Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee
Women

Excel Interface

Description

Excel Interface


Title bar - টাইটেল বার

উত্তর:- Excel Windows এর শীর্ষদেশে Microsoft Excel-Book 1 লেখা বারটিকে Title bar (টাইটেল বার) বলে। সেভ করা কোন ফাইল বা ডকুমেন্ট ওপেন করলে এই বারে সেভ করা ফাইলের নামটি প্রদর্শিত হয়। এর ডান পাশে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ ও কোজ বার্টন থাকে

Menu bar - মেনো বার

উত্তর:- টাইটেল বারের নীচে File, Home, Insert, Page Layout, Formulas, Data, Review, View ইত্যাদি লেখা বারকে Menu bar বলে

Tools bar 

উত্তর:- মেনু বারের নীচে বিভিন্ন প্রতীক সম্বলিত বারকে টুলবার বলে। প্রত্যেকটি প্রতীকের বাটনকে আইকন বা টুল বাটন বলা হয়

রিবন -  টাইটেল বারের নিচের অংশকে রিবন বলা হয়। বিরনের মধ্যে বিভিন্ন ট্যাব রয়েছে। আর এই ট্যাবের অধীনে বিভিন্ন গ্রুপে সম্পর্কিত কমান্ডসমূহ থাকে


ফর্মূলা বার - নেম বক্সের ডানে বক্সটিই ফর্মূলা বার। এখানে কোন সেলে ইনপুটকৃত ফাংশন এবং ফর্মূলা প্রদর্শিত হয়

Formula bar কি

উত্তর:- টুলবারের নীচে লম্বা দু’টি অংশে বিভক্ত বারটিকে ফর্মূলা বার বলা হয়। ফর্মূলা বারের বাম পাশের অংশ যেখানে সেল এড্রেস প্রদর্শিত হয় সে অংশকে Name Box  বলা হয়। মাইসের পয়েন্টার বা কার্সর যে সেল এ রাখা হবে Name Box -এ সেই সেলের এড্রেস প্রদর্শিত হবে। Name Box এর ডান পাশেই Formula Box, এই বক্সে ফর্মূলা প্রদর্শিত হয়

Name Box - নেম বক্স - বিরনের নিচে বায়ে প্রদর্শিত বক্সকে নেম বক্স বলা হয়। এখানে সিলেক্টেড সেলের সেল এড্রেস প্রদর্শিত হয়


Row Bar বা রো হেডার - ওয়ার্কশিটের বায়ে 1, 2, 3 প্রদর্শিত বারকে রো হেডার বলে। এখানে রো এর হেডিং প্রদর্শিত হয়। এ রো হেডিং এ ক্লিক করে রো সিলেক্ট করা যায়


Column Bar বা কলাম হেডারওয়ার্কশিটের ওপরে A, B, C, D প্রদর্শিত বারকে কলাম হেডার বলে। এখানে কলাম এর হেডিং প্রদর্শিত হয়।  কলাম হেডিং  ক্লিক করে কলাম সিলেক্ট করা যায়

Cell - সেল - ওয়ার্কশিটের প্রতিটি ক্ষুদ্র আয়াতক্ষেত্রই এক একটি সেল 

Sheet Tab - শিট ট্যাবওয়ার্কশিটের নিচে স্ট্যাটাস বারের ওপরে শিট ট্যাব প্রদর্শিত থাকে। এই ট্যাবে ক্লিক করে কোন শিট এ্যাকটিভ করা যায়। যা Sheet1 নামে প্রদর্শিত থাকে। প্রয়োজনে ট্যাবের নাম পরিবর্তন করা যায়

Task Pen - টাস্কপ্যান -



Vertical and Horizontal Scroll bar কি

উত্তর:- এক্সেলের অনেক বড় ডকুমেন্টে কাজ করার সময় পর্দায় সব দেখা যায় না। প্রয়োজন অনুসারে দ্রুত ডকুমেন্ট এর যে কোন জায়গায় গিয়ে পর্দায় প্রদর্শন করার সুবিধার্থে পর্দার ডানদিকে ভার্টিকেল স্ক্রলবার এবং পর্দার নীচে হরিজন্টাল স্ক্রলবার আছে। এই স্ক্রলবার দু’টোর ডানে ও বামে দু’টো এরো বাটন আছে। মাউসের পয়েন্টার দিয়ে এই এরো বাটন এ ক্লিক করে অথবা স্ক্রল করে উপর নীচে ইচ্ছামত দেখা যায় বা যাওয়া যায়


হরিজোন্টাল স্ক্রোলবার - ওয়ার্কশিটে তথ্য ডানে-বায়ে প্রদর্শিত করার জন্য হরিজোন্টাল স্ক্রোলবার ব্যবহৃত হয়। এটি ওয়ার্কশিটের নিচে জুম অপশনের ওপরে আনুভূমিকভাবে প্রদর্শিত থাকে

ভার্টিক্যাল স্ক্রোলবার - ওয়ার্কশিটে তথ্য ওপরে-নিচে প্রদর্শিত করার জন্য ভার্টিক্যাল স্ক্রোলবার ব্যবহৃত হয়। এটি জুম অপশনের ওপরে লাম্বিকভাবে প্রদর্শিত থাকে

স্ট্যাটাস বার - স্ট্যাটাস বারের ডানে ওয়ার্কশিট ডেটা বিভিন্নভাবে প্রদর্শনের জন্য নরমাল, পেইজ লেআউট, পেইজ ব্রেক প্রিভিউ অপশনগুলি ব্যবহৃত হয়। তাছাড়া স্ট্যাটাস বারের সবার ডানে জুম অপশনটি প্রদর্শিত থাকে।


Status bar কি
উত্তর:- ওয়ার্কবুক উইন্ডোর সর্বনিম্নে টাস্ক বারের উপরের বারকে স্টেটাস বার বলা হয়। এতে ডকুমেন্টের স্টেটাস বা অবস্থা প্রদর্শিত হয়






Quick Access Toolbar - কুইক একসেস টুলবার

উত্তর:- কুইক একসেস টুলবারটি সবার উপরে বাম কোনায় অবস্থান করে; যার মধ্যে ডিফল্ট অবস্থায় Save, Undo, Redo কমান্ডসমূহ রয়েছে।

Work Sheet Tab - ওয়ার্কশিট ট্যাব

উত্তর:- স্প্রেডশিটের নিচের-বাম কোনায় ওয়ার্কশিট ট্যাব রয়েছে। সাধারণত ডিফল্ট অবস্থায় ৩টি ওয়ার্কশিট থাকে

Page View - পেইজ ভিউ

উত্তর:- এক্সেল উইন্ডোর নিচের-ডান কোনায় Page View অপশনটি লক্ষ্য করুন। এর অপশনগুলো হলো: Normal, Page Layout এবং Page Break। সাধারণত ডিফল্ট অবস্থায় Normal ভিউ অবস্থায় থাকে। কাজের প্রয়োজনে ভিউ পরিবর্তন করা যায়

Normal: ডিফল্ট অবস্থায় এই অপশন সিলেক্ট করা থাকে।
Page Layout: পেজ লেআউট ভিউ প্রদর্শনের জন্য এই অপশন সিলেক্ট করতে হয়।
Page Break: পেজ ব্রেক ভিউ প্রদর্শনের জন্য এই অপশন সিলেক্ট করতে হয়।