Use this text to share information about your brand with your customers. Describe a product, share announcements, or welcome customers to your store.
উত্তর:- কাজ করার সময় কিছু কমান্ড আমাদের ঘন ঘন ব্যবহার করতে হয়। বার বার ট্যাব এ না গিয়ে ঐ কমান্ডগুলোকে Quick access toolbar এ রেখে আমরা দ্রুততার সহিত কাজ করতে পারি
উত্তর:- আউটলাইন পেন এটি থেকে আমরা স্লাইডগুলোকে আলাদা আলাদা
দেখতে পারি । আউটলাইন পেন থেকে আমরা স্লাইড এর কনটেন্ট (বিষয়বস্তু) এডিট (সংশোধন) করতে
পারি
Normal View - নরমাল ভিউতে অনেকগুলো Pane থাকে যেমন: Thumbnail Pane, Slide Pane, Notes Pane, Slide Pane । প্রেজেন্টেশন তৈরির বেশির ভাগ কাজ নরমাল ভিউতে সম্পন্ন করা হয় ।
Slide Sorter View - Slide Sorter View তে স্লাইডগুলো থাম্বনেইল আকারে বাম থেকে ডানে দেখা যায় । এই ভিউতে খুব সহজে স্লাইডগুলোর ক্রম পরিবর্তন করা ছাড়াও কোনো স্লাইডকে খুব সহজে Duplicate করা, Delete করা, Background পরিবর্তন করা যায় । স্লাইডসমূহের আকার ছোট-বড় করতে Zoom Slider ব্যবহার করা হয় । Zoom Slider কে বামে ড্রাগ করলে স্লাইডের আকার ছোট হবে এবং Zoom Slider কে ডানে ড্রাগ করলে স্লাইডের আকার বড় হবে ।
Reading View - Reading View তে খুব সহজে স্লাইডগুলোর Preview দেখা যায়, অনেকটা Slide Show View -এর মত । স্ট্যাটাস বারটি স্ক্রীনে দেখা যায় । Navigation Button অর্থাৎ Pervious Button এবং Next Button ব্যবহার করে এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়া যায়
Slide Show View - Slide Show View তে স্লাইডগুলোকে সম্পূর্ণ স্ক্রীণ জুড়ে দেখা যায় । প্রজেক্টর ব্যবহার করে প্রেজেন্টেশনকে আরো বড় আকারে উপস্থাপন করা যায় । Slide Show চলাকালীন সময়ে মাউসের রাইট বাটনে ক্লিক করলে কিছু প্রয়োজনীয় টুল পাওয়া যায়, যা প্রেজেন্টেশনকে বিস্তারিতভাবে উপস্থাপনে সহায়তা করে ।
Zoom Slider - জুম স্লাইডারে ক্লিক ও ড্রাগ করে স্লাইডকে ছোট ও বড় করে দেখা যায় । এছাড়াও জুম স্লাইডারের প্রথমে Zoom in এবং শেষে Zoom Out -এ ক্লিক করেও স্লাইডকে ছোট-বড় করা যায় ।
Zoom Dialog Box - জুম ডায়ালগ বক্সের মাধ্যমে নির্দিষ্ট অনুপাতে স্লাইডের আকার পরিবর্তন করা যায়