Use this text to share information about your brand with your customers. Describe a product, share announcements, or welcome customers to your store.
Description
Illustrator Object Menu
Transform অবজেক্টকে বিভিন্নরূপে রূপান্তরিত করার জন্য এই Transform অপশনটি ব্যবহৃত হয় । অর্থাৎ এর সাহায্যে কোন Select কৃত Object কে বিভিন্ন রূপদান করা যায় । [ OR: Mouse এর Right Button ব্যবহার করে আমরা এই অপশনটির কাজ করতে পারি ]
Arrange অবজেক্টকে বিভিন্নভাবে সাজানোর জন্য এই Arrange অপশনটি ব্যবহৃত হয় । অর্থাৎ এর সাহায্যে কোন Select কৃত Object কে বিভিন্নভাবে সাজানো যায় [ OR :Mouse এর Right Button ব্যবহার করে আমরা এই অপশনটির কাজ করতে পারি ]
Group একাধিক অবজেক্টকে একত্রিত করা বা গ্রুপ তৈরি করা [ OR :গ্রুপ করার জন্য Keyboard Key (Ctrl + G) Press করলেই Block / Select কৃত অবজেক্ট একত্রিত করতে পারি ]
Ungroup গ্রুপ করা অবজেক্টকে আলাদা করা [ OR :Group এর মাধ্যমে একত্রিত করা অবজেক্টকে গ্রুপমুক্ত করার উদ্দেশ্যে Block/Select করে Keyboard Key (Ctrl+Shift+G) Press করলেই Block/Select কৃত অবজেক্ট/আইটেম টি গ্রুপমুক্ত (আলাদা) হবে ]
Lock এক বা একাধিক অবজেক্ট/আইটেম স্বক্রিয় থাকাবস্থায় নিষ্ক্রিয় করার জন্য [ OR :এক বা একাধিক অবজেক্ট/আইটেম স্বক্রিয় থাকাবস্থায় নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে Block/ Select করে Keyboard Key {Ctrl+2} Press করলেই Block/ Select কৃত স্বক্রিয় অবজেক্ট নিষ্ক্রিয় হবে । ]
Unlock All নিষ্ক্রিয় অবজেক্টকে স্বক্রিয় করা [ OR :কোন ফাইল/ডকুমেন্ট এর মধ্যে অবজেক্ট/আইটেম নিষ্ক্রিয় থাকাবস্থায় স্বক্রিয় করার উদ্দেশ্যে Keyboard Key (Ctrl+Alt+2) Press করলেই ঐ ফাইল/ডকুমেন্ট এর অধিনস্থ সকল নিষ্ক্রিয় অবজেক্ট স্বক্রিয় হবে । ]
Hide selection দৃশ্যমান অবজেক্টকে অদৃশ্য করা [ OR : এক বা একাধিক অবজেক্ট/আইটেম দৃশ্যমান থাকাবস্থায় অদৃশ্য করার উদ্দেশ্যে Block/ Select করে Keyboard Key (Ctrl+3) Press করলেই Block/ Select কৃত দৃশ্যমান অবজেক্ট অদৃশ্য হবে ।
Show All অদৃশ্য অবজেক্টকে দৃশ্যমান করা [OR :কোন ফাইল/ডকুমেন্ট এর মধ্যে অবজেক্ট/আইটেম অদৃশ্য থাকাবস্থায় দৃশ্যমান করার উদ্দেশ্যে Keyboard Key ( Ctrl+Alt+3 ) Press করলেই ঐ ফাইল/ডকুমেন্ট এর অধিনস্থ সকল অদৃশ্য অবজেক্ট দৃশ্যমান হবে। ]
Expand এক্সপান্ড কমান্ডের সাহায্য অবজেক্টের Fill এবং Stroke আলাদাভাবে কনভার্ট করা যায় । এছাড়াও মেস অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্ট কনভার্ট করা যায়
Expand Appearance এক্সপেন্টকে স্বক্রিয় করা Expand Sub Menu টি নিষ্ক্রিয় থাকলে Expand Appearance Click করলে Expand Sub Menu টি স্বক্রিয় হবে
Flatten Transparency অবজেক্টের ধরন দেখা ও পরিবর্তন করা Flatten Transparency Dialog Box আসবে তখন আমরা এই Dialog Box থেকে Block/Select কৃত Object এর Quality/Speed এবং এর Rasterization Resolation দেখতে পারি ও বাড়াতে কমাতে পারি
Rasterize অবজেকে বিটম্যাপ ইমেজে কনভার্ট করা
Create Gradient Mesh গ্রেডিয়েন্ট মেস তৈরী করা
Path পাথ সংযুক্ত করা [ OR : পাথের দুইটি মাথা select করে Keyboard Key (Ctrl+J) Press করলে Select কৃত পাথ দুটির side সংযুক্ত হবে। এছাড়াও Path Sub Menu এর অধিনস্থ অন্যান্য অপশনগুলাে ডিজাইন করতে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। মনে রাখবেন Path Sub Menu এর অধিনস্থ অন্যান্য অপশনগুলাের সাহায্যে কাজ করার সময় অনেক সময়ই Direct Selection Tool এর মাধ্যমে Select করতে হয় । Pathfinder Palette এর সাহায্যে বিভিন্ন প্রকার Path এর ব্যবহার শিখা যায় । ]
Blend রং সংমিশ্রন করা Blend শব্দের অর্থ হলো একত্রে মিশ্রিত হওয়া বা মিশ্রন করা
Clipping Mask একটি আর্টওয়ার্কের নির্দিষ্ট অংশকে আলাদা করা হয় তাকে Masking বলা হয়। উদাহরন ও এর ব্যবহার করতে হলে যে কোন একটি Picture (ছবি) Place করে বা মনের ইচ্ছেমত একটি Artwork তৈরী করে এর মধ্য থেকে যে অংশটুকু Masking (আলাদা করা) করতে চাই সে অংশটুকু Pen Tool, Elipse Tool, Rectangle Tool বা এ জাতীয় কোন টুলের মাধ্যমে Object তৈরী পূর্বক Marking করে তৈরীকৃত উভয় Objcct কে একসাথে Sclcct করে OR: তৈরীকৃত উভয় Object কে একসাথে Select করে Keyboard Key {Ctrl+7} Press করলেই Marking কৃত Artwork এর নির্দিষ্ট অংশ আলাদা হয়ে যাবে। পরবর্তীতে [OR; Masking Remove করার জন্য Keyboard Key {Ctrl+Alt+7}]
Compound Path - কম্পাউন্ড প্যাথ সাধারণত আর্টওয়ার্কের Background (ব্যাক গ্রাউন্ড) এর উপর অন্য কোন অবজেক্ট সংযোজন করলে মূল আর্টওয়ার্কটির নির্দিষ্ট অংশ ঢাকা পড়ে যায় । প্রয়োজনে আর্টওয়ার্কের নির্দিষ্ট অংশকে ফাক করে মূল আর্টওয়ার্কের ব্যাকগ্রাউন্ড দ্বারা পূরণ করা যায় । এটিই হচ্ছে কম্পাউন্ড প্যাথ । [ OR : Compound Path তৈরী/যুক্ত করার Keyboard Key {Ctrl + 8} ]
Release Compound Path কম্পাউন্ড প্যাথ মুক্ত করা [ OR : Compound Path বাদ/মুক্ত করার Keyboard Key { Ctrl+Alt+8} ]
Crop Marks ইমেজ এরিয়া চিহ্নিত করা, Crop Marks দ্বারা Image Area চিহ্নিত করা যায়। নির্দিষ্ট কোন Artwork Crop Marks করা হলে ঐ Artwork এর অবাঞ্চিত অংশ বাদ দিয়ে শুধু Crop Marks অংশ Print হয় । প্রকাশনা শিল্পে এর ব্যবহার খুবই বেশী।
Graph গ্রাফ সংশােধন করা
Product Quick View Popup
In StockUnavailable
SKU: 19115-rdxs
Regular price$600.00$500.00
s2 Multipurpose Bootstrap 4 Html Template that will give you and your customers a smooth shopping experience which can be used for various kinds of stores such as fashion,...