Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Mobile Phone Generation

Description

Mobile Phone Generation


মােবাইল ফোনের উন্নয়ন ও বিকাশ লাভের জন্য অনেকগুলাে ধাপ বা পর্যায় অতিক্রম করতে হয়েছে। অতিক্রমের একেকটি ধাপ বা পর্যায় হলাে মােবাইল ফোন প্রজন্ম বা জেনারেশন। একেকটি প্রজন্ম পরিবর্তনের সময় কিছু নতুন বৈশিষ্ট্য সংযােজিত হয় এবং পুরনাে বৈশিষ্ট্যগুলাের বিলুপ্তি ঘটে। মােবাইল ফোনের প্রজন্মকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। যথা

১. প্রথম প্রজন্ম (1 Generation-1G)

২. দ্বিতীয় প্রজন্ম (2nd Generation-2G) 

৩. তৃতীয় প্রজন্ম (3rd Generation-3G) 

৪. চতুর্থ প্রজন্ম (4th Generation-4G) 


প্রথম প্রজন্ম (1 Generation-1G)

1G হল মোবাইল সেলুলার সিস্টেমের প্রথম ধাপ যা 1980 সালে আবিষ্কার করা হয় যার সর্বোচ্চ ব্যান্ডউইথ ছিল 14.4kb/s এটাতে সার্কিট সুইচিং ডাটা ব্যবহার করা হত এই 1G নেটওয়ার্ক দিয়ে শুধুমাত্র অডিও কল করা যেত কিন্তু কোনো এস এম এস করা যেত না এবং ইন্টারনেট ব্যবহার করা যেত না 1G নেটওয়ার্ক যেসব সিস্টেম অনুসরণ করে তা হল-

AMPS (Advanced Mobile Phone System) – এই প্রযুক্তিটি যুক্তরাষ্ট্রে ব্যবহার করা হত

NMT (Nordic Mobile Telephone)

TACS (Total Access Communications System) – এই প্রযুক্তিটি যুক্তরাষ্ট্রে ব্যবহার করা হত


দ্বিতীয় প্রজন্ম (2nd Generation-2G) 

1G নেটওয়ার্ককে 1990 সালে আরো একটু উন্নত করা হয় এবং তার নামকরণ করা হয় 2G (Second Generation) এটার সর্বোচ্চ স্পীড ছিল 144 kb/s 2G-এর অন্যতম বড় বৈশিষ্ট্য ছিল যে এই নেটওয়ার্কের সাহায্যে ভয়েস কলের পাশাপাশি এস এম এস পাঠানো যেত এবং ইন্টারনেট ব্যবহার করা যেত 2G নেটওয়ার্ক যেসব সিস্টেম অনুসরণ করে তা হল-

GSM – Global System for Mobile

CDMA/Code Division Access

TDMA/Time Division Multiple Access


তৃতীয় প্রজন্ম (3rd Generation-3G) 

3G হল সেলুলার নেটওয়ার্ক সিস্টেমের ৩য় ধাপ এটার সর্বোচ্চ স্পীড হল 200 kb/s – 1mb/s এই প্রযুক্তির বড় বৈশিষ্ট্য হল যে এটার সাহায্যে ভিডিও কনফারেন্স করা যায় এবং ডাটা স্পীড আগের চেয়ে অনেক বেশি 3G নেটওয়ার্ক যেসব প্রটোকল ব্যবহার করে তা হল

UMTS (Universal Mobile Telecommunications System), CDMA2000, EDGE

HSPA (High Speed Packet Access), Shorter Transmission Time Interval (TTI)

HSPUA (High Speed Uplink Packet Access)


চতুর্থ প্রজন্ম (4th Generation-4G) 

4G হল Fourth Generation Cellular System এর স্পীড হল 100mb/s এটা 3G থেকে অনেক বেশি স্পীড সম্পন্ন, আর 3G থেকে অনেক অনেক বেশি স্পীড হওয়ার কারনে 4G দিয়ে High Quality Television দেখা যায়


মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য বা মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য


প্রথম প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য বা মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য

. অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যাল ব্যবহৃত হতো

. সেলুলার নেটওয়ার্কের প্রবর্তন

. বেজ স্টেশন মোবাইল ফোন দুটি ভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে

. অর্ধপরিবাহী মেমোরি এবং মাইক্রোপ্রসেসরের ব্যবহার

. প্রথম দিকে মোবাইল ফোনগুলোর ওজন বেশি হলেও ধীরে ধীরে হালকা মোবাইল ফোন তৈরি হতে থাকে

. চ্যানেল একসেস পদ্ধতি হল FDMA

. আকারে তুলনামূলকভাবে বড় এবং ওজন বেশি

. কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়


দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য বা মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য

. প্রজন্মের ট্রান্সমিশন সিস্টেম ডিজিটাল পদ্ধতি এবং Noise মুক্ত

. ডেটা আদান-প্রদানে ত্রুটি নির্ণয় ত্রুটি সংশোধন হতে থাকে

. ভয়েস প্রেরণের সুবিধা চালু হয়

. চ্যানেল একসেস পদ্ধতি হলো – FDMA, TDMA, CDMA

. মোবাইল ফোনেই পেমেন্ট সিস্টেমের প্রবর্তন

. MMS (Multimedia Message Service), SMS CTS

. সীমিতভাবে আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সুবিধা

. ডেটার নিরাপত্তার জন্য এনক্রিপশন ব্যবস্থা


তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য বা মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য

. ডেটা ট্রান্সমিশনের জন্য সার্কিট সুইচিংয়ের বদলে প্যাকেট সুইচিংয়ের প্রবর্তন

. ভয়েস ডেটার ট্রান্সমিশনের জন্য ডিজিটাল সিস্টেমের ব্যবহার

. সেল সিগন্যাল এনকোডিং বা চ্যানেল একসেস পদ্ধতি হল TD-CDMA

. উচ্চগতির ডেটা স্থানান্তর (2 Mbps বা অধিক) এবং আন্তর্জাতিক রোমিং সুবিধা

. WCDMA, CDMA2000 1Xev-Do, HSPA, HSDPA, UMTS প্রযুক্তির ব্যবহার বিকাশ লাভ করেছে

. খুব দ্রুত ছবি ভয়েস আদান-প্রদান করা যায় এবং ভিডিও কলের প্রচলন শুরু


চতুর্থ প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য বা মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য

. প্রজন্মে সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং-এর পরিবর্তে ইন্টারনেট প্রটোকল (IP) নির্ভর নেটওয়ার ব্যবহার

. ডেটা ট্রান্সফার রেট হবে সবচেয়ে বেশি

. 4G এর গতি 3G চেয়ে প্রায় ৫০ গুণ বেশি

. উচ্চগতির ফ্রিকোয়েন্সি এবং ত্রি-মাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা

. বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে পরিবর্তনের সময় নির-বিচ্ছিন্ন যোগাযোগ থাকবে

. উন্নতমানের মোবাইল টেলিভিশন দেখার উপযোগী হবে