Use this text to share information about your brand with your customers. Describe a product, share announcements, or welcome customers to your store.
সফটওয়্যার | ফার্মওয়্যার |
১. কম্পিউটার দিয়ে কোন কাজ করার জন্য ধারাবাহিক ভাবে সজ্জিত নির্দেশকে সফটওয়্যার বলে | ১. কম্পিউটার তৈরির সময় তাকে পরিচালনা করার জন্য স্থায়ীভাবে রাখা দরকার এমন সব নির্দেশ কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি স্থায়ীভাবে কম্পিউটারে সংরক্ষণ করে দেয় যাকে ফার্মওয়্যার বলে |
2. সফটওয়্যারকে পরিবর্তন, পরিবর্ধন করে নতুন করে ইন্সটল করে কাজ করা যায় | ২. ফার্মওয়্যার প্রোগ্রামসমূহ ব্যবহার করা যায় তবে মুছে ফেলা যায় না বা কোন রকম পরিবর্তন করা যায় না |
৩. কম্পিউটার সক্রিয় থাকলে ইউজারের চাহিদামতো বিভিন্ন কাজ করে থাকে | ৩. কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ দেয়ার পর ফার্মওয়্যার প্রোগ্রাম সর্বাগ্রে সক্রিয় হয়ে অন্যান্য সফটওয়্যারকে কার্যকর করে প্রধান মেমোরিতে লোড করে |
৪. যেকোন গ্রাফিক্স সফটওয়্যার, এপ্লিকেশন সফটওয়্যার | ৪. রম বায়োস একটি ফার্মওয়্যার |