Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Excel Advanced Formulas

Description

Excel Advanced Formulas


Excel এ Formula এর মাজে Operator এর ব্যবহার


Symbol

Operator

+

Addition

-

Subtraction

/

Division

*

Multiplication

%

Percent

&

Text Concatenation

^

Exponentiation

=

equal to

>

greater than

<

less than

>=

greater than or equal to

<=

less than or equal to

<>

not equal to

:

Colon

,

Comma

" "

Double Quotation


IF ফাংশন এর ব্যবহার


Fail or Pass বাহির করার নিয়ম

1. মোট Subject এর মধ্যে যদি এক Subject 33 এর নিচে থাকলে Fail আর যদি 33 এর উপরে থাকে তাহলে Pass

সূত্রঃ- =if(C2<33,"Fail","Pass") Enter


2. মোট Subject এর মধ্যে যদি  33 এর  উপরে থাকে তাহলে Pass আর  নিচে থাকলে Fail 

সূত্রঃ- =if(C2>33,"Pass","Fail") Enter


3. মোট Subject এর মধ্যে যদি  33 এর সমান বা উপরে থাকে তাহলে Pass আর  নিচে থাকলে Fail  

সূত্রঃ- =if(C2>=33,"Pass","Fail") Enter


4. মোট Subject এর মধ্যে যদি  33 এর সমান বা নিচে থাকলে Fail উপরে থাকে তাহলে Pass    

সূত্রঃ- =if(C2=<33,"Fail","Pass") Enter



5. Grade বাহির করার নিয়ম 

a. মোট Subject এর মধ্যে 80 এর উপরে পাইলে  A+
b. মোট Subject এর মধ্যে 80 সমান এবং উপরে পাইলে  A+
c. মোট Subject এর মধ্যে 80 নিচে পাইলে  A- 
d. মোট Subject এর মধ্যে 33 নিচে পাইলে  F
e. মোট Subject এর মধ্যে 33 এর সমান এবং উপরে পাইলে  D

সূত্রঃ-

=if(C2>80,"A+") Enter   

=if(C2>=80,"A+") Enter 

=if(C2<80,"A-") Enter   

=if(C2<33,"F") Enter 

=if(C2>=33,"D") Enter


6. একাদিক Subject এর মধ্যে যদি এক Subject 33 এর নিচে থাকলে Fail আর যদি 33 এর উপরে থাকে তাহলে Pass

সূত্রঃ- =IF (MIN (B2:H2) <33"Fail","Pass") Enter


7. DIVISION বাহির করার নিয়ম

750 থেকে এর উপরে পাইলে → [ Star ]
600 থেকে এর উপরে পাইলে → [ 1st Division ] 
450 থেকে এর উপরে পাইলে → [ 2nd Division ] 
330 থেকে এর উপরে পাইলে → [ 3rd Division]
330 এর নিচে পাইলে → [ Fail ]

সূত্রঃ- =if(L2>=750,"star", if(L2>=600,"1sr", if(L2>=450,"2nd", if(L2>=330,"3rd", if(L2<330,"Fail"))))) Enter


8. Fail or Division বাহির করার নিয়ম

সূত্রঃ- =if(MIN(B2:K2)<33,"fail", if(L2>=750,"star", if(L2>=600,"1st", if(L2>=450,"2nd", if(L2>=330,"3rd"))))) Enter


9. Grade বাহির করার নিয়ম 

80 থেকে এর উপরে পাইলে → [ A+ ]
70 থেকে এর উপরে পাইলে → [ A ]
60 থেকে এর উপরে পাইলে → [ A- ] 
50 থেকে এর উপরে পাইলে → [ B ] 
40 থেকে এর উপরে পাইলে → [ C ]
33 থেকে এর উপরে পাইলে → [ D ]

সূত্রঃ- =IF(B2>=80,"A+", IF(B2>=70,"A", IF(B2>=60,"A-", IF(B2>=50,"B", IF(B2>=40,"C", IF(B2>=33,"D")))))) Enter


10Point বাহির করার নিয়ম

A+ পাইলে → [ 5 ] , A পাইলে → [ 4 ] , A- পাইলে → [ 3.5 ] , B পাইলে → [ 3 ] , C পাইলে → [ 2 ] , D পাইলে → [ 1 ]

সূত্রঃ- =IF(C2="A+","5", IF(C2="A","4", IF(C2="A-","3.5", IF(C2="B","3", IF(C2="C","2", IF(C2="D","1")))))) Enter


11. G.P.A (Grade Point Average) বাহির করার নিয়ম

প্রত্যেক Subject এর Grade, Point বাহির করিতে হইবে এবং প্রত্যেক Subject এর  Point গুলি যোগ করিতে হইবে এবং Total Subject দ্বারা ভাগ করিতে হইবে।

সূত্রঃ- =SUM (Total Point) / Total Subject


12. Over Time বাহির করা

Over Time এর জন্য 20 টাকা ঘন্ট। এবং Basic এর জন্য 50 টাকা ঘন্ট করে দিতে হবে

সূত্রঃ-

Over Time বাহির করা
=IF(B2>8,B2-8,0)
Basic Time বাহির করা
=IF(B2>8,8,B2)
Over Tk বাহির করা
=sum(c2*20)
Basic Tk বাহির করা
=sum(D2*50)
Over tk + Basic tk = Total tk বাহির করা
=sum(E2+F2)

Over Time বাহির করার সূত্র

=if(A1>8,(A1-8)*20,0)

Basic Time বাহির করার সূত্র

=If(A1>8,8*15,If(A1=<8,A1*15))

13. Commission নির্ণয় করা

একটি কোম্পানী তাদের বিক্রয় প্রতিনিধিদের বিক্রয়ের উপর ভিত্তিকরে কমিশন দেবে শর্তগুলো হলো।
1. বিক্রয় ১০০০০ টাকার কম হয় তাহলে কমিশন২.৫%
2. বিক্রয় ১০০০০ টাকা থেকে ৩০০০০ টাকা হলে কমিশন ৫%
3. বিক্রয় ৩০০০০ টাকার উপরে এবং ৫০০০০ টাকার মধে হলে কমিশন ৭%
4. বিক্রয় ৫০০০০ টাকার উধ্বে হলে কমিশন ১০%

=IF(B2<10000,B2*2.5%,IF(AND(B2>=10000,B2=<30000),B2*5%,IF(AND(B2>30000,B2=<50000),B2*7%,IF(B2>50000,B2*10%))))


14. বিদ্যুৎ বিল তৈরি করা 

1. বিদ্যুৎ খরচ ১ থেকে ২০০ ইউনিট পর্যন্ত হলে ১.৭৫
2. বিদ্যুৎ খরচ ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত হলে ২.৫০
3. বিদ্যুৎ খরচ ৪০১ থেকে ৫০০ ইউনিট পর্যন্ত হলে ৩.৭৫
4. বিদ্যুৎ খরচ ৫০০ ইউনিট এর উপরে হইলে ৪.৫০

=IF(C2=<200,C2*1.75,IF(C2=<400,C2*2.5,IF(C2=<500,C2*3.75,IF(C2>500,C2*4.5))))

15. Salary Sheet তৈরি

1. House Rent Basic Salary এর 50%
2. Medical Allowance Basic এর 10%
3. Provident Found এর 15%
4. Income Tax Basic এর 2000 এর নিচে হইলে 0%
5. Income Tax 2000 থেকে 5000 পর্যন্ত হইলে 5%
6. Income Tax 5000 এর উপরে হইলে 10%

House Rent এর জন্য
=SUM(B2*50%)
Medical Allowance এর জন্য
=SUM(B2*10%)
Provident Found এর জন্য
 =SUM(B2*15%)
Tax এর জন্য
=IF(B2<2000,0,IF(AND(B2>=2000,B2=<5000),B2*5%,IF(B2>5000,B2*10%)))
Provident Found এবং Tax , Salary এর সাথে যোগ করা হবেনা
 =SUM(B2+C2+D2)-(E2+F2)

16. কমিশন নির্ণয়

1. একটি বইয়ের মূল্য ৩৮০ টাকা ডিসকাউন্ট ১৫% 
2. একটি বইয়ের মূল্য ৪৫০ টাকা ডিসকাউন্ট ২০% 
3. একটি বইয়ের মূল্য ৩৮০ টাকা ডিসকাউন্ট ১৫% 
4. একটি বইয়ের মূল্য ৫৫০ টাকা ডিসকাউন্ট ১০% 
5. একটি বইয়ের মূল্য ৬৯০ টাকা ডিসকাউন্ট ৩৫% 

সূত্রঃ- =SUM(B2*15%)অথবা =SUM(B2*C2)

17. যদি বেতন 5,000 হতে 10,000 এর মধ্যে হয় তাহলে 2%, বেতন যদি 10,000 এর উপরে এবং 20,000 এর মধে হলে 5%, বেতন যদি 20,000 এর উপরে হলে 7% টেক্স আর না হলে Nome দেখাবে।

সূত্রঃ- =IF(AND(B2>=5000,B2=<10000),B2*2%,IF(AND(B2>10000,B2=<20000),B2*5%,IF(B2>20000,B2*7%,"Nane")))

18. একজন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা করে কাজকরে। প্রতি ঘন্টার মজুরী 20 টাকা, 30 দিন পর সে কত টাকা পাবে।

সূত্রঃ- =SUM(B2*C2*D2)

19. একটি অফিস বা প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারিদেরকে বলাহলো ১দিন অফিসে না আসার জন্য Total Salary থেকে 100 টাকা করে কাটা হবে। মাস শেষে সে কত টাকা পাবে।

সূত্রঃ- =SUM(B2-C2*D2)

20. কর্মকর্তা ও কর্মচারি বৃন্ধদেরকে শর্ত মোতাবেগ বলা হলো

a. মোট বেতন 5,000 থেকে এর উপরে পাইলে 1 দিনের জন্য মোট বেতন থেকে 100 টাকা কাটা হবে।
b. মোট বেতন 10,000 থেকে এর উপরে পাইলে 1 দিনের জন্য মোট বেতন থেকে 200 টাকা কাটা হবে।
c. মোট বেতন 15,000 থেকে এর উপরে পাইলে 1 দিনের জন্য মোট বেতন থেকে 300 টাকা কাটা হবে।
d. মোট বেতন 20,000 থেকে এর উপরে পাইলে 1 দিনের জন্য মোট বেতন থেকে 400 টাকা কাটা হবে।
e. মোট বেতন 5,000 এর নিচে পাইলে কোন বেতন কাটা হবেনা।

সূত্রঃ- =IF(B2>=5000,B2-(C2*100),IF(B2>=10000,B2-(C2*200),IF(B2>=15000,B2-(C2*300),
IF(B2>=20000,B2-(C2*500),IF(B2<5000,B2)))))

21. যে কোন একটি বিষয়ে ৪০ বা তার উপরে পাইলে পাস অর্থৎ ইংলিশবাংলাঅংক যে কোন এক বিষয়ে পাস করলেই পাস 

সূত্রঃ =if(OR(A3>=40,B3>=40,C3>=40),”pass”,”faill”)


22. প্রতিটি  বিষয়ে আলাদা আলাদা ৪০ তার উপরে পেতে হবে অর্থৎ বাংলাইংলিশঅংকে ৪০ বা এর উপরে পেতে হবে

=if(and(A3>=40,B3>=40,C3>=40),”pass”,”faill”)