Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Palette Box

Description

Palette Box


Palette Box  বিভিন্ন প্যালেটের কাজ

এডৌবি ফটোশপ প্যাকেজে বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরীর ক্ষেত্রে ইমেজ এবং টেক্সট সমূহকে সুন্দর  আকর্ষণীয় ভাবে তৈরীর জন্য প্যালেট সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা প্যালেট সমূহের সহায়তায় ইমেজ বা টেক্সট সমূহের প্রতিটি অংশকে স্বল্প সময়ে সুন্দর  আকর্ষণীয় করে উপস্থাপন করা যায়  সাধারণভাবে পর্দায় প্যালেট গুলো প্রদর্শিত হয় না। Window মেনু থেকে প্রয়োজনীয় প্যালেট ক্লিক করে তা প্রদর্শন করা যায় 

1. Navigator Palette 

2. Info Palette

3. Color Palette 

4. Swatch Palette 

5. Style Palette.

6. History Palette 

7. Actions Palette 

8. Tool Presets Palette

9. Layers Palette 

10. Channels Palette 

11. Paths Palette

12. Brushes Palette 

13. Character Palette

14. Paragraph Palette


Palette Work - বিভিন্ন প্যালেটের কাজ

1. Navigator Palette - ( নেভিগেটর প্যালেট ) 

নেভিগেটর প্যালেট ব্যবহার করে অ্যাকটিভ ইমেজকে বড়-ছোট করে দেখা যায়

2. Info Palette - ( ইনফো প্যালেট ) - 

এই প্যালেট নির্বাচন করে ইমেজের যে কোন অংশ মাউস পয়েন্ট নিলে রঙের মিশনের মান প্রদর্শিত হবে

3. Color Palette - ( কালার প্যালেট ) - 

 প্যালেট নির্বাচন করে রঙ এর কাজ করা যায় 

4. Swatches Palette - ( সোয়াচ প্যালেট ) - 

 প্যালেটটিও নির্বাচন করে রঙ এর কাজ করা যায় 

5. Style Palette - ( স্টাইল প্যালেট ) - 

 প্যালেট নির্বাচন করে বিভিন্ন প্রকার Style Apply করা যায়  

6. History palette - ( হিস্ট্রি প্যালেট ) - 

বর্তমান ইমেজ ফাইলে যত কাজ করা হয়েছে তার তালিকা প্রদর্শিত হবে। এখানে ডিসিলেক্ট করে ইমেজের উপর কাজকে বাতিল করা যায় 

7. Action Palette - ( এ্যাকশন প্যালেট ) -  

এ্যাকশন প্যালেট এ্যাকশন বা কমান্ড সিরিজ সংক্রান্ত কাজ করা যায় 

8. Tool Presets Palette - ( টুল প্রিসেট প্যালেট ) - 

 প্যালেট নির্বাচন করে Tool Setting এর কাজ করা যায় 

9. Layers Palette - ( লেয়ার প্যালেট ) -  

এ প্যালেটটি নির্বাচন করে একটিভ ইমেজের লেয়ারসমূহ প্রদর্শিত হবে । যেমন- নতুন লেয়ার তৈরি, লেয়ার মুছা, লেয়ার মার্জ করা, লেয়ার মুভ করা, কপি করা ইত্যাদি কাজ করা যায় 

10. Channels Palette - ( চ্যানেল প্যালেট ) - 

এই প্যালেট নির্বাচিত ইমেজের কালার মোড অনুসারে বিভিন্ন রঙ চ্যানেলে প্রদর্শিত হয় । নতুন চ্যানেল তৈরি করা, চ্যানেল মুছা এবং চ্যানেল সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করা যায়  

11. Paths Palette - ( পাথ প্যালেট ) -  

পাথ প্যালেটের বিভিন্ন কমান্ড বাটন এবং মেনু ব্যবহার করে পাথ সংক্রান্ত বিভিন্ন কাজ করা যায় 

12. Brushes Palette - ( ব্রাশ প্যালেট ) -  

ব্রাশ নির্বাচন করলে পেইন্টব্রাশইরেজারপেন্সিলহিস্টোরি ব্রাশের আকার নির্বাচিত ব্রাশ হবে 

13. Character Palette - ( কেরেক্টার প্যালেট ) - 

Photoshop Package এর মধ্যে সম্পাদিত Image  Text সংযোজন করার জন্য এই Palette টি ব্যবহার করা হয় 

14. Paragraph Palette - ( প্যারেগ্রাফ ) - 

Photoshop Package এর মধ্যে সম্পাদিত Image  Paragraph Setting করার জন্য এই Palette টি ব্যবহার করা হয়