Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Cell Reference

Description

Cell Reference

এক সেলের মাধ্যমে অন্য সেলকে Referd করাকে Cell Reference বলে A1 cell এ 5 আছে এখন B2 cell এ 5 Referd করব B2 cell এ =A1 লিখে Enter দিব । B2 cell এ 5 চলে আসবে । Cell Reference এর গুরুত্বপূর্ণ অংশ ডলার সাইন ($) । কী বোর্ড থেকে Shift+4 চাপতে হয় Cell Reference কে তিন ভাগে ভাগ করা যায় ।

Relative Reference  - ডলার সাইন না থাকলে যেমন-A1
Absolute Reference – রো এবং কলাম এর সামনে অবস্যই ডলার সাইন থাকতে হবে যেমন-$A$1
Mixed Reference - রো অথবা কলাম এর সামনে  ডলার সাইন থাকবে যেমন-$A1 or A$1



ABCDE
1Type
BookPenPencilDress
2Value1
1005330
3Value2
8010525
4




5Relative reference
=B2



6Absolute Reference
=$B$2



7Mixed Reference(Row)
=B$2



8Mixed Reference(Col)
=$B2



ধরি B5 cell এ মাউস পয়েন্ট রেখে =B2 টাইপ করে ইন্টার চাপলে B2 cell এর ভ্যালুটা দেখতে পাব । এখন B5 এর ডান পাশে ফিল হ্যান্ডেল করলে B2 cell এর আশেপাশের ভ্যালু গুলো সমান দুরত্ব বজায় রেখে B2 cell এর আশেপাশে দেখা যাবে ।

এখন যদি চাই B2 cell এর ভ্যালু যেনো পরিবর্তন না হয় । এর জন্য Absolute Reference এর সূত্র বসাবো । যেমন- B6 ঘরে =$B$2 লিখে ইন্টার চাপবো । এখন B6 সেলের ভ্যালুটা পাশাপাশি ফিল হ্যান্ডেল করবো । অন্যান্য সেলে B6 cell এর ভ্যালুটাই দেখাবে ।

Mixed Reference এর ক্ষেত্রে Row Fixed করতে চাইলে B7 Cell এ = B$2 টাইপ করে ইন্টার চাপবো । এখন B2 এর ভ্যালু B7 এ আসবে । ফিল হ্যান্ডেল করলে ভ্যালু আশে পাশে চেঞ্জ হবে । কিন্তু উপর নিচ চেঞ্জ হবে না ।

Mixed Reference এর ক্ষেত্রে Column Fixed করতে চাইলে B8 Cell এ = $B2 টাইপ করে ইন্টার চাপবো । এখন B2 এর ভ্যালু B8 এ আসবে । ফিল হ্যান্ডেল করলে ভ্যালু আশে পাশে চেঞ্জ হবে না । কিন্তু উপর নিচ চেঞ্জ হবে ।




Relative Reference 

C3 সেলে A1 এবং B2 সেলের ভেল্যু গুণ করে বসানো হয়েছে। এবারে C3 সেলের ফর্মূলাটি যদি কপি করে C3 থেকে C9 পর্যন্ত পেস্ট করলে স্বয়ংক্রিয়ভাবে সেল রেফারেন্স এডজাস্ট হয়ে ফলাফল প্রদর্শিত হবে একেই Relative Reference বলে

Absolute Reference

Absolute Cell Reference হলো কোন নির্দিষ্ট সেল কিংবা রেঞ্জ রেফার করে। এক্ষেত্রে কোন ফর্মূলা অন্য কোন লোকেশনে পেস্ট করলে Absolute Reference ঠিক থাকে
Absolute Reference তৈরি করার জন্য কোন সেলের এড্রেস ডলার চিহ্ন ($) দ্বারা চিহ্নিত করে দিতে হয়। এটি কলাম রেফারেন্স বা রো রেফারেন্স, বা উভয় ক্ষেত্রেই প্রয়োগ করা যায


$A$1 = এক্ষেত্রে কপি করে পেস্ট করলে কলাম এবং রো পরিবর্তন হবে না
A$1 = এক্ষেত্রে কপি করে পেস্ট করলে রো পরিবর্তন হবে না
$A1 = এক্ষেত্রে কপি করে পেস্ট করলে কলাম পরিবর্তন হবে না


নোট: ফর্মূলা লেখার সময় Absolute Reference দেয়ার প্রয়োজন হলে সবচেয়ে সহজ উপায় হলো সেল এড্রেসটি সিলেক্ট করে কীবোর্ডের F4 চাপুন