Use this text to share information about your brand with your customers. Describe a product, share announcements, or welcome customers to your store.
কম্পিউটার হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো কার্যকর রাখার জন্য সাহায্যকারী প্রোগ্রামসমূহকে সিস্টেম সফটওয়্যার বলে
সিস্টেম সফটওয়্যারের আরেক নাম অপারেটিং সিস্টেম । ইহা কম্পিউটারকে ব্যবহার উপযোগী করে তোলে ।
সিস্টেম সফটওয়্যার হল এমন এক প্রকার প্রোগ্রামের সমষ্টি যেগুলোর সাহায্যে কম্পিউটার সকল হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে সমর্থন এবং সাহায্য করে । সিস্টেম সফটওয়্যার কম্পিউটার ব্যবহারকারীর সাথে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যোগাযোগ স্থাপন করে ।সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার পরিচালনা করা যায় না
সিস্টেম
সফটওয়্যার এর উদাহরণ
Operating System (Windows 7, Windows 8, Windows
10, MAC, Android) এবং
Language Translator, Assembler, Compiler, Interpreter এগুলি সিস্টেম
সফটওয়্যার এর উদাহরণ
৩. সিস্টেম সাপোর্ট সফটওয়্যার
সিস্টেম সাপোর্ট সফটওয়্যার দিয়ে কম্পিউটার ব্যবহারকারী সার্ভিস প্রদানের প্রোগ্রাম এবং কাজের হিসাব নিকাশসহ ইত্যাদি কাজ সম্পাদন করতে পারে ।সিস্টেম সাপোর্ট সফটওয়্যার বিভিন্ন ধরনের হয়ে থাকে