Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

PowerPoint Home Menu

Description

PowerPoint Home Menu


Clipboard Group

Cut - লেখার যে কোন অংশ কেটে অন্য জায়গায় বসানোই হচ্ছে Cut

Copy - নকল করা অনুলিপি করা বা একাদিক করা

paste - Paste হচ্ছে স্থাপন করা বা জোরা লাগানো 

Format Painter - কোন লেখার স্টাইল বা ফরমেট কপি করে অন্য লেখার উপর প্রয়োগ করার জন্য এ টুলটি ব্যবহার করা হয় । নির্বাচিত তথ্যাবলি থেকে ফরমেট কপি করে অন্য তথ্যাবলির উপর প্রয়োগ করার জন্য এ টুলটি ব্যবহার করা হয় ।


Slides Group

New Slide - নতুন স্লাইড Add করা 

Layout - স্লাইডের ধরন বা নকশা

Reset - স্লাইডের  Placeholder ‍Size এলোমেলো হলে তা Reset করা 

Section - স্লাইডগুলোকে সেকশনে ভাগ করা  


Font Group

bold - নির্বাচিত তথ্যাবলি বোল্ড ( মোটা বা গাঢ় ) আকারে উপস্থাপন করা

Italic - নির্বাচিত তথ্যাবলি ইটালিক ( বাঁকা ) আকারে উপস্থাপন করার জন্য 

Under line - নির্বাচিত তথ্যাবলিকে আন্ডারলাইন দেয়ার জন্য 

Text Shadow - নির্বাচিত টেক্সটসমূহে ছায়া দেয়া

Strickethrough - নির্বাচিত টেক্সটসমূহের মাঝে লাইন টানা

Character Spacing - লেটার বা ক্যারেক্টার স্পেসিং

Change Case - নির্বাচিত টেক্সটসমূহের কেস (নির্বাচিত টেক্সট ছোট হাতের, বড় হাতের ইত্যাদি ফরমেটে) পরিবর্তন করা

Font color - লেখা বা ফন্ট গুলোকে ভিবিন্ন রং এর মাধ্যমে উপস্থাপন করার জন্য । লেখার কালারকে ফন্ট কালার বলে

Font - ডকুমেন্টে আমরা যে স্টাইল এর অক্ষর দিয়ে লেখী তাকে Font বলা হয়। যেমনঃ Times New Roman, Arial, SutonnyMJ ইত্যাদি। প্রত্যেকটি ফন্টের ষ্টাইল একেক রকম। ডকুমেন্টে একাধিক ষ্টাইলের ফন্ট ব্যবহার করে আরো সুন্দর ও পরিচ্ছন্নভাবে উপস্থাপন করা যায়।

Font Size - ফন্টের আকার (ছোট বা বড় ) নির্ধারণ করার জন্য এ টুলটি ব্যবহার করা হয় 

Increase Font Size - নির্বাচিত টেক্সটসমূহের ফন্ট সাইজ বৃদ্ধি করা

Decrease Font Size - নির্বাচিত টেক্সটসমূহের ফন্ট সাইজ হ্রাস করা

Clear All Formatting - নির্বাচিত টেক্সটসমূহের সকল প্রয়োগকৃত ফরমেট বাতিল করা


Paragraph Group

Align Left - নির্বাচিত টেক্সট বা টেক্সটসমূহ বাম মার্জিন বরাবর অবস্থান করবে

Align Center - নির্বাচিত টেক্সট বা টেক্সটসমূহ ডান এবং বাম মার্জিনের মাঝে অবস্থান করবে

Align Right - নির্বাচিত টেক্সট বা টেক্সটসমূহ ডান মার্জিন বরাবর অবস্থান করবে

Justify - নির্বাচিত টেক্সট বা টেক্সটসমূহ ডান এবং বাম মার্জিন বরাবর লাইনের অবস্থান সমান করবে। প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রযোজ্য

Add or Remove Columns - স্লাইডের লেখাগুলোকে কলাম আকারে সাজানোর জন্য

Bullets- বুলেটলেখার শুরুতে প্রতিক বা চিহ্ন দেয়া

Numbering- নাম্বারিংলেখার শুরুতে নাম্বারিং করা

Decrease List Levelবুলেট বা নাম্বারিং লিস্টগুলোকে বাম দিকে সরানো 

Increase List Levelবুলেট বা নাম্বারিং লিস্টগুলোকে ডান দিকে সরানো 

Line Spacing - লাইন স্পেসিং পরিবর্তন করা

Text Direction - Text বা লেখা গুলোকে বিভিন্ন দিকে সাজানোর জন্য, লেখার দিক পরিবর্তন করা

Align Text - Text বা লেখা গুলোকে  উপরে - নিচের - মাঝখানে সাজানোর জন্য

Convert to SmartArt Graphic


Drawing Group

Shapes - বিভিন্ন ধরনের চিত্রের Shapes আঁকা বা অংকন করার জন্য

Arrange - অবজেক্টসমূহকে বিভিন্নভাবে সাজানো 

Bring to Front 

সিলেক্টকৃত অবজেক্টকে অন্য অবজেক্টের উপরে আনার জন্য, একাধিক অবজেক্ট থাকলে সবার উপরে আসবে

Send to Back

সিলেক্টকৃত অবজেক্টকে অন্য অবজেক্টের নিচে নেয়ার জন্য, একাধিক অবজেক্ট থাকলে সবার নিচে যাবে

Bring Forward

একাধিক অবজেক্ট থাকলে Bring Forward অপশন দ্বারা কোন অবজেক্ট একটি অবজেক্টের উপরে আনা যাবে

Send Backward

একাধিক অবজেক্ট থাকলে Send Backward অপশন দ্বারা কোন অবজেক্ট একটি অবজেক্টের নিচে নেয়া যাবে

Group

অবজেক্টসমূহ গ্রুপ করা । স্লাইডের যে অবজেক্টসমূহ গ্রুপ করতে চান কীবোর্ডের Shift কী ধরে সিলেক্ট করুন

Align - অবজেক্টসমূহ এলাইন করা বা ডিস্ট্রিবিউট করা 

Rotate অবজেক্ট রোটেড বা ঘুরানো

Flip Vertical: সিলেক্টকৃত অবজেক্ট আনুভূমিকভাবে উল্টানোর জন্য

Flip Horizontal: সিলেক্টকৃত অবজেক্ট লাম্বিকভাবে উল্টানোর জন্য


Editing Group

Find - ডকুমেন্টের মধ্যে কোন লেখা খুজার জন্য

Replace - ডকুমেন্টের একাধিক জায়গায় অবস্থিত কোন শব্দকে অন্য কোন শব্দ দ্বারা প্রতিস্থাপন করার জন্য

Select All - ডকুমেন্টের সবগুলো লেখা এক সাথে সিলেক্ট বা ব্লক করার জন্য 

Select Objects - ডকুমেন্টের এর ভিতরে যদি এক সাথে Text এবং Objects অথবা কোন ধরনের ছবি থাকে সেখান থেকে Text বাদে শুধু মাত্র Objects এবং ছবি Select করার জন্য