Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

PowerPoint Interface

Description

PowerPoint Interface


Slide-স্লাউড 

উত্তর:- প্রেজেন্টেশনের এক একটি খন্ডের নাম হচ্ছে স্লাইড। একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকতে পারে। এই স্লাইড গুলোর মাধ্যমে প্রতিটি বিষয়ে আপনার প্রেজেন্টেশন বা উপস্থাপনা তুলে ধরতে পারেন।

Placeholder Click to add title লেখাটি যে বক্স এর ভিতর থাকে সে বক্সটিকে  Placeholder বলে 

Placeholder Text - যে বক্স এর ভিতরে Click to add title লেখাটিকে Placeholder Text বলে 

Animations (এ্যানিমেশন ) এনিমেশন শব্দটি স্লাইডে টেক্সট ও অবজেক্ট এর মুভমেন্টকে বুঝায়

Slide Pane-স্লাইড প্যান - পাওয়ারপয়েন্ট উইন্ডোর বেশির ভাগ যায়গা জুড়ে স্লাইড প্যানের অবস্থান । এখানে স্লাইড তৈরি ও সম্পাদনার কাজ করা হয়

Thumbnails Pane - থাম্বনেইল্‌স প্যান 

উত্তর:- পাওয়ারপয়েন্ট উইন্ডোর বাম দিকে থাম্বনেইল্‌স প্যানের অবস্থান । এখানে স্লাইডসমূহের থাম্বনেইল প্রদর্শিত হয়, এখান থেকে স্লাইডের ক্রম পরিবর্তন  করা ছাড়াও আরও অনেক কাজ করা যায় ।

Quick Access Tools Bar

উত্তর:- কাজ করার সময় কিছু কমান্ড আমাদের ঘন ঘন ব্যবহার করতে হয়। বার বার ট্যাব এ না গিয়ে ঐ কমান্ডগুলোকে Quick access toolbar এ রেখে আমরা দ্রুততার সহিত কাজ করতে পারি

View Tools Bar - ডকুমেন্ট ভিউ পরিবর্তন করা 

Notes pane-নোটস প্যান নরমাল মোডে থাকা অবস্থায় এই অংশে বর্তমান স্লাইড সম্পর্কে নোট লিখে রাখা যায় যা পরবর্তিতে প্রেজেন্টেশনের সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে করতে সহায়তা করে 

 স্লাইড কাউন্টার এখানে বর্তমান স্লাইডটির নম্বর প্রদর্শিত হয়


স্লাইড প্যান / আউটলাইন পেন 

উত্তর:- আউটলাইন পেন এটি থেকে আমরা স্লাইডগুলোকে আলাদা আলাদা দেখতে পারি । আউটলাইন পেন থেকে আমরা স্লাইড এর কনটেন্ট (বিষয়বস্তু) এডিট (সংশোধন) করতে পারি 

স্লাইড আইকন বক্স - এই বক্সে স্লাইডের ছোট রূপ প্রদর্শিত হয়। এতে করে সহজে স্লাইড সম্পর্কে জানা যায়


Ribbon- রিবন -পাওয়ারপয়েন্ট উইন্ডোর টাইটেল বারের নিচের দিকে স্থাপিত মেনুবার এবং টুলবারের সমন্বিত সেকশনকে রিবন বলা হয়


Comments Pane-কমেন্টস প্যান -  Comments Pan বাটনের মাধ্যমে প্রেজেন্টেশন্ সম্পর্কে মন্তব্য করা যায় 


View Shortcut Toolbar-ভিউ শর্টকাট টুলবার - পাওয়ারপয়েন্ট -এ চার ধরনের ভিউ রয়েছে যথা: Normal, Slide Sorter, Reading View, Slide Show  নিম্নে এগুলোর বর্ণনা দেওয়া হল

Normal View নরমাল ভিউতে অনেকগুলো Pane থাকে যেমন: Thumbnail Pane, Slide Pane, Notes Pane, Slide Pane । প্রেজেন্টেশন তৈরির বেশির ভাগ কাজ নরমাল ভিউতে সম্পন্ন করা হয় ।

Slide Sorter View - Slide Sorter View তে স্লাইডগুলো থাম্বনেইল আকারে বাম থেকে ডানে  দেখা যায় । এই ভিউতে খুব সহজে স্লাইডগুলোর ক্রম পরিবর্তন করা ছাড়াও কোনো স্লাইডকে খুব সহজে Duplicate করা, Delete করা, Background পরিবর্তন করা যায় । স্লাইডসমূহের আকার ছোট-বড় করতে Zoom Slider ব্যবহার করা হয় । Zoom Slider কে বামে ড্রাগ করলে স্লাইডের আকার ছোট হবে এবং Zoom Slider কে ডানে ড্রাগ করলে স্লাইডের আকার বড় হবে ।

Reading View Reading View তে খুব সহজে স্লাইডগুলোর Preview দেখা যায়অনেকটা Slide Show View -এর মত । স্ট্যাটাস বারটি স্ক্রীনে দেখা যায় । Navigation Button অর্থাৎ Pervious Button এবং Next Button  ব্যবহার করে এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়া যায়

Slide Show View - Slide Show View  তে স্লাইডগুলোকে সম্পূর্ণ স্ক্রীণ জুড়ে দেখা যায় । প্রজেক্টর ব্যবহার করে প্রেজেন্টেশনকে আরো বড় আকারে উপস্থাপন করা যায় । Slide Show চলাকালীন সময়ে মাউসের রাইট বাটনে ক্লিক করলে কিছু প্রয়োজনীয় টুল পাওয়া যায়, যা প্রেজেন্টেশনকে বিস্তারিতভাবে উপস্থাপনে সহায়তা করে ।

Zoom Slider - জুম স্লাইডারে ক্লিক ও ড্রাগ করে স্লাইডকে ছোট ও বড় করে দেখা যায় । এছাড়াও জুম স্লাইডারের প্রথমে  Zoom in এবং শেষে Zoom Out -এ ক্লিক করেও স্লাইডকে ছোট-বড় করা যায় ।

Zoom Dialog Box জুম ডায়ালগ বক্সের মাধ্যমে নির্দিষ্ট অনুপাতে স্লাইডের আকার পরিবর্তন করা যায় 

Fit Slide to Current Window স্লাইডকে Slide Pane -এর আয়তন অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে বড় করে দেখার জন্য Fit Slide to Current Window বাটোন ব্যবহার করা হয় ।