Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

CD & DVD Drive

Description

CD (Compact Disk), DVD (Digital Versatile Disk, Digital Video Disc)-


সিডি রম (CD ROM) এর পূর্ণরূপ হচ্ছে Compact Disk Read Only Memory বর্তমানে কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় বহনযোগ্য স্টোরেজ মিডিয়া হলো সিডি। সিডি রম একটি অপটিক্যাল মাধ্যম। । CD হলো একটি পোর্টেবল স্টোরেজ মাধ্যম যার মধ্যে অডিও, ভিডিও এবং অন্যান্য ডিজিটাল ডেটা সঞ্চয় করা হয়।

সিডি 120 মিলিমিটার ব্যাস বিশিষ্ট গোলাকার একটি ডিস্ক বা চাকতি যা 1.2 মিলিমিটার পুরু। এর কেন্দ্রে ১৫ মিলিমিটার একটি ছিদ্র আছে। এটির ওজন প্রায় 15 থেকে 20 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। সিডি হালকা পরিস্কার পলিকার্বনেট এবং মেটাল (অ্যালুমিনিয়াম) দিয়ে তৈরি। সিডিরমে ডেটা সংরক্ষণের জন্য লেজার রশ্মি নিক্ষেপণের মাধ্যমে অতি ক্ষুদ্র গর্ত সৃষ্টি করা হয় যা পিটস (Pits) নামে পরিচিত। একটি সিডিরমের ৭০০ মেগাবাইট পর্যন্ত ডেটা ধারণ ক্ষমতা আছে। এটি সহজে বহনযোগ্য ও আকৃতিতে ছোট। একটিমাত্র সিডিতে অনেক বেশি তথ্য রাখা যায়


CD বা কমপ্যাক্ট ডিস্কের প্রকার  

CD বা Compact Disk সাধারনত দুই ধরনের হয়ে থাকে, যথা- CD-R ও CD-RW

1. CD-R

2. CD-RW

CD-R:- CD-R এর full form হল Recordable Compact Disc. এই ধরনের CD তে তথ্য একবার লেখা হয়ে গেলে বা সঞ্চয় করা হয়ে গেলে সেই তথ্য আর মোছা যায় না, শুধুমাত্র Read করা অর্থাৎ পড়া যায়, তাই এই ধরনের CD কে Non-Rewritable CD বলা হয়। CD-R এর শেলফ লাইফ 20 থেকে 100 বছর।

CD-RW:- এই ধরনের CD তে তথ্য লেখা বা সঞ্চয় হয়ে যাওয়ার পরও সেই তথ্য মুছে ফেলা যায়। নতুন করে আবার তথ্য সঞ্চয় করা সম্ভব। অর্থাৎ এই ধরনের CD তে তথ্য পড়া এবং সেই তথ্য মুছে পুনরায় তথ্য সঞ্চয় করা সম্ভব, তাই এই ধরনের CD কে Re-Writable CD বলা হয়।


DVD (Digital Versatile Disk, Digital video disc) 

DVD (Digital Versatile Disk) সিডির মতো ডিভিডিও গোলাকার প্লেটের মতো দেখতে একটি অপটিক্যাল মিডিয়া ডিভাইস। তবে সিডির থেকে ডিভিডি বা ডিজিটাল ভারসাটাইল ডিস্ক এর ধারণক্ষমতা অনেক বেশি। একটি DVD তে সাধারনত 4.7GB থেকে 17.08GB পর্যন্ত তথ্য সংরক্ষণ করা সম্ভব। ডিভিডিও সহজে বহনযোগ্য। এখনকার দিনে DVD সিনেমা, গেম, বিভিন্ন ধরনের সফটওয়্যার ইত্যাদি সঞ্চয় করে রাখতে ব্যবহার করা হয়। DVD- তে তথ্য লেখা বা পড়ার জন্য 650 ন্যানোমিটার লাল লেজার রশ্মি ব্যবহৃত হয়। কম্পিউটারে DVD গুলি চালানোর জন্য DVD Drive (ডিভিডি ড্রাইভ) ব্যবহার করা হয়। সিডির মতো ডিভিডিও দুই রকমের হয়ে থাকে – Non-Rewritable DVD ও Re-Writable DVD.


অপটিক্যাল মিডিয়া (Optical Media) 

যে মিডিয়ার তথ্য লেজার রশ্মি ব্যবহার করে পড়া হয় বা লেখা হয়, সেগুলিই হল অপটিক্যাল মিডিয়া। গোলাকার প্লাস্টিকের চাকতির ওপরে অ্যালুমিনিয়ামের প্রলেপ দিয়ে অপটিক্যাল মিডিয়া তৈরি হয়। এই মিডিয়ার ধারণক্ষমতা কম এবং দামও অনেক কম। এই মিডিয়ার উদাহরণ হল – CD, DVD, Blue Ray Disk ইত্যাদি।



Blue Ray Disk (ব্লু-রে ডিস্ক) 

Blue Ray Disk ডিভিডির মতোই দেখতে গোলাকৃতি কিন্তু এই অপটিক্যাল মিডিয়া ডিভাইস এর ধারণ ক্ষমতা ডিভিডির থেকে অনেকগুণ বেশি। সাধারনত এই ধরনের ডিস্কে হাই-ডেফিনেশন অর্থাৎ HD ভিডিও, বড়ো আকারের তথ্য সঞ্চয় করে রাখা হয়। নীল বেগুলি লেজার রশ্মির মাধ্যমে এই ডিস্কে তথ্য লেখা বা এই ডিস্কে সঞ্চিত থাকা তথ্য পড়া যায়। এই ধরনের ডিস্কে তথ্য লেখা বা পড়ার জন্য 405 ন্যানোমিটার নীল বেগুলি লেজার রশ্মি ব্যবহার হয়। নীল বেগুলি লেজার-এর নাম থেকেই Blue Ray Disk নামটি এসেছে। Blue Ray Disk ধারণ ক্ষমতা 25GB বা 50GB হলেও, বর্তমানে 100GB, 200GB পর্যন্ত সঞ্চয় ক্ষমতা সম্পন্ন Blue Ray Disk ব্যবহার করা হচ্ছে। কম্পিউটারে Blue Ray Disk গুলি চালানোর জন্য Blue Ray Disk Drive (Blue Ray Disk ড্রাইভ) ব্যবহার করা হয়।

Blue Ray Disk সাধারনত দুই ধরনের হয়ে থাকে

1. BD-R

2. BD-RE

BD-R (Blue Ray Disk Recordable):- এই ধরনের Blue Ray Disk একবার লেখা হয়ে যাওয়ার পর সেই তথ্য মোছা যায় না। 

BD-RE (Blue Ray Disk Recordable Erasable):- এই ধরনের Blue Ray Disk তথ্য লেখা হয়ে যাওয়ার পর সেই তথ্য পড়া যায়, তার সাথে সাথে তথ্য মোছাও যায় এবং পুনরায় তথ্য লেখা যায়। 


Drive (ড্রাইভ) 

সিডি ড্রাইভ হলো যে ড্রাইভ ইউস করে আমরা একটি সিডি দেখতে বা পড়তে পারি বা ইউস করতে পারি সেটাই হলো সিডি ড্রাইভ। কম্পিউটারে সিডিসমূহ চালানোর জন্য ব্যবহৃত একটি ড্রাইভ হলো সিডি রম ড্রাইভ।

সিডি রমে লিখিত তথ্য দেখতে বা পড়ার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয়, তাকে বলা হয় সিডি রম ড্রাইভ (CD-ROM Drive)

মাইক্রো কম্পিউটারে সাধারণত দু’ধরনের সিডি রম ড্রাইভ ব্যবহৃত হয়। যথা–

১. ইন্টারনাল সিডি রম ড্রাইভঃ- ইহা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে স্থাপন করা হয়।

২. এক্সটারনাল সিডি রম ড্রাইভঃ- এই ড্রাইভটি মাদারবোর্ডের একটি পোর্টের মাধ্যমে সংযোজন করা হয়।


ড্রাইভের গতি

গতি বা তথ্য স্থানান্তরের ক্ষমতার ওপর নির্ভর করে এ ড্রাইভকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যথা:

1. Single Speed Drive – ইহা প্রতি সেকেন্ডে ১৫০ কিলোবাইট ডেটা স্থানান্তর করতে পারে। এ ক্ষমতাকে X দ্বারা প্রকাশ করা হয়।

2. Double Speed Drive – এ ধরনের ড্রাইভসমূহ প্রতি সেকেন্ডে 2X বা ৩০০ কিলোবাইট ডেটা স্থানান্তর করতে পারে। বর্তমানে সিডি ড্রাইভের সাথে একটি সংখ্যাবাচক সংখ্যা দেয়া থাকে। সংখ্যাটি মূলত কিলোবাইটের হিসাব। যেমনঃ কোন ড্রাইভে যদি ৪X হয়, তবে তার তথ্য স্থানান্তরের ক্ষমতা হবে 1200 কিলোবাইট/সেকেন্ড। আবার যদি কোন ড্রাইভে ১৮০০ লেখা থাকে, তবে ঐ ড্রাইভের মান হবে (১৮০০ ÷ ১৫০ = ১২) ১২X