Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

PowerPoint Insert Menu

Description

PowerPoint Insert Menu


Slides Group

New Slide - নতুন স্লাইড Add করা 


Tables Group

Tables
Row এবং Column সম্বলিত বিভিন্ন ধরনের Table বা ছক তৈরি করার জন্য । ডকুমেন্টে কোন বিষয়বস্ত্ত লিষ্ট/তালিকা রো-কলামের সাহায্যে প্রদর্শনের জন্য এ Tool ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও বায়োডাটা, পূরণযোগ্য ফরম, কোন ডকুমেন্টের টেমপ্লেট ইত্যাদি তৈরীতে ও এ Tool ব্যবহৃত হয়ে থাকে।

[ টেবিল হলো রো এবং কলাম এর সমন্বয়। টেবিল দ্বারা টেক্সট অথবা নাম্বারসমূহ  অর্গানাইজ করা যায় ]

Drop down menu-ড্রপ-ডাউন মেন্যু - টেবিল গ্রিড সম্বলিত একটি ড্রপ-ডাউন মেন্যু প্রদর্শিত হবে। এখান থেকে মাউস ওভার করলে কার্সর অবস্থিত স্থানে টেবিল প্রদর্শিত হবে । প্রয়োজনীয় কলাম ও রো গ্রিড এর ওপর ক্লিক করুন

Insert Table

একাদিক কলাম বা র বিশিষ্ট টেবিল তৈরি করার জন্য । একটি ডায়ালগ বক্স আসবে এবার Number of Columns এর ঘরে কতগুলো Column নিতে চান তা লিখুন, তারপর Number of Row কয়টি নিতে চান তা লিখে Ok তে ক্লিক করুন।

Draw Table

মাউসের মাধ্যমে ক্লিক করে ড্র টেবিল আঁকতে হয়

Excel Spreadsheet - ডকুমেন্টে এক্সেল স্প্রেডশিট যুক্ত করতে এ কমাণ্ড ব্যবহৃত হয় । এক্সেল শিট হতে ওয়ার্ড ডকুমেন্টে ফেরত আসতে কীবোর্ডের Esc কী চাপুন


Images Group

Pictures - স্লাইডে ছবি সংযোজন করা

Screenshot - কম্পিউটারের স্ক্রিনের ছবি স্ক্রিনশট নেয়া । কি-বোর্ডের মাধ্যমে স্ক্রিনশট নিতে চাইলে, যে বিষয়ের স্ক্রিনশট নিতে চান সে বিষয়টি স্ক্রিনে একটিভ রাখুন। এবার কি-বোর্ডের Print Screen বাটন চাপুন । এবার আপনার ওয়ার্ড ডকুমেন্টে যেখানে স্ক্রিনশটটি রাখতে চান সেখানে ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+V চেপে পেষ্ট করুন । 

Photo Album - Photo Album তৈরি করার জন্য 


Illustrations Group

Shapes - বিভিন্ন ধরনের চিত্রের Shapes আঁকা বা অংকন করার জন্য

SmartArt - কোন কাজের প্রক্রিয়া বা ধাপ চিত্রের মাধ্যমে উপস্থাপন করার জন্য

Chart - কোন কিছুর মাপ বা স্কোরকে গ্রাফ বা চার্ট এর মাধ্যমে প্রকাশ করা । গানিতিক তথ্যসমূহের চিত্রময় উপস্থাপনাকে গ্রাফ বা চার্ট বলে ।


Links Group

Hyperlink

কোন ওয়েবপেজ, ই-মেইল এড্রেস, ফাইল, একই ও ভিন্ন প্রেজেনটেশনের স্লাইডের সাথে লিংক স্থাপন করা যায়

Action - এ্যাকশন বাটন যুক্ত করা


Comments Group

Comment - কোন মন্তব্য বা Comment Add করার জন্য এই অপশনটি ব্যবহৃত হয় 


Text Group

Text Box - স্লাইডে টেক্সট বক্স যুক্ত বরা

Header & Footer 

উত্তর:- কোন পেজের উপরের মার্জিনের ফাঁকা জায়গাকে হেডার এবং নিচের মার্জিনের ফাঁকা জায়গাকে ফুটার বলা হয়। সাধারণতঃ হেডার-ফুটার অংশে বইয়ের নাম/চ্যাপ্টার হেডিং, পাতার সংখ্যা, ইত্যাদি লেখা হয় । 

WordArt 

উত্তর:- Word Art: হচ্ছে বিভিন্ন ষ্টাইলের লেখ। যে ষ্টাইলটি পছন্দ হবে তার উপর ক্লিক করে ok করি। এবার আপনার পছন্দের শব্দ/ লাইন লিখুন। তারপর Ok ক্লিক করুন।

Date & Time - Date and Time Add করার জন্য এ অপশনটি ব্যবহৃত হয় 

Insert Slide Number - স্লাইডে নাম্বার দেয়ার জন্য 

Object - 


Symbols Group

Equation

Symbolকি-বোর্ডে যে সব অক্ষর বা প্রতীক থাকে না সেগুলি ডকুমেন্টে আনতে হয় এ কমান্ডের সাহায্যে।


Media Group

Video - স্লাইডে ভিডিও যুক্ত করা

Audio - স্লাইডে অডিও ফাইল যুক্ত করা