Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Excel View Menu

Description

Excel View Menu


Workbook View Group

Normalডিফল্ট অবস্থায় এই অপশন সিলেক্ট করা থাকে

Page Break Previewপেজ ব্রেক ভিউ প্রদর্শনের জন্য এই অপশন সিলেক্ট করতে হয়

Page Layoutপেজ লেআউট ভিউ প্রদর্শনের জন্য এই অপশন সিলেক্ট করতে হয়

Custom Viewsনিজের মতন করে পেজ ভিউ সেট করা 


Show Group

Rulerরুলার প্রদর্শন করা

Gridlinesএক্সেল স্প্রেডশীটগুলি সারি এবং কলামের সংমিশ্রণ এবং যখন এগুলো মিলিত হয় তখন এগুলোকে সেল বা ঘর বলা হয় এগুলোর মাধ্যমে এক্সেলে একটি বড় গ্রিড তৈরি হয়

গ্রিডলাইনএক্সেল এ কাজ করার সময় কলাম ও রো এর সম্নয়ে হালকা কালারের বর্ডার দেখতে পাওয়া যায় একে গ্রিডলাইন বলে 

Formula BarFormula Bar Show এবং Hide করা 

HeadingsColumn এবং Row এর Heading Show এবং Hide করা 


Zoom Group

Zoomমাইক্রোসফ্ট এক্সেল ডকুমেন্টের কনটেন্টকে ছোট-বড় করে দেখার জন্য 

Percentমাইক্রোসফ্ট এক্সেল ডকুমেন্টের টেক্সট বা অবজেক্ট ১০০% অবস্থায় ভিউ করা

Zoom to Selectionসিলেক্ট কৃত অংশ জুম ভিউ করার জন্য Alt + W G


Window Group

New Windowএকই File একাধিক বার ওপেন করা 

Arrange Allওপেনকৃত এক বা একাধিক File এক সাথে দেখার জন্য 

Freeze Panesওয়ার্কশিটের নির্দিষ্ট এরিয়া ফ্রিজ (Freeze) বা স্থির করা

রো ও কলাম ফ্রীজ করা
বড় কোন ডকুমেন্ট হলে সেটার সম্পূর্ণ অংশ দেখা যায় না । সম্পূর্ণ অংশ দেখতে হলে স্ক্রল করতে হয় । কিন্তু ডানে বা বামে যে দিকেই স্ক্রল করি কোন টাইটেল বার দেখা যায় না । এই ঝামেল থেকে মুক্তি পেতে হলে হেডিং টা ফ্রীজ করলে সুবিধা পাওয়া যায় 


Splitএকই ডকুমেন্ট এর বিভিন্ন অংশ নিয়ে কাজ করার দরকার হয় যেমন হয়ত একই ফাইল এর ১ম পেজ ও ৩য় পেজ নিয়ে একই সাথে কাজ করার দরকার হয়, সেক্ষেত্রে Split অপশনটা ব্যবহার করার মাধ্যমে আপনার এই কাজটি করতে পারেন

Hideওপেন কৃত স্প্রেডশীট Hide করা 

UnhideHide করা স্প্রেডশীট ওপেন করা

View Side by Sideপ্রথমে ২টি Window open করে নিতে হবে, View side by side click করলে Window ২টি উপরে একটি নিচে একটি দেখা যাবে

Synchronous ScrollingOpen করা ২টি Window এর মধ্যে একটি Window এর Scrolling বন্ধ করা

Reset Window PositionWindow এর Position আগের মতন করা

Switch WindowsMicrosoft Excel এর যত গুলো File বা Document Open আছে তা এখান থেকে দেখা বা Open করা যায়


Macros Group

Macrosম্যাক্রো অর্থ সংক্ষিপ্ত করা । Shortcut Command তৈরি করে যে কোন কাজকে সংক্ষিপ্ত ভাবে সমাধান করার পদ্ধতিই হলো ম্যাক্রো । সময় সাশ্রয় করার কার্যপোযোগী পদ্ধতি হলো এই ম্যাক্রো । যে কোন কাজের জন্য Shortcut Command তৈরী হলো ম্যাক্রো এর কাজ ।