Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Application Software

Description

Application Software


কোন অ্যাপ্লিকেশনের সাহায্যে স্পেসিফিক কোন কাজ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে এপ্লিকেশন সফটওয়্যার বলে

কম্পিউটারে যে সকল প্রোগ্রাম নির্দিষ্ট ব্যবহারিক প্রয়োজনের সম্ভাব্য সকল প্রকার নির্দেশ তৈরি করে দেয়া থাকে ব্যবহারকারীকে নিজে কোন প্রোগ্রাম তৈরি করতে হয় না, নির্দিষ্ট ব্যবহারিক প্রয়োজনে সম্ভাব্য সকল প্রকার নির্দেশ এবং সুযোগ একত্র করে যে সব ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয় তাকেই প্যাকেজ প্রোগ্রাম বলা হয়। একে আবার প্যাকেজ এপিকেশন সফ্টওয়্যার নামেও অভিহিত করা হয়ে থাকে


এপ্লিকেশন সফটওয়্যার এর উদাহরণ

গুগল ক্রোম, ফায়ারফক্স, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট, গুগল ম্যাপ, জিমেইল ইত্যাদি


এপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ

বাণিজ্যিকভাবে এপ্লিকেশন সফটওয়্যারগুলোকে দু ভাবে ভাগ করা যায় যথা-

১. কাস্টমাইজ সফটওয়্যার

২. প্যাকেজ সফটওয়্যার

১. কাস্টমাইজ সফটওয়্যার: ব্যবহারকারী নিজে তার এক বা একাদিক কোন সমস্যা সমাধানের উদ্দেশ্য নিয়ে যে এপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করে থাকেন তাকে কাস্টমাইজ প্রোগ্রাম বলে।

কাজের ধরন ও সমস্যা অনুযায়ী ব্যবহারকারী বা প্রোগ্রামার কর্তৃক প্রোগ্রাম তৈরি করে নিতে হয় 


২.প্যাকেজ সফটওয়্যার: বাণিজ্যিকভাবে সফলতার লাভের জন্য বড় বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের চাহিদার দিকে খেয়াল রেখে এপ্লিকেশন সফটওয়্যার তৈরি করেন । এক্ষেত্রে তারা একাধিক সফটওয়্যারকে কমন কিছু বৈশিষ্ট্যের কারণে সমন্বিত করে বাজারজাত করে থাকেন ।এ সকল সফটওয়্যারকে প্যাকেজ সফটওয়্যার বলে ।  নির্দিষ্ট কোন কাজের প্রয়োজনে সকল প্রকার নির্দেশ তৈরি করে দেয়া থাকে ।ব্যবহারকারীকে কোন নির্দেশ নতুন করে প্রোগ্রাম তৈরি করতে হয় না


প্যাকেজ সফটওয়্যারের সুবিধা / অসুবিধা 

প্যাকেজ সফটওয়্যারের সুবিধাগুলো কি কি

প্যাকেজ সফটওয়্যার কেনার সাথে সাথেই এগুলো ব্যবহার করা যায়   
এসব সফটওয়্যার তৈরি করার পর বহুবার পরীক্ষা-নিরীক্ষা করা হয় বলে এর গ্রহণযোগ্যতা খুব বেশি
সকলের জন্য ব্যবহার উপযোগী এবং দৈনন্দিন সব সমস্যা সমাধানের জন্য এই প্রোগ্রাম ব্যবহার করা হয় 
অন্যান্য সফটওয়্যার থেকে ঝামেলা  খরচ কম 


প্যাকেজ সফটওয়্যারের অসুবিধাগুলো কি কি

১. এটি ব্যবহারকারীর চাহিদার সবটুকু নাও পূরন করতে পারে           


এপ্লিকেশন প্যাকেজ প্রোগ্রামের সংস্করণ বলতে কি বুঝ

প্যাকেজ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নিয়মিত তার ক্রেতাদের চাহিদা যাচাই করে প্যাকেজ সফটওয়্যারসমূহকে নতুন রূপে বাজারে উপস্থাপন করেন ।এদের নতুন রূপকে ভার্সন বা সংস্করণ বলা হয়


এপ্লিকেশন প্যাকেজ প্রোগ্রামের উদ্দেশ্যসমূহ কি কি

সহজে ব্যবহার করার জন্য এপ্লিকেশন প্রোগাম তৈরি করা হয়

বিভিন্ন শ্রেণীর ব্যবহারকারীর সমস্যার সমাধান এবং চাহিদা পূরনের জন্য  প্রোগাম তৈরি করা হয়

মানুষের দৈনন্দিন কাজ সহজে সমাধারের জন্য  প্রোগাম তৈরি করা হয়

ব্যবহারকারী যাতে অতি সহজে  প্রোগাম ব্যবহার করে তার চাহিদা মেটাতে পারে সেদিকে লক্ষ্য রেখে এপ্লিকেশন প্রোগাম তৈরি করা হয়

আধুনিক প্রযুক্তিগত কাজগুলোর মান উন্নয়নের লক্ষ্যে এপ্লিকেশন প্রোগাম ব্যবহার করা হয়

দৈনন্দিন হিসাব নিকাশমুদ্রণ শিল্পবিনোদনশিক্ষা উপকরনচিকিৎসাগ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজগুলোকে সহজীকরণের জন্য এপ্লিকেশন প্রোগাম তৈরি করা হয়

তথ্য ব্যবস্থাপনা সহজ এবং নিখুঁত করতে এপ্লিকেশন প্রোগাম তৈরি করা হয়

সময়  পরিশ্রম লাঘব করতে এপ্লিকেশন প্রোগাম তৈরি করা হয়


এপ্লিকেশন প্যাকেজ প্রোগ্রামের বৈশিষ্ট্যগু কি কি

১. প্যাকেজ সফটওয়্যারগুলো সাধারণত কমন কোন কাজ বা সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয় । এতে করে অনেকেই প্যাকেজ সফটওয়্যার কিনে তাদের কাজ করতে পারে

২. বহুলোক ব্যবহার করতে পারে বলে এসব সফটওয়্যারের জনপ্রিয়তাও বেশ

৩. এসব সফটওয়্যার সহজেই বাজারে কিনতে পাওয়া যায়

৪. কেনার সাথে সাথেই এগুলো ব্যবহার করা যায়