Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee

Networking-Short-Q

Short Question :- A

উত্তর :- আরপানেট-এর পূর্ণ অর্থ হলো অ্যাডভান্সড রিসার্স প্রজেক্ট এডমিনিস্টেশন নেটওয়ার্ক-Advanced Research Projects Administration Network. এর মাধ্যমেই প্রথম ইন্টারনেটের যাত্রা শুরু হয় । ১৯৬৯ সালে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের UCLA ল্যাবরেটরিতে আরপানেটের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় প্রথম কম্পিউটার যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়

উত্তর :- Lo

উত্তর :- আরপা-এর পূর্ণ অর্থ হচ্ছে -Advanced Research Projects Agency. মার্কিন যুক্তরাস্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইন্টারনেট উন্নয়নের জন্য এই এজেন্সি চালু করে । এই এজেন্সির তত্ত্বাবধানে তৈরি হয়েছিল আরপানেট

উত্তর :- ARCnet এর পূর্ণ অর্থ হচ্ছে-Attached Resource Computer Network. এটি একটি নেটওয়ার্ক পদ্ধতি বিশেষ । এই পদ্ধতিটি সাধারণত ছোট খাটো নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে প্রয়োগ করা হয় । এতে কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেট পেয়ার এবং ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার করা হয়

উত্তর :- এডিএসএল-এর পূর্ণ অর্থ হলো অ্যাসেমেট্রিক ডিজিটাল সাবসক্রিপার লাইন-Asymmetric Digital Subscriber Line. এডিএসএল-এ সিগন্যাল থেকে ভয়েস ও ডাটা খুব সহজেই পৃথক করা যায় । এডিএসএল সর্বোচ্চ ৮ মেগাবাইট/ সেকেন্ড গতিতে ডাউনলোড করতে পারে । তবে এডিএসএল-এর আপলোড স্পিড ডাউনলোডের চেয়ে কিছুটা কম থাকে । আর এজন্যই এটা এসিমেট্রিক বা অসম

উত্তর :- ARF-এর পূর্ণ অর্থ হচ্ছে-Alarm Reporting Function. এটি সাধারণত এস আই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমের অকার্যকরী অবস্থার কারণ, ত্রুটিসহ অন্যান্য সমস্যার বিবরণ প্রদান করে

উত্তর :- এআরকিউ-এর পূর্ণ অর্থ হলো Automatic Repeat Request. ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণ সংকেতরূপে ব্যবহৃত হয় । এআরকিউ তথ্য সঞ্চালনের বিবিধ ত্রুটি নির্ধারণ করে এবং পুনবায় তথ্য সঞ্চালনের অনুরোধ প্রদান করে

উত্তর :- অ্যামচার এক ধরনের রেডিও সেবা

উত্তর :- যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয় তাকে এসিনক্রোনাস বলে

Short Question :- B

উত্তর :- যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়োর্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয় । বাস টপোলজির প্রধান ক্যাবলটিকে বলা হয় ব্যাকবোন । সিগন্যাল যখন ব্যাকবোনে চলাফেরা করে তখন শুধু প্রাপক কম্পিউটার সিগন্যাল গ্রহণ করে, বাকিরা একে অগ্রাহ্য করে । এ টপোলজি ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ , সাশ্রয়ী ও এটি বিশ্বস্ত । এই সংগঠনে কোন কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পর্ণ সিস্টেম নষ্ট হয়ে যায় না

উত্তর :- প্রতি সেকেন্ডে যে পরিমান বিট ট্রান্সফার হয় তাকে bps দিয়ে bit per second বোঝান হয়

উত্তর :- বেতার তরঙ্গ এক প্রকারের তড়িৎ চৌম্বকীয় বিকিরণ যার তরঙ্গ দৈর্ঘ্যরে সীমা মিলিমিটার থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত

উত্তর :- বেতার তরঙ্গ দুই প্রকার।

উত্তর :- ব্লুটুথ কর্তৃক প্রেরিত সিগন্যালের ক্ষমতা মিলিওয়াট।

উত্তর :- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বলে। আর এ ট্রান্সমিশন স্পীডকে ব্যান্ড উইডথ বলে।

উত্তর :- সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহ্রত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলে

উত্তর :- নেটওয়ার্কের কোনো একটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো যন্ত্রপাতি) থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহন করে। যেমন-টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান সম্প্রচার করলে তা সকলেই দেখতে পারে।

উত্তর :- প্রেরক কম্পিউটার ও প্রাপক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য সংযোগ ব্যবস্থাকে চ্যানেল বলে

উত্তর :- দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যোগাযোগ পদ্ধতি হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ হলো ক্ষুদ্র দূরত্বের জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রযুক্তি। টেলিকম ভেওর এরিকসন ১৯৯৪ সালে এটি উদ্ভাবন করেন এবং দশম শতাব্দীতে ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথ এর ন্মা অনুসারে এ প্রযুক্তির নামকরণ করা হয়।এটি ক্ষুদ্র পাল্লার বেতার তরঙ্গের মাধ্যমে প্রয়োগ করা হয়

উত্তর :- একটি সংযোগ লাইনে কয়েকটি কম্পিউটার নোড বা সংযোজক যুক্ত হয়ে যে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে বাস টপোলজি বলে।

Short Question :- C

উত্তর :- নেটওয়ার্কের প্রতিটি ওয়ার্ক স্টেশনকে ক্লায়েন্ট বলা হয় । অর্থাৎ নেটওয়ার্ক সার্ভার ব্যতীত সকলেই ক্লায়েন্ট । ইন্টারফেস কার্ড এবং সংযোগ তারের মাধ্যমে সার্ভারের সাথে ওয়ার্কস্টেশন সংযুক্ত থাকে । নেটওয়ার্কের ক্লায়েন্ট পিসিগুলো সার্ভার থেকে সার্ভিস নিয়ে থাকে

উত্তর :- চ্যাট-অর্থ খোশগল্প । এ ব্যবস্থায় একজন ব্যবহারকারী তার কম্পিউটার হতে অন্য কম্পিউটার ব্যবহারকারীর সাথে গল্প করতে পারেন । চ্যাট অংশগ্রহণকারীগন হয়তো পরস্পরের অপরিচিত অথবা একজন অন্যজনকে কোনোদিন দেখেওনি । অথচ তারা কম্পিউটারের মাধ্যমে যে কোনো বিষয়ে খোশগল্প করতে পারেন । এভাবে গল্পের পরিচিতি বন্ধুত্ব অনেক সময় খুব আন্তরিকও হয়ে ওঠে

উত্তর :- কম্পিউটারের উপাত্তসমূহ স্বল্প সময়ে খুব সহজে নির্বাহ করার নিমিত্তে নেটওয়ার্ক পদ্ধতিতে উপাত্ত নিবিষ্ট করার প্রক্রিয়া । এ ব্যবস্থায় উপাত্ত গ্রহণ, নির্গমন এবং স্ক্রীন পরিক্রমায় কাজ করা যায়

উত্তর :- ক্লাডিং অপটিক্যাল ফাইবারের একটি অংশ যা কাচ বা প্লাস্টিকের তৈরী।

উত্তর :- কমিউনিকেশন সিস্টেমের উপাদানগুলো হলো কমিউনিকেশনের একটি পদ্ধতি যেমন-খেলাধুলা সম্প্রচার, গণমাধ্যম, সাংবাদিকতা ইত্যাদি

উত্তর :- কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান পাঁচটি যথা- ১.উৎস ২.প্রেরক ৩.মাধ্যম ৪.গ্রাহক ব প্রাপক ৫. গন্তব্য

উত্তর :- কমিউনিকেশন সিস্টেম হলো একক সংগ্রহ যা কমিউনিকেশন নেটওয়ার্ক, ট্রান্সমিশন, রিলে স্টেশন, উপকেন্দ্র ও ডেটা টার্মিনাল যন্ত্রপাতির সাথে সংযুক্ত করে ডেটা আদান-প্রদান করা

উত্তর :- কো-এক্সিয়াল ক্যাবল চার স্তর বিশিষ্ট। এ ক্যাবল দুটো পরিবাহী বা কন্ডাক্টর ও অপরিবাহী বা পরা বৈদ্যূতিক পদার্থের সাহায্যে তৈরী

উত্তর :- কো-এক্সিয়াল ক্যাবলের অংশ ৪টি

উত্তর :- প্রযুক্তি আমেরিকা ও এশিয়ার অংশ বিশেষে ব্যবহ্রত হয়।

Short Question :- D

উত্তর :- সংখ্যায় প্রকাশিত আইপি এড্রেস মনে রাখা এবং ব্যাবহার করা কষ্টকর । এরূপ সমস্যা সমাধানের জন্য ইন্টারনেটে সংযুক্ত সকল সার্ভার কম্পিউটার এক বা একাধিক ক্যারেক্টারগুলোর মাধ্যমে আলাদাভাবে নামকরণ করা হয় । ক্যারেক্টার ফরম্যাটে দেয়া কম্পিউটার ডোমেইন নেম বলা হয়

উত্তর :- DSL এর পূর্ণ অর্থ হচ্ছে ডিজিটাল সাবক্রিপার লাইন Digital Subscriber Line ।এটি সাধারণত এনালগ সিস্টেমের পরিবর্তে ডিজিটাল সংযোগ পদ্ধতি ব্যবহার করে ।ডিএসএল-এর প্রধান সুবিধা হলো একই সংযোগে ইন্টারনেট এবং টেলিফোন ব্যবহার করা যায়

উত্তর :- ডাটা ট্রান্সপারেনসি হলো কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়ায় উপাত্তসমূহের যোগাযোগের ক্ষেত্রে কোন প্রকার বাঁধাবিঘ্ন ছাড়াই উপাত্তসমূহ সম্প্রচারের একটি পদ্ধতি

উত্তর :- ডাটা বা উপাত্ত প্রেরণের বা গ্রহণের জন্য সার্ভার কম্পিউটারে টেলিফোন ব্যবহার করে সম্পাদিত কার্য্য ব্যবস্থাই হলো ডায়াল-আপ-লাইন

উত্তর :- কম্পিউটারের নেটওয়ার্কিং প্রক্রিয়ায় স্থানীয় সার্ভার থেকে অথবা দূরবর্তী কম্পিউটার থেকে কোনো ডকুমেন্ট বা তথ্য নিজস্ব কম্পিউটারে আনয়ন করার প্রক্রিয়াকে ডাউনলোড বলে । ডাউনলোড প্রক্রিয়ায় ইন্টারনেটের Web page থেকে প্রয়োজনীয় সফ্টওয়্যারটি কপি করে নিয়ে আসা যায়

উত্তর :- DECT হলো ডিজিটাল ইনহেন্স কর্ডলেস টেলিকমিউনিকেশন। এটি এক ধরনের কর্ডলেস ফোন

উত্তর :- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বলে

উত্তর :- চ্যানেল বাস্তবায়নের জন্য যে সমস্ত মাধ্যম বা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডেটা কমিউনিকেশনের মাধ্যম বা মিডিয়া বলে

উত্তর :- সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে ৩ ভাগে ভাগ করা যায়।

উত্তর :- যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তিতে, প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে, এক দেশ হতে অন্য দেশে, তথ্য আদান প্রদান করা যায় তাকে কমিউনিকেশন সিস্টেম বলা হয়

উত্তর :- এক কম্পিউটার থেকে দূরবর্তী কোন কম্পিটারে ডেটা ট্রান্সমিট করতে যে পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে তা-ই ডেটা ট্রান্সমিশন মেথড

Short Question :- E

উত্তর :- ই-মেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল, যা বর্তমানে বহুল ব্যবহৃত একটি যোগাযোগ মাধ্যম । ই-মেইল-এর আবির্ভাবে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে । পোস্টাল সার্ভিস ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যেমন চিঠিপত্র আদান-প্রদান করতে পারি তেমনি কম্পিউটারের সাহায্যেও টিঠিপত্র আদান-প্রদান করা যায় । কম্পিউটারের সাহায্যে চিঠিপত্র আদান-প্রদানের এ ব্যবস্থাকে বলে ই-মেইল

উত্তর :- ই-কমার্স-এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স-Electronic Commerce. এটা হলো ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের সাহায্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পদ্ধতি । এ পদ্ধতিতে ইলেকট্রনিক অন-লাইনের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে লেনদেন ও পণ্যের আদান-প্রদান করা হয়

উত্তর :- ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন, জেরক্স এবং বিশ্বখ্যাত ইন্টেল কোম্পানির সমন্বিত প্রচেষ্টায় উদ্ভাসিত লোকাল এরিয়া নেটওয়ার্ক সিস্টেম

Short Question :- F

উত্তর :- File Transfer Protocol

উত্তর :- এটি একটি ক্লায়েন্ট সার্ভার প্রটোকল যা সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদানের উভয়মুখী যোগাযোগ ব্যাবস্থা গড়ে তোলে । টিসিপি / আইপি নেটওয়ার্ক সিস্টেমে এই প্রটোকল ব্যাবহার করে তথ্য সংগ্রহ ও প্রেরণ করা হয়

Short Question :- G

উত্তর :- লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে মেইনফ্রেম বা সুপার কম্পিউটারের মতো অপর একটি শক্তিশালী কম্পিউটার সংযুক্ত করতে যে সংযোগ ব্যবস্থা বা আলাদা ডিভাইস ব্যবহৃত হয় তাকে গেটওয়ে -Gateway বলা হয়

উত্তর :- গেটওয়ে হলো ইন্টারনেটের প্রবেশপথ। কয়েকটি কম্পিউটারের সাথে এক বা একাধিক নেটওয়ার্কের সংযোগকারী ডিভাইসকে গেটওয়ে বলা হয়

উত্তর :- GAN-এর পূর্ণ অর্থ হলো - Global Area Network. যখন কোনো দূরবর্তী শহরগুলোতে অবস্থিত ল্যান বা ম্যান বা কম্পিউটারের বিশেষ স্থাপনার সাথে সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে ওঠে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN বলে । বিভিন্ন শহরের মধ্যে তথ্য প্রযুক্তির সংযোগ ঘটে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে

উত্তর :- কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়ায় তথ্য আহরণের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রক্রিয়া । FTP Telnet অথবা session এর মধ্যে এটিকে চালনা করে হোস্ট কম্পিউটার থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা যায় বলে ব্যবহারকারীগণ এটি ব্যবহার স্বাচ্ছন্দ্যবোধ করেন । গৌফার ব্যবহারে প্রয়োজনীয় তথ্যাবলীকে কেবলমাত্র নির্দিষ্ট মেনুতে ক্লিক করে সম্পাদন করা যায় বলে এটির ব্যবহার সুবিধাজনক

উত্তর :- GPS হলো Global Positioning System এর সাহায্যে গাড়ির চালক, নৌকা ও জাহাজের নাবিক, বিমানের পাইলটের গতি জানা যায়

Short Question :- H

উত্তর :- হাইব্রিড টপোলজি - Hybrid Topology : বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি । উদাহরনস্বরূপ ইন্টারনেটকে এ ধরনের টপোলজি হিসেবে অভিহিত করা যায় । কেননা ইন্টারনেট হলো বৃহৎ পরিসরের একটি নেটওয়ার্ক যেখানে সবধরনের টপোলজির মিশ্রণ দেখা যায় । এ টপোলজিতে প্রয়োজনানুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে । কোন সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয় । কোন এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়ে যায়

উত্তর :- হাব হলো এমন একটি নেটওয়ার্ক ডিভাইস যা অনেকগুলো পোর্ট নিয়ে গঠিত এবং ইথারনেট ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করার জন্য অনেকগুলো টুইস্টেড পেয়ার বা ফাইবার অপটিকের সাথে যুক্ত করা যায়। এটি একটি কেন্দ্রীয় কানেকটিভ ডিভাইসের মতো কাজ করে। কানো একটি পোর্টে তথ্য আসার সাথে সাথে কপি করা যায় এবং ইথারনেট ডিভাইসগুলোকে তথ্য সরবরাহ করে থাকে

উত্তর :- কম্পিউটার নেটওয়ার্ককে সংযোজিত প্রতিটি কম্পিউটারকে একেকটি হোস্ট কম্পিউটার হিসাবে অভিহিত করা হয় । অর্থাৎ স্থানীয় সার্ভারের মাধ্যমে সংযোজিত একেকটি ঠিকানা সম্বলিত কম্পিউটারকে হোস্ট কম্পিউটার বলে । অনেক সময় হোস্ট কম্পিউটারের সহায়তায় লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে কেবল কী-বোর্ড এবং মনিটরের মাধ্যমে একাধিক ব্যক্তি একই কম্পিউটারে কার্য সম্পাদন করে থাকে

উত্তর :- ওয়েবে কোন ফাইল ট্রান্সফারের জন্য যে বিশেষ রীতি-নীতি ব্যবহৃত হয় তাকে Hypertext Transfer Protocol বা সংক্ষেপে http বলা হয়

উত্তর :- পরস্পর সংযুক্ত ইন্টারনেট প্রবেশ বিন্দু বা এক্সেস পয়েন্টগুলোকে হটস্পট বলে

উত্তর :- হাফ ডুপ্লেক্স মোড উভয় দিক থেকে আদান-প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু এক সাথে আদান-প্রদান সম্ভব নয়

Short Question :- I

উত্তর :- ইন্টারনেটওয়ার্কিং, একের অধিক কম্পিউটারের মধ্যস্থিত সংযোগের মাধ্যমে একটি বিশাল নেটওয়ার্ক গঠন করার পদ্ধতিকে ইন্টারনেটওয়ার্কিং বলা হয় । ইন্টারনেটওয়ার্কিং সাধারণত কোনো LAN, MAN, WAN এর ইন্টারনেটের সাথে কানেকশন কে বোঝায়

উত্তর :- ইন্টারনেট ফোনকে সংক্ষেপে ই-ফোন বা নেট ফোন বলা হয় । কিছু গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের সমন্বয়ে ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশে টেলিফোনে কথা বলার অত্যাধুনিক পদ্ধতি । ইন্টারনেট ফোনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ফোনের মাধ্যমে লোকাল ফোনের রেটে পৃথিবীর প্রায় সব দেশেই কথা বলা যায়

উত্তর :- আইএসডিএন -এর পূর্ণ অর্থ হলো - ইনটিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক-Integrated Services Digital Network. একটি সাধারণ বাহকের মাধ্যমে একই সাথে ডাটা, কথা, ছবি প্রভৃতি আদান-প্রদানের লক্ষ্যে সংগঠিত ডিজিটাল নেটওয়ার্ককে আইএসডিএন বলা হয়

উত্তর :- ইনফরমেশন সুপার হাইওয়ে, বর্তমানে তথ্য পরিবহনের জন্য বিভিন্ন ধরনের তথ্য পরিবহন ক্ষমতাবিশিষ্ট পরিবহন মাধ্যম চালু আছে । কথা বা ডাটা ধীর গতিতে প্রেরণের চেয়ে সচল চিত্র বা মুভি প্রেরণ, ভিডিও কন্ফারেন্সিং, মাল্টিমিডিয়া প্রোগ্রাম প্রভৃতির প্রেরণের জন্য সংযোগ পথ দিয়ে একই সাথে কথা, ছবি ইত্যাদি স্থানান্তর করার প্রয়োজন হয় । এজন্য অতি উচ্চ গতিসম্পন্ন পরিবহন মাধ্যমের প্রয়োজন হয় । এরূপ পরিবহন মাধ্যমকে ইনফরমেশন সুপার হাইওয়ে বলে

উত্তর :- ইন্টারনেটের মাধ্যমে গল্প করা, আড্ডা দেয়ার সিস্টেমকে আইআরসি বলে । এর মাধ্যমে কোন ইউজার নিজের লগ-অন করা কম্পিউটারে কিছু লিখলে একই সময়ে লগ-অন করা অন্য নির্দিষ্ট ব্যবহারকারীর কম্পিউটারে ঐ একই লেখা দেখা যাবে । এভাবে সারাদিন কম্পিউটারের মাধ্যমে আড্ডা দেয়া যায়

উত্তর :- IC হলো Integrated Circuit, এটি এক ধরনের চিপ

উত্তর :- ইন্টারনেট হলো হাইব্রিড টপোলজি

উত্তর :- IMSI হলো স্যাটেলাইট ফোন ডিভাইসগুলোর একটি একক identity নম্বর। এর দ্বারা International Mobile Subscriber Identity বোঝানো হয়

উত্তর :- এটি এক ধরনের লজিক্যাল বা যৌক্তিক বর্তনী যার কাজ হলো কোন সিগন্যাল এর বিপরীত সিগন্যাল তৈরি করা । এটি সাধারণত Not operation হিসেবে পরিবর্তিত হয়

উত্তর :- এটি এক ধরনের সিগন্যাল যা কম্পিউটারকে বুঝতে দেয় যে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এবং এই মুহূর্তে কাজ করা সম্ভব হচ্ছে না । যেমনঃ- কম্পিউটারে কোনো প্রোগ্রাম রান করার সময় যদি অন্য আরেকটি প্রোগ্রাম রান করানো হয় বা ইনপুট ডিভাইস থেকে ডাটা প্রেরিত হয় তখন এ ধরনের ঘটনা ঘটতে পারে

Short Question :- J

উত্তর :- জ্যাকেট এর ব্যাস 800 মাইক্রোমিটার

Short Question :- K

Short Question :- L

উত্তর :- Local Area Network - LAN : একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে একটি ভবনের একই তলায় অবস্থিত অথবা একই ভবনের কাছাকাছি ফ্লোরের কম্পিউটারগুলো এই নেটওয়ার্ককের আওতায় হতে পারে । তবে এক্ষেত্রে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে কম্পিউটারগুলোকে থাকতে হবে । নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজসাধ্য ও ব্যয়বহুল নয়

উত্তর :- Local Area Network

উত্তর :- কাছাকাছি দূরত্বে অবস্থিত কম্পিউটারসমূহকে পরস্পরের মধ্যে সম্পর্ক করার ব্যবস্থাকে -LAN বা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে

উত্তর :- ডাটা বা উপাত্ত প্রেরণের বা গ্রহনের নিমিত্তে সার্ভার কম্পিউটারের টেলিফোন ব্যবহার করে সম্পাদিত কার্যব্যবস্থা

Short Question :- M

উত্তর :- Metropolitan Area Network - MAN : মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এর সমন্বয় যা একটি পুরো শহর বা বড় আকারের কোন এলাকাব্যাপী বিস্তৃত

উত্তর :- Metropolitan Area Network

উত্তর :- একটি বড় শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারসমূহকে পরস্পর সংযুক্ত করার প্রক্রিয়াকে বলে-MAN মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক

উত্তর :- মডেম - Modem

উত্তর :- মডেম bit per second গতিতে ডেট পাঠায়।

উত্তর :- যার মাধ্যমে ডেটাসমূহ এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয় তাকে মাধ্যম বলে

উত্তর :- মডেম কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা দ্বারা গ্রাহকের নিকট প্রেরণ করে। গ্রাহক কম্পিউটারের ব্যবহারপোযোগী করে। প্রেরক ও গ্রাহক উভয় প্রান্তে মডেম ব্যবহার করেন

উত্তর :- মাল্টিকাস্ট মোড নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহন করতে পারেনা। শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রাহক বা সদস্য গ্রহন করতে পারে

উত্তর :- কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে মাইক্রোওয়েভের সাহায্যে প্রেরক ও গ্রাহক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব

উত্তর :- টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ প্রযুক্তিতে ভূ-পৃষ্ঠেই ট্রান্সমিটার বসানো হয়। এতে মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি সীমার নিচের দিকে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়

উত্তর :- স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তিতে যোগাযোগ উপগ্রহের সহায়তা নিতে হয়।

উত্তর :- মাইক্রোওয়েভ হলো এক ধরনের তরঙ্গ যা ১ মিলি মিটার থেকে ১ মিটার দৈর্ঘ্যওে হতে পারে। অথবা ০.৩ মেগাহার্জ থেকে ৩০০ গেগাহার্জ বিশিষ্ট কম্পাংক হতে পারে । মাইক্রোওয়েভের সাহায্যে ছবি, শব্দ, ও তথ্য সরবরাহ করা সম্ভব

উত্তর :- আমরা সবাই মোবাইল ফোন চিনি এবং ব্যবহার করে থাকি। মোবাইল ফোনকে সেলুলার ফোন বা সেলফোন বা মুঠোফোন বলে

উত্তর :- মডেম শব্দটির পূর্ণরুপ হলো মডুলেটর-ডিমডুলেটর । মডুলেটর ডিজিটাল সংকেত কে অ্যানালগ সংকেতে রুপান্তরিত কওে আর ডিমডুলেটর অ্যানালগ সংকেত কে টুইস্টড পেয়ার ক্যাবল বা ফাইবার অপটিকের সাথে যুক্ত করা যায়। এটি একটি কেন্দ্রীয় কানেকটিভ ডিভাইসের মতো কাজ করে। কোনো একটি পোর্টে তথ্য আসার সাথে সাথে কপি করা যায় এবং ইথারনেট ডিভাইসগুলোকে তথ্য সরবরাহ করে থাকে

উত্তর :- যে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে প্রত্যেকটি কম্পিউটার একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে সে নেটওয়ার্ক সিস্টেম ই মেশ টপোলজি

উত্তর :- Microsoft Network

উত্তর :- মেশ টপোলজি - Mesh Topology : যদি কোন নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে তাকে বলা হয় মেশ টপোলজি । অধিকাংশ মেশ টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের মেশ নেটওয়ার্ক নয় । এরা আসলে হাইব্রিড মেশ নেটওয়ার্ক । এতে শুধু কয়েকটি অতিরিক্ত বা অপ্রয়োজনীয় লিংক থাকে । এতে ডেটা কমিউনিকেশন অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়

Short Question :- N

উত্তর :- আন্তঃসংযোগবিশিষ্ট দুই বা ততোধিক কম্পিউটারকে যখন একটি ডাটাকমিউনিগেশন ব্যবস্থায় নিয়ে আসা হয় তখন তাকে Network-নেটওয়ার্ক বলে

উত্তর :- কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে দুই বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে

উত্তর :- কম্পিউটার নেটওয়ার্ককে মূলত চার ভাগে ভাগ করা হয়েছ

১. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক - Personal Area Network - PAN ২. লোকাল এরিয়া নেটওয়ার্ক - Local Area Network - LAN ৩. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক - Metropoliton Area Network - MAN ৪. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক - Wide Area Network - WAN

উত্তর :- Internet

উত্তর :- চারটি নেটওয়ার্কিং সফ্টওয়্যারের নাম

১. নভেল নেটওয়্যার - Novel Netware ২. টিসিপি / আইপি - TCP/IP ৩. সিসকো রাউটার - Sisco Router ৪. উইন্ডোজ নেট - Windows Net

উত্তর :- নেটওয়ার্ক লেয়ার হলো Open System Interconnection - OSI মডেলের ৩নং স্তর । সঠিক গন্তব্যে উপাত্ত বা ডাটা পৌছল কিনা তা নির্ধারনের জন্য প্রোটোকল তৈরি করা হলো এর প্রধান কাজ

উত্তর :- লোকাল এরিয়া নেটওয়ার্ক এর আওতায় ইথারনেট কার্ড ও ক্যাবলের সাহায্যে যে নেটওয়ার্কিং প্রক্রিয়াটি সম্পাদিত হয় তাকে ইথারনেট নেটওয়ার্ক বলা হয় । কম্পিউটার নেটওয়ার্কিং এর উক্ত ক্ষেত্রটি অত্যন্ত ব্যয়বহুল বিধায় এটি কেবল বড় বড় প্রতিষ্ঠানসমূহে ব্যবহৃত হয়

উত্তর :- কম্পিউটারের যোগাযোগ ব্যবস্থায় গৃহীত নকশা । যেটি ব্যবহারকারীর প্রয়োজনানুযায়ী গৃহীত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে

উত্তর :- ন্যারো ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি 450bps থেকে 300bps পর্যন্ত

উত্তর :- নয়েজ হলো এক ধরনের ইলেকট্রনিক সিগন্যাল যা কোনো ডিভাইসে অবস্থান করে মূল সিগন্যালকে পরিবর্তন করে এবং যার ফলে মূল ডাটা ট্রান্সমিশনে ব্যাঘাত ঘটে

উত্তর :- এটি এক ধরনের লজিক সিস্টেম যেখানে High ভোল্টেজকে Logic 0 ধরা হয় এবং Law voltage কে 1 ধরা হয়

Short Question :- O

উত্তর :- OSI এর পূর্ণরূপ হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন - Open System Interconnection. এটি একটি প্রোটোকলের রেফারেন্স মডেল । এ মডেলটি কমিউনিকেশন সফ্টওয়্যারের সকল স্ট্যান্ডার্ড শর্ত পূরণ করে । এর সাতটি স্তর বা লেয়ার বিশেষ কোনো নেটওয়ার্ক ফাংশন বা কার্যাবলি নির্দেশ করে থাকে

উত্তর :- বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অপটিক্যাল ফাইবার একটি জনপ্রিয় মাধ্যম । এ ক্যাবল ইলেকট্রনিক সিগন্যালের পরিবর্তে আলোর সিগন্যালট্রান্সমিট করে । এটি তৈরিতে গ্লাস ও প্লাস্টিক ব্যবহৃত হয় । অপটিক্যাল ফাইবার ক্যাবল সিলিন্ডার আকৃতির । এটি তিনটি অংশের সমন্বয়ে গঠিত কোর, ক্লাডিং এবং জ্যাকেট । অপটিক্যাল ফাইবারের ডাটা স্থানান্তরের হার কয়েক গিগা বাইট পর্যন্ত হয়

উত্তর :- অপটিক্যাল ফাইবার ক্যাবল হচ্ছে কাঁচের তন্তুর তৈরী এক ধরনের ক্যাবল যার মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা হয়। [ অপটিক্যাল ফাইবার হচ্ছে- খুব সরু ও নমনীয় কাচতন্তুর আলোকনল ]

উত্তর :- বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড ( খুলনা )

উত্তর :- ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকার বিষয়কে অন-লাইন সংযোগ বলা হয় । সাধারণত আইএসপিসহ বড় বড় কোম্পানি এরূপ সংযোগ ব্যবহার করে থাকে

উত্তর :- নিকটবর্তী কোন আইএসপির সদস্য হয়ে তাদের সার্ভার কম্পিউটার শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করার বিষয়কে অফ-লাইন সংযোগ বলা হয় । এতে ব্যবহারকারী সকল তথ্যগুলি আইএসপির সার্ভারে সংযোগ স্থাপন করে প্রেরণ করেন

Short Question :- P

উত্তর :- Personal Area Network - PAN : পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান হলো এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যেটি পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় । প্যানের ব্যাপ্তি সাধারনত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে

উত্তর :- যে যন্ত্র ডেটা গ্রহণ করে তাকে প্রাপক বলে। প্রাপক যন্ত্র হিসেবে মডেম ব্যবহার করা হয়। গ্রাহক কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে

Short Question :- Q

Short Question :- R

উত্তর :- রিং টপোলজি - Ring Topology: রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে । রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে । এ ব্যবস্থায় কোন কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে কম্পিউটারগুলোর মধ্যে ঘুরতে থাকে যতক্ষণ না নির্দিষ্ট কম্পিউটার ডেটা গ্রহন করে । এ ব্যবস্থায় কোন কেন্দ্রীয় কম্পিউটার থাকে না । এতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান

উত্তর :- যে নেটওয়ার্কে কম্পিউটার বৃত্তাকাওে সজ্জিত থাকে তাকে রিং টপোলজি বলে।

উত্তর :- ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে লিঙ্ক একটি অত্যন্ত সহজ পদ্ধতি । এটিকে ওয়ারলেস ক্যাবল সংক্ষেপে বলা হয় । এটি অনেকটা টেলিভিশনের মতো কাজ করে । এজন্য আইএসপিগুলো তাদের সিগন্যাল আলট্রা হাই ফ্রিকোয়েন্সিতে ছড়িয়ে দেয় এবং নির্দিষ্ট সীমানার মধ্যে বাহক তাদের বিশেষ এন্টেনা দিয়ে এ সিগন্যাল ব্যবহার করে ইন্টারনেটে সংযুক্ত হয়

উত্তর :- রাউটার হলো একটি নেটওয়ার্ক ডিভাইস। রাউটার কম্পিউটার নেটওয়ার্কেও মধ্যে ইন্টার নেটওয়ার্ক সৃষ্টি করে তথ্য সঞ্চালন করে থাকে

উত্তর :- ১৯৯১ সালে ফিনল্যান্ডের রেডিওলিনজা নামক একটি GSM2G অপারেটর সর্বপ্রথম ব্যবসায়িকভাবে এবং GSM2G স্ট্যান্ডার্ডে 2G তারবিহীন নেটওয়ার্ক চালু করেছিল

উত্তর :- রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ হলো ইলেক্ট্রোম্যাগনেটিক বর্ণনালি।

Short Question :- S

উত্তর :- স্টার টপোলজি - Star Topology : যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে স্টার টপোলজি বলা হয় । এক্ষেত্রে একটি কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে তথ্য আদান- প্রদান করে থাকে । এ সংগঠনে কোন একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্কে তার প্রভাব পড়ে না

উত্তর :- কম্পিউটারের তথ্য প্রেরণের সময় বাইনারী বিটকে অপরিবর্তিত অবস্থায় নেটওয়ার্কের সংযোগ পথে তুলে দেয়ার প্রক্রিয়া । এ প্রক্রিয়ায় একই সময়ে একাধিক সংকেত প্রেরণ করা যায় না

উত্তর :- অনেক সময় ক্যাবল অথবা মাইক্রোওয়েভের মাধ্যমে নেটওয়ার্ক স্থাপন করা সম্ভব হয় না । সেক্ষেত্রে দেখা যায় দুটি নেটওয়ার্কের মধ্যবর্তী স্থানে উঁচু পর্বত, দালান বা সমুদ্র থাকলে এমনটি হয় । তখন স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্কিং কার্যাবলী সম্পাদন করা হয় । এজন্য অবশ্য কম্পিউটারের সাথে মডেম লাগবে । বর্তমানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সিস্টেমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত কম্পিউটারসমূহের মধ্যে নেটওয়ার্ক স্থাপনে স্যাটেলাইট ব্যবহৃত হয়

উত্তর :- সিগন্যাল হলো এক ধরনের ডাটা । সাধারণত ডিজিটাল ডাটা যা কোনো কানেকশন ওয়্যারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে সিগন্যাল বলে । যেমন- ইনপুট সিগন্যাল হতে ইনপুট ডাটা এবং আউপপুট সিগন্যাল হতে আউপপুট ডাটা পাওয়া যায়

উত্তর :- সার্ভার হলো কম্পিউটার নেটওয়ার্কের মূল নিয়ন্ত্রক । কারণ সার্ভারই বলে দিবে কোন ক্লায়েন্ট পিসি নেটওয়ার্কে কতটুকু এক্সেস পাবে । আর নেটওয়ার্কে সার্ভারের কাজই হচ্ছে ক্লায়েন্ট পিসি থেকে আসা রিকোয়েস্টের দ্রুত সাড়া দেয়া এবং প্রয়োজনীয় উপকরণ সময়মতো পাঠিয়ে দেয়া

উত্তর :- STP হলো Shielded Twiested Pair

উত্তর :- ডেটাসমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতি বারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে

উত্তর :- যে পদ্ধতিতে ডেটা শুধু এক দিক থেকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে

উত্তর :- যে নেটওয়ার্কে কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে পরস্পর সম্পর্কযুক্ত থাকে তাকে স্টার টপোলজি বলে

উত্তর :- SDLC এর পূর্ণরূপ হচ্ছে Synchronous Data Link Control. বিভিন্ন ধরনের সমন্বিত উপাত্তকে সমন্বয়ের জন্য বিশ্বখ্যাত আইবিএম কর্পোরেশন কর্তৃক উদ্ভাবিত একটি নিয়ন্ত্রক প্রোটোকল

উত্তর :- কক্সবাজারের ঝিলংঝায়

Short Question :- T

উত্তর :- ট্রি টপোলজি - Tree Topology : যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা-প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলা হয় । এ টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে । অর্থাৎ প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয় । একইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয় । অফিস ব্যবস্থাপনার কাজে এ নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী । শাখা-প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ

উত্তর :- টিসিপি সারাবিশ্বে ইন্টারনেটের জন্য প্রটোকল । এখানে TCP এবং IP এই দুটো প্রটোকল একসাথে কাজ করে । IP নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাথে যুক্ত কম্পিউটারের নাম বা ঠিকানা লজিক্যাল এড্রেস নির্দেশ করে এবং টিসিপি সেই ঠিকানা মতে তথ্য প্রেরণের ব্যবস্থা করে

উত্তর :- ট্রান্সমিশন চ্যানেল হলো কোনো ট্রান্সমিশন বা কমিউনিকেশন সিস্টেমের প্রেরক থেকে প্রাপক পর্যন্ত ডাটা আদান-প্রদানের জন্য এক ধরনের মাধ্যম । যেমন- টেলিফোনের তার, স্যাটেলাইট ইত্যাদি

উত্তর :- কোনো ট্রান্সমিশন চ্যানেলের মধ্যে দিয়ে ডাটা যে গতিতে আদান-প্রদান করে তাকে ঐ চ্যানেলের ট্রান্সমিশন রেট বলা হয় । এর একক হলো বিট / সেকেন্ড । আবার অনেক সময় একে বাড রেটও বলা হয়

উত্তর :- টক ক্রস হলো কম্পিউটারের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির কারণে বিভিন্ন ধরনের ভুল সংকেত প্রাপ্ত হওয়া

উত্তর :- কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়ায় দূরবর্তী টারমিনালসমূহের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ব্যবহৃত প্রটোকল

উত্তর :- থিকনেট হলো ভারী ও নন ফ্লেক্সিবল মিডিয়া

উত্তর :- টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি 0-5 MHZ

উত্তর :- দুটি পরিবাহী কপার বা তামার তারকে সুষমভাবে পেঁচিয়ে এ ধরনের ক্যাবল তৈরী করা হয়

উত্তর :- TDMA প্রযুক্তি ইউরোপের হলেও ৬টি মহাদেশের প্রায় সকল দেশেই এ প্রযুক্তি ব্যবহ্রত হচ্ছে

উত্তর :- টুইস্টেড পেয়ার ক্যাবল হলো দুটো পরিবাহী তামার তার যা এক সাথে সুষমভাবে প্যাঁচানো এবং তার দুটোকে পৃথক রাখার জন্য অপরিবাহী পদার্থ দ্বারা আবদ্ধ একটি পরিবাহী তার

Short Question :- U

উত্তর :- ইউজার নেম হল ইন্টারনেট ব্যাবহারকারী কম্পিউটারের নাম এবং পাসওয়ার্ড ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার জন্য ব্যবহৃত একটি গোপন শব্দ

উত্তর :- UTP হলো Unshielded Twisted Pair

উত্তর :- সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট মোড বলে।

Short Question :- V

উত্তর :- দূরবর্তী স্থানে বসবাসরত ব্যক্তির সাথে টেলিফোনে আলাপকালে আলাপরত ব্যক্তির ছবি কম্পিউটারের স্ক্রীণে দেখার প্রক্রিয়া হলো ভিডিও টেলিফোনি

উত্তর :- নেটওয়ার্কভুক্ত দুটি কম্পিউটারের মধ্যে যুক্তিমূলক পদ্ধতিতে সমন্বয়ের ব্যবস্থা হলো ভার্চুয়াল কানেকশন

উত্তর :- ডিস এন্টেনার মতো দেখতে এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র । যার প্রধান কাজ হলো স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্যকে এমপ্লিফাই করা এবং কোনো তথ্যকে সহজে স্যাটেলাইটে পাঠানো । এছাড়াও এটি নিজস্ব সার্ভারের সাথে গ্রাহকদের কম্পিউটারকে ইন্টারনেটের সাথে সংযোগ করে দেয়

উত্তর :- কন্ঠস্বরের মাধ্যমে সৃষ্ট উপাত্ত গ্রহণ করে তা সংরক্ষণ ও অন্য স্থানে প্রেরণ করার পদ্ধতিকে ভয়েস মেইল বলা হয় । এটি একটি মৌখিক প্রশ্নের উত্তর দেয়ার ক্ষমতাসম্পন্ন টেলিফোন এক্সচেঞ্জ বিশেষ

উত্তর :- ভিডিও কন্ফারেন্সিং হলো দুই বা ততোধিক স্থানের মধ্যে ইমেজ-ভিডিও-স্পিচ-অডিও ট্রান্সমিট করা । এটা করার জন্য প্রথমে দরকার ওয়েব ক্যামেরা, যার সাহায্যে ইমেজ ধারণ এবং প্রেরণ করা যায় এবং মাইক্রোফোন যার সাহায্যে শব্দ ধারণ এবং প্রেরণ করা যায়

উত্তর :- মাল্টিকাস্ট মোড ব্যবহার করা হয়

উত্তর :- একটি সাধারন মডেম যা তথ্যকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের টেলিফোন নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে পৌছে দেয়

Short Question :- W

উত্তর :- Wide Area Network - WAN : ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলো কম্পিউটার বা ল্যানের নেটওয়ার্ক যারা বিভিন্ন দূরত্বে অবস্থিত নেটওয়ার্ক ব্যবস্থা । ইন্টারনেট হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক । এ নেটওয়ার্ককের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে ই-মেইল আদান -প্রদান করা , বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করা, ফাইল ডাউনলোড, অনলাইন শপিং ইত্যাদি করা যায় । ওয়ানের আওতায় কম্পিউটারগুলো কেবল একটি শহরেই সীমাবদ্ধ থাকতে পারে , অথবা এগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছরিয়ে ছিটিয়েও থাকতে পারে । তবে ওয়ানের পুরো বিষয়টি নির্ভর করছে ফিজিক্যাল লাইন, ফাইবার , অপটিক ক্যাবল , স্যাটেলাইট ট্রান্সমিশন এবং মাইক্রোওয়েব ট্রান্সমিশনের উপর

উত্তর :- Wide Area Network

উত্তর :- বিস্তৃত ভৌগোলিক এলাকাব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে WAN ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে । দেশের বিভিন্ন শহরে অবস্থিত কম্পিউটার এবং বাংলাদেশের সাথে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত কম্পিউটার সমূহকে পরস্পর সংযুক্ত করতে হলে তা হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক

উত্তর :- Web page হচ্ছে Text, Sound এবং Graphics এর সংমিশ্রণে তৈরিকৃত ইলেকট্রনিক পেজ

উত্তর :- World Wide Web

উত্তর :- WWAN হলো Wireless Wide Area Network

উত্তর :- ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন মোবাইল কম্পিউটিং এর একটি সাধারণ উপাদান।

উত্তর :- ব্লুটুথ ও ইনফ্রারেডের মাধ্যমে হ্যান্ডসেট বা ল্যাপটপের মধ্যে যোগাযোগ পদ্ধতি হলো ওয়্যারলেস প্যান

উত্তর :- ওয়্যারলেস ল্যান পদ্ধতিতে প্রতিটি কম্পিউটারের সাথে একটি রেডিও মডেম এবং এন্টেনা থাকে যার সাহায্যে প্রতিটি কম্পিউটার অপর কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে

উত্তর :- ওয়াইম্যাক্স হলো একটি টেলিকমিউনিকেশন প্রোটোকল যা মোবাইল ইন্টারনেটে ব্যবহ্রত হয়

উত্তর :- ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এমন এক ধরনের নেটওয়ার্ক সিস্টেম যেখানে কোনো ক্যাবল বা তার ব্যবহার করা হয় না। কাজেই বলা যায় এটি একটি তারবিহীন মাধ্যম

উত্তর :- ওয়াই-ফাই হলো একটি প্রচলিত তারবিহীন যোগাযোগ প্রযুক্তি, যা বেতার তরঙ্গ ব্যবহার করে তারবিহীন উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ এবং নেটওয়ার্ক সংযোগ প্রদান করে। ওয়াই-ফাই বলতে আমরা তারবিহীন লোক্যাল এরিয়া নেটওয়ার্ক কে বুঝে থাকি, যা তৈরী করা হয়েছে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতির ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডাটা আদান-প্রদান করতে পারে

উত্তর :- Wireless Fidelity - ওয়্যারলেস ফিডালিটি

উত্তর :- IEEE802.11B - আইইইই৮০২.১১বি

উত্তর :- Worldwide Interoperability for Microwave Access

উত্তর :- এটি এমন এক যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে

উত্তর :- ২০০১ সালের জুনে ওয়াইম্যাক্স ফোরাম কর্তৃক গঠিত হয়

উত্তর :- ওয়াপ-এর পূর্ণরূপ হচ্ছে ওয়ারলেস এপ্লিকেশন প্রোটোকল - Wireless Application Protocol.বর্তমান সময়ে বহুল ব্যবহৃত এবং আলোচিত একটি ইন্টারনেট সার্ভিস । এ প্রযুক্তিতে মোবাইল ফোনের পর্দায় ওয়েব পেজ ব্রাউজ করা যায় । তবে এতে খরচ বেশি হওয়ায় এবং মোবাইল প্রযুক্তি সর্বজনীন না হওয়ায় আমাদের দেশে এখনো ততটা জনপ্রিয় হয়ে ওঠেনি

Short Question :- X

Short Question :- Y

Short Question :- Z