্ট যেমনঃ- বাটন, আইকন, ডায়ালগ বক্স, সিলেকশন লিস্ট ইত্যাদি ব্যবহার করে নির্দেশনা প্রয়োগ করা হয়

Short Question :- H

Short Question :- I

উত্তর :- বিশ্বের তথ্য প্রবাহকে একজন কম্পিউটার ব্যবহারকারীর সামনে উন্মক্ত করে দেয়া

উত্তর :- System File

Short Question :- J

Short Question :- K

উত্তর :- ১০২৪

Short Question :- L

Short Question :- M

উত্তর :- Microsoft Corporation যুক্তরাস্ট্রভিত্তিক একটি সফটওয়্যার প্রতিষ্ঠান কোম্পানি

উত্তর :- ১৯৭৫ সালের ৭ এপ্রিল মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়

উত্তর :- উইলিয়াম হেনরী গেটস বা বিল গেটস

উত্তর :- মাইক্রোসফট এর সদরদপ্তর যুক্তরাস্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে অবস্থিত

উত্তর :- উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস

উত্তর :- মাষ্টার ফাইল বলতে ঐসব ফাইলগুলোকে বোঝায় যাদের মধ্যে অন্যান্য ফাইলের রেকর্ড এর সংক্ষিপ্ত বিন্যাস থাকে । ফাইল প্রসেসিং এর সময় প্রতি সাইকেল এ এই ফাইলটি আপগ্রেড হয়

উত্তর :- বিভিন্ন অডিও এবং ভিডিও ফাইল চালানোর জন্য Multimedia Software ব্যবহার করা হয়

উত্তর :- Windows Media Player , VLC player , Adobe Flash , Jet Audio Player ইত্যাদি Multimedia Software এর অন্তর্গত

Short Question :- N

Short Question :- O

উত্তর :- অপারেটিং সিস্টেম হচ্ছে এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কম্পিউটারের অভ্যন্তরে হার্ডওয়্যার ও এপ্লিকেশন প্রোগ্রামগুলোর মধ্যে সমন্বয় সাধন করে সমগ্র কর্ম পরিচালনা করে

উত্তর :- MS DOS-এম এস ডস , MS Windows-এম এস ইউন্ডোজ , Linux-লিনাক্স , Unix-ইউনিক্স , PC DOS-পিসি ডস , Mac Os , XENIX , AIX

উত্তর :-

উত্তর :- যে অপারেটিং সিস্টেম একক ব্যবহারকারী বা একক টার্মিনালযুক্ত কম্পিউটার পরিচালনার জন্য ব্যবহৃত হয় তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে, যেমন- ডস, বস, টস, উইন্ডোজ ৩.১, উইন্ডোজ ৯৫, উইন্ডোজ ৯৮

উত্তর :- যে অপারেটিং সিস্টেম একাধিক ব্যবহারকারী এবং বহু টার্মিনালযুক্ত কম্পিউটার পরিচালনার জন্য ব্যবহত হয় তাকে মাল্টিইউজার অপারেটিং সিস্টেম বলে, যেমন- ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ সেভেন

উত্তর :- কারনেল

উত্তর :- সাধারণত দুজন কম্পিউটার ব্যবহারকারীর কার্যাবলির মধ্যে পারস্পরিক তুলনার মাধ্যমে সঠিক কাজটি বের করার প্রণালী হলো অপারেটর রিলেশনাল

উত্তর :- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রযোগ করে কম্পিউটার চালানোকে চিত্রভিত্তিক ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম বলে

উত্তর :- MS Windows , Mac OS

Short Question :- P

উত্তর :- লেডি অ্যাডা অগাস্টা - ইংরেজি কবি লর্ড বায়রনের কন্যা

উত্তর :- প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা-ব্রিটিশ কবি লর্ড বায়রনের কন্যা এডা অগাস্টা লাভলেস -Ada Augusta Lovelace তার নাম অনুসারে ভাষাটির নাম ছিল-এডা

উত্তর :- প্রোগ্রামার

উত্তর :- ৫টি - ক. মেশিন ভাষা খ. অ্যাসেম্বলি ভাষা গ. উচ্চতর ভাষা ঘ. অতি উচ্চতর ভাষা ঙ. স্বাভাবিক ভাষা

উত্তর :- Ms Dos

উত্তর :- সি এবং সি++

উত্তর :- রিয়েল টাইম প্রোগ্রামিং - Real Time Programming

উত্তর :- পূর্বলিখিত প্রোগ্রাম অনুসরণ করে

উত্তর :- ছদ্ম প্রোগ্রাম

উত্তর :- Power on Self Test

Short Question :- Q

উত্তর :- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে এর হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত কার্যবলীর মান বজায় রাখার ক্ষেত্রে তা সুনিয়ন্ত্রিতভাবে নিয়ন্ত্রণ করার এক ধরনের পদ্ধতি

Short Question :- R

উত্তর :- রিকভ্যারী হলো কোনো কিছু পুনরুদ্ধার করা । সংশোধনের মাধ্যমে পূর্বাবস্থায় ফেরৎ আনাই হলো রিকভার

উত্তর :- এটি এক ধরনের অপারেটিং সিস্টেম, যাতে কোনো অপারেশন সংগঠিত হওয়ার জন্য একটি নির্দিষ্ট পিরিয়ড বেধে দেয়া হয় । এই নির্দিষ্ট টাইম পিরিয়ডকেই রিয়েল টাইম বলা হয় । সাধারণত দু ধরনের রিয়েল টাইম সিস্টেম রয়েছে

1. Hard Real Time System- এ ধরনের সিস্টেমে নির্দিষ্ট সময়ে অপারেশন সংঘটিত না হলে আর কখনো সংঘটিত হয় না বা হবে না । যেমন- পারমাণবিক বিস্ফোরণ 2. Soft Real Time System- এ ধরনের সিস্টেমে একটি নির্দিষ্ট সময় হতে হবে । তবে নির্দিষ্ট সময়ের পরও এর অপারেশনকে সংঘটিত করা যায় । যেমন- রেলওয়ে টিকিট বুকিং সিস্টেম

Short Question :- S

উত্তর :- কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় যে সারিবদ্ধ সুশৃঙ্খল নির্দেশ দেয়া হয়, তাকে সফটওয়্যার বলা হয়

উত্তর :- সফটওয়্যার হলো একটি প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি বা কতগুলো কার্যনির্দেশের তালিকা । সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণস্বরূপ । কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে ব্যবহার করার জন্য এবং হার্ডওয়্যার দিয়ে কোনো কাজ করানোর জন্য ব্যবহৃত প্রোগ্রামগুলোই হলো সফটওয়্যার

উত্তর :- সফটওয়্যারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে যথা-

১. সিস্টেম সফটওয়্যার ২. এপ্লিকেশন সফটওয়্যার

উত্তর :- কম্পিউটার হার্ডওয়্যার এবং এপ্লিকেশন প্রোগ্রামগুলো কার্যকর রাখার জন্য সাহায্যকারী প্রোগ্রামসমূহকে সিস্টেম সফটওয়্যার বলে

উত্তর :- ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্রোগ্রাম বা এপ্লিকেশন সফটওয়্যার বলে

উত্তর :- বাণিজ্যিকভাবে এপ্লিকেশন সফটওয়্যারগুলো দু ভাবে ভাগ করা যায় যথা-

১. কাস্টমাইজড সফটওয়্যার ২. প্যাকেজ সফটওয়্যার

উত্তর :- ব্যবহারকারী নিজে তার এক বা একাদিক কোন সমস্যা সমাধানের উদ্দেশ্য নিয়ে যে এপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করে থাকেন তাকে কাস্টমাইজ প্রোগ্রাম বলে । কাজের ধরন ও সমস্যা অনুযায়ী ব্যবহারকারী বা প্রোগ্রামার কর্তৃক প্রোগ্রাম তৈরি করে নিতে হয়

উত্তর :- বাণিজ্যিকভাবে সফলতার লাভের জন্য বড় বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের চাহিদার দিকে খেয়াল রেখে এপ্লিকেশন সফটওয়্যার তৈরি করেন । এক্ষেত্রে তারা একাধিক সফটওয়্যারকে কমন কিছু বৈশিষ্ট্যের কারণে সমন্বিত করে বাজারজাত করে থাকেন । এ সকল সফটওয়্যারকে প্যাকেজ সফটওয়্যার বলে । নির্দিষ্ট কোন কাজের প্রয়োজনে সকল প্রকার নির্দেশ তৈরি করে দেয়া থাকে । ব্যবহারকারীকে কোন নির্দেশ নতুন করে প্রোগ্রাম তৈরি করতে হয় না

উত্তর :- প্যাকেজ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নিয়মিত তার ক্রেতাদের চাহিদা যাচাই কর প্যাকেজ সফটওয়্যারসমূহকে নতুনরূপে বাজারে উপস্থাপন করেন। এদের নতুনরূপকে ভার্সন বা সংস্করণ নামে আভিহিত

উত্তর :- মাইক্রোসফট কর্পোরেশন - যুক্তরাষ্ট্রে অবস্থিত

উত্তর :- মাইক্রোসফট কর্পোরেশন

উত্তর :-

উত্তর :- সফটওয়্যার

Short Question :- T

উত্তর :- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে প্রতি একক সময়ে অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটি নির্দেশ পালিত হলো তা নির্ধারণের চিত্র

উত্তর :- যেসব ডাটাগুলো সাময়িকভাবে জমা থাকে অর্থাৎ জমাকৃত ডাটাগুলো খুব বেশি আপডেট বা পরিবর্তন হয় তাকে ট্রানজেকশন ফাইল বলে । কোনো সিস্টেমে ব্যবহারকারী ডাটা ইনপুট করালে প্রথমে ট্রানজেকশন ফাইলে সেই ডাটা জমা হয়

Short Question :- U

উত্তর :- কম্পিউটারের সব ফাইল ব্যবস্থাপনা, ফাইল রক্ষণাবেক্ষণ স্থানান্তর, ব্যাকআপকরণ, সিস্টেমের ত্রুটি সনাক্তকরণ, ত্রুটি সংশোধন, হার্ডওয়্যার ও সফটওয়্যারের কার্যাবলী নিয়ন্ত্রণ ইত্যাদি । যাবতীয় কার্যাবলী সম্পাদনের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় । এসব সফটওয়্যারকে ইউটিলিটি সফটওয়্যার বলা হয়

উত্তর :- কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার মেরামত করার জন্যে যে সকল প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহৃত হয় সেগুলোকে ইউটিলিটি প্রোগ্রাম বলে, যেমন- পিসি টুল, পিসি ইউটিলিটি, ম্যাকঅ্যাপে, নর্টন টুল কিট, পার্টিশন ম্যাকিজ ইত্যাদি

উত্তর :-Disk Defragmentation , Library Program , Linker Program , Antivirus Software , File Handler

উত্তর :- Defragmentation

উত্তর :-

উত্তর :- বেল ল্যাব

উত্তর :- বিভিন্ন ধরনের ফাইল সংস্কার করা, অর্থাৎ পূর্ববর্তী কাঠামো ঠিক রেখে নতুন উপাত্ত সংযোজনের মাধ্যমে এতে নতুনত্ব সৃষ্টি করাই হলো এর প্রধান কাজ

Short Question :- V

উত্তর :- ভাইরাস হল এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম । যা অন্য প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে সেগুলোকে নষ্ট করে দেয়

উত্তর :- কম্পিউটার ভাইরাস এমন একটি সফটওয়্যার প্রোগ্রামিং যা কম্পিউটারে সংরক্ষিত ফাইল ও ডিস্কের অভ্যন্তরীণ পদ্ধতিকে নষ্ট করে ফেলে

উত্তর :- কম্পিউটারের পরিভাষায় ভাইরাস শব্দের পূর্ণ অর্থ -ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ - Vital Information Resources Under Seize.

উত্তর :- Frederick Cohen - ফ্রেডারিক কোহেন

উত্তর :- ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম । অ্যান্টি-ভাইরাস প্রোগ্রাম সফটওয়্যারকে প্রোটেকশন দেয়ার জন্য তৈরি করা হয় । কোন কম্পিউটারে কোন প্রকার ভাইরাস প্রবেশ করলে অ্যান্টি-ভাইরাস প্রোগ্রাম চালিয়ে এটি দূর করতে হয়

উত্তর :- ১৯৯৯ সালের ২৬ এপ্রিল বাংলাদেশসহ বিশ্বের বহুদেশের লাখ লাখ কম্পিউটার আক্রমণকারী ভাইরাস

উত্তর :- এক প্রকার কম্পিউটার ভাইরাস

Short Question :- W

উত্তর :- নতুন Programme চালু করার জন্য ব্যবহৃত হয় এবং কম্পিউটার রিবুট করতে । Ctrl+Alt+Del নির্দেশনার আরেক নাম Three finger salute

Short Question :- X

Short Question :- Y

উত্তর :- Year2000 এখানে Y অক্ষরটি এসেছে Year বোঝাতে এবং - 2K এসেছে দু হাজার বোঝাতে

Short Question :- Z